আমার বাংলা ব্লগ:- প্রবাস জীবনের একটি কবিতা

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছে আমিও মোটামুটি ভাবে আপনাদের দোয়ায় অনেক ভাল আছি

চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি কবিতা নিয়ে যে কবিতাটি আসলে আমি নিজেই বানিয়ে লিখেছি জানিনা কেমন হবে

এবং আপনাদের পছন্দ হবে কিনা তবে এটা আমাদের এই প্রবাস জীবন নিয়ে যে আসলে প্রবাসীদের কত কষ্ট কত বেদনা ভেতরে থাকতে হয় তাদের প্রতিটি ক্ষণ প্রতিটি সময়।

এ বিষয় নিয়ে ছোট্ট কিছু লাইন আপনাদের মাঝে একটি কবিতা আবৃতি করতে চলেছে তো সবাই পোস্টটি দেখুন আশাকরি পছন্দ হবে।

IMG_20210127_145839.jpg

প্রবাস জীবন.....

অনেক আশা নিয়ে
এসেছিলাম এই প্রবাসে,,,
ভেবেছিলাম সব স্বপ্নগুলো
পূরণ হবে এক নিমিষে।।।
কতকিছুই ভাবতাম
বাড়ি একলা বসে
প্রবাসে যাব
স্বপ্ন পূরণ করব নিমিষেই।

এসে দেখি এই প্রবাসে
স্বপ্ন পূরণ করা
নয় এত সহজ
চাইলেই যে স্বপ্ন পূরণ হবে না
এটার সময় কষ্ট করে
দুটো টাকা এক জায়গায়
করে রাখতে গিয়ে
এই জীবনটা হয়ে যায়
নিরামিষ এর মত

তাও ভাবি হয়তো হবে
একদিন পূরণ আমার
সেই স্বপন।
জানিনা পারব কিনা
করতে পুরন
সকল স্বপ্নগুলো
তবুও চেষ্টা করে যায়
যদি সেই সোনার
হরিণের দেখা পাই।

মাস শেষে যখন
পায় বেতন
এ খরচ সে খরচ
দিতে থাকে না আর কিছুই
নিজের স্বপ্নের জন্য
তাই চিন্তা করি খাচ্ছে কে
খাচ্ছে তো আমার পরিবার
যাইহোক আমি কষ্ট
করে যাই কামলা দিয়ে যাই
এই প্রবাসে
থাকুক সুখে আমার
পুরো পরিবার।

এটাই হলো প্রবাস জীবন
এটাই হলো সত্য তা
যেখানে প্রবাসীদের
বলা হয় কামলা
নেই কোনো মর্যাদা
তাতেও কিছু মনে করি না
যদি একটু সহানুভূতি পাই
সহজে পূরণ হয়ে যায়
এই প্রবাসীর সকল আশা
সকল আকাঙ্ক্ষা।

ধন্যবাদ বন্ধুরা এতোটুকুই আপনাদের মাঝে শেয়ার করার ইচ্ছে ছিল আশা করি আপনাদের পছন্দ হবে এবং পছন্দ করেছে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন"

Thanks for visiting my account

mamun benner.jpg

I am Md. Mamun, Bangladeshi. However, due to work, I am currently living in Malaysia as an expatriate. I express my feelings through writing and share my experiences through video. But I love to sing, so I sing in my spare time. Love to make friends. Love and try to enjoy life.

Follow me on some of my online platform accounts where you will find me very easily

Follow me on hive

Follow 3speak video sharing platform

Follow YouTube

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রবাসীরা আমাদের দেশের একটি সম্পদ। কিন্তু প্রবাসীদের সবাই সঠিকভাবে মূল্যায়ন করতে জানে না।

কবিতার টপিকস এর সাথে আপনার পোস্টের থামনেল এর বেশ মিল রয়েছে।

১০০% ইউনিক পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

IMG_20210702_154946.jpg

ভাইয়া দেশের থেকে প্রবাসী জীবন অনেক কষ্টকর যাইহোক আপনার প্রবাসী কবিতা অনেক সুন্দর হয়েছে।

প্রবাস জীবনের কষ্ট অনেক সুন্দরভাবে ফুটে তুলেছেন কবিতার মধ্যমে।ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর লিখেছেন।