আমরা পাওয়ার আপ করে নিজের শক্তি বৃদ্ধি করি || 30 স্টিম পাওয়ার আপ || by @mamun02

in hive-129948 •  3 years ago  (edited)

হেল্লো বন্ধুরা
আমি @mamun02 বাংলাদেশ 🇧🇩 থেকে



কেমন আছেন আপনারা,
আশা করি অনেক ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।



30 স্টিম পাওয়ার আপ


20211026_012545-01.jpeg


সত্যি বলতে পাওয়ার আপ করতে আমার খুবই ভালো লাগে, আমি যতোটুকু স্টিম পাই সব গুলো পাওয়ার করি, তাই আবারো আমার স্টিমিট আইডির শক্তি বৃদ্ধি করার জন্য আমি 30 স্টিম পাওয়ার আপ করলাম … প্রথমেই আমি ধন্যবাদ জানাই @rme @shy-fox & আমার বাংলা ব্লগ কমিউনিটি কারণ এই একাউন্ট গুলোর সহযোগিতা পেয়ে আজ আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি, আর এপর্যন্ত আমি যত গুলো সাপোর্ট পেয়েছি সব গুলোয় আমি পাওয়ার আপ করেছি, ভবিষ্যতে যদি আমি আবারও সাপোর্ট পেয়ে থাকি তাহলে আমি আমার শক্তি আরও বৃদ্ধি করব ইনশাল্লাহ।*



আমি যেভাবে পাওয়ার আপ করেছি, তার স্ক্রিনশট গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি।



পাওয়ার আপ করার আগে

Screenshot_20211026_012834.jpg


পাওয়ার আপ করার সময়

Screenshot_20211026_012847.jpg


IMG_20211026_013011.jpg


IMG_20211026_013040.jpg


IMG_20211026_014449.jpg



পাওয়ার আপ করার পর, এখন আমার টোটাল পাওয়ার আপ 199 স্টিম

Screenshot_20211026_012942.jpg



আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে যত সাপোর্ট পাবো, তত গুলোই পাওয়ার আপ করবো, ইনশাআল্লাহ



Cc:- @rme
অনেক অনেক ধন্যবাদ দাদ এভাবে আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করার জন্য



❣️ সবাইকে ধন্যবাদ ❣️



Best Regards:-
@mamun02

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নিজের সক্ষমতা বাড়াতে পাওয়ার আপ খুবই দরকার। অনেক সুন্দর উদ্যোগ নিয়েছেন। দেখে খুব ভালো লাগলো। অনেক শুভেচ্ছা রইলো।

ধন্যবাদ ভাইয়া

কারো পাওয়ার আপ পোস্ট দেখলেই খুশিতে মনটা ভরে যায় আমার। কি যে ভালো লাগে এভাবে কাওকে এগিয়ে যেতে দেখলে।
আশা করি আপনি আরো দ্রুত আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন।

ধন্যবাদ আপু

পাওয়ার বৃদ্ধি মানে সক্ষমতা বৃদ্ধি। পাওয়ার আপের জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি এভাবেই এগিয়ে যাবেন।

#welovepowerups

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া

আপনার পাওয়ার আপকে সাধুবাদ জানাই।পাওয়ার আপকে আমরা সবাই ভালোবাসি।পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি।
শুভকামনা রইলো

আপনার জন্যও শুভোকামনা রইলো ভাইয়া

  ·  3 years ago (edited)

আমি সত্যিই অনেক আনন্দিত আপনারা নিয়মিত পাওয়ার আপ করছেন। নিজের শক্তি বৃদ্ধি করছেন এবং এইটা খুবই ভালো লাগে। পাওয়ার আপ করলে ছোট ছোট পাওয়ার একসময় অনেক পাওয়ার এ পরিনিত হবে এবং আমরা পাওয়ার আপ কে ভালবাসি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আপনি এই কাজটি এভাবে চালিয়ে যান ইনশাআল্লাহ
সফলতা লাভ করবেন

জ্বি ভাইয়া.. পাওয়ার আপ আমার অনেক ভালো লাগে.. আপনার জন্য ও শুভকামনা রইল ভাইয়া

পাওয়ার আপ মানেই নিজের ক্ষমতা বৃদ্ধি করা।আমরা পাওয়ার কে পছন্দ করি।শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া

কমিউনিটি তে নিজের অবস্থা শক্ত করতে পাওয়ার আপ আরা খুবই জরুরী। আপনি নিজের অবস্থা শক্ত করছেন। আমরা সবাই পাওয়ার আপ কে ভারোবাসি। শুভকামনা রইলো

ধন্যবাদ ভাইয়া

STEEMIT টিম থেকে অতিরিক্ত ভোট পেতে, আপনাকে অবশ্যই শীর্ষ 3 ট্যাগে #club5050 রাখতে হবে। এটা শুধু একটি পরামর্শ. যেহেতু আপনি একটি পাওয়ার আপ করছেন আপনি এই ট্যাগটি ব্যবহার করতে পারেন

জানানোর জন্য ধন্যবাদ আপু সামনে থেকে অবশ্যই ট্যাগটি ব্যবহার করবো

আমি জেনে খুশি হলাম যে আমার মন্তব্য আপনাকে সাহায্য করেছে, শুভেচ্ছা।

ধন্যবাদ আপু