কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই অবশ্য আপনারা ভালো আছেন। আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমার প্রতিদিনকার জীবনযাপন নিয়ে কিছু কথা শেয়ার করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে।
আর ভালো লাগুক আর মন্দ লাগুক এটাই তো আমার জীবন এটা কি আমাকে মেনে নিতেই হবে যতই খারাপ হোক যতই ভালো হোক সেটা আমারই জীবন আমাকেই পার করতে হবে এই সময়টি।।
আপনার অবশ্য অনেকে অবগত আছেন আমি একজন মালয়েশিয়া প্রবাসী শ্রমিক যে কিনা দিনরাত পরিশ্রম করে চলেছে বছরের পর বছর দিনের পর দিন। তবে এটা জানি না কবে শেষ হবে এই পরিশ্রমের সময় মরার আগ পর্যন্ত কি শেষ হবে কিনা সেটাও বন্ধ রয়েছে।
তবে বন্ধুরা চেষ্টা তো আর কমতি থাকে না চেষ্টা করি কিছুটা রোজগার করে যেন আমি আমার দেশের মাটিতে ফিরে যেতে পারি অতি শীঘ্রই সেটাই চেষ্টা করি তবে হয়েও যেন আর হয়ে ওঠে না। পরিশেষে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যাই হোক আর তাই হোক আর বছর দুয়েক আমি এই প্রবাস জীবন করবো এরপরে আমার যদি খাওয়া নাও হয় তাও আমি আমার দেশের মাটিতে গিয়ে মরবো এটাই আমার আশা জানিনা সেটা পূরণ হবে কিনা।
দেখুন না কি একটা জীবন প্রতিদিন সকাল হয়, আর বেরিয়ে পড়তে হয় কাজের উদ্দেশ্যে ঠিক তেমনটাই আজকেও সকাল সকাল কাজে উঠছিলাম যেহেতু বর্তমানে ২৪ তলার উপরে কাজ করছি তাই লিভ দিয়ে উঠতে হয় যখন লিফটের কাছে এসে দাঁড়ায় অনেক শ্রমিকের ভিড় তাই ভাবলাম দুটি ছবি উঠায় আসলে কি পরিবেশে কেমন অবস্থাতে আমি প্রতিদিন কাজ করি এবং কাজের উদ্দেশ্যে রওনা দেই।
তাই লিফটে ওঠা কালীন কয়েকটি ছবি উঠালাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে এভাবেই আমার জীবনটা চলে যায় সকাল বেলা কাজে উঠি দুপুরবেলা আবার নামি খাবার জন্য খেয়েদেয়ে এক ঘন্টা রেস্ট করে আবার কাজে উঠতে হয়। আর ওই সন্ধ্যা বেলা কাছ থেকে নেমে আবার বাসায় এসে গা গোসল দিয়ে রান্না বান্না করে খেতে খেতে দশটা বেজে যায় তারপরে আধা ঘন্টা এক ঘন্টা মোবাইল টিপাটিপি করে ঘুমিয়ে পড়ি আবার পুনরায় পরের দিন শুরু হয়ে যায় সেই পরিশ্রমের জীবন।
এটা শুধু একদিন দু'দিনের নয় বছরের পর বছর এভাবেই বয়ে চলেছে আমার জীবনধারা। তবে দেখি একটা আশা করেছি আশাটা যদি পূরণ হয় তাহলে আর বেশি দিন এই বিদেশ করবো না সবাই দোয়া করবেন যেন আমার সেই আশাটা পূরণ হয়।
যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন আমার শরীর গতর ভালো থাকে আর পুনরায় আমি যেন মায়ের কোলে ফিরে যেতে পারি।
https://x.com/md_mamun123456/status/1861446973972418898
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit