আমার বাংলা ব্লগ : কবিতা খুশির ঝলক👑👑

in hive-129948 •  5 days ago 

কেমন আছেন আপনারা সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। সবাই সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া ও কামনা করি। চলে আসলাম আপনাদের মাঝে আজকে সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

বন্ধুরা আজকে যে কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করব সেটা আমাদের জীবনের খুশির কিছু মুহূর্ত নিয়ে। আশা করি খুশির এই মুহূর্তটুকু আপনাদের সাথে খুব ভালোভাবে ভাগাভাগি করে নিতে পারব।

আজকে যে কবিতাটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কবিতাটি পড়ে আপনাদের বেশ ভালো লাগবে আমার মনে হয়। মনে লুকিয়ে থাকা আনন্দের কিছু কথা আপনাদের সাথে তুলে ধরলাম।

nathan-dumlao-dZ0T73DafuU-unsplash.jpg
Src

খুশির ঝলক

ছোট্ট এই জীবনের পথে,
কখনো খুঁজে পাই আলো।
কখনো কখনো আবার আঁধারে মিশে যায়,
সব ভালো সব মন্দগুলো।
তবু প্রতিটি মুহূর্তে যে জিনিসটা থাকে,
তা হলো খুশির ঝলক।
হৃদয়ে যে আলো জ্বলে,
নক্ষত্রের মতো সব সময়।

জানি জীবনে খুশি আসে,
ছোট্ট কিছু ঘটনা নিয়ে।
তাই যখনই আসে এই মুহূর্ত,
মনের ভেতর এক আনন্দের বন্যা বইয়ে যায়।
ছোট্ট শিশুর হাসিতে যেমন মিলে শান্তি,
কিংবা প্রিয়জনের পাশে কাটানো সন্ধ্যার কানাকানি।

নির্জন রাতে পূর্ণিমার চাঁদ,
ফুটে ওঠে আকাশের বুকে।
মনে করিয়ে দেয় জীবন আসলে সুন্দর এক ধাঁধা।
কিছু কৃতজ্ঞতা, কিছু ভালোবাসা,
জীবনে এনে দেয় খুশির মহিমা।

পাখির ডাকে যেমন ভোরের আলো ওঠে,
কখনো অপ্রত্যাশিত কোন ছোট্ট উপহার ভালো।
ভালো কিছু নিয়ে আসে জীবনে।
খুশির ঝলক ছড়িয়ে পড়ে চারপাশে,
যদি আমরা দেখি, হৃদয়ের আলোয় ভাসে।

তাই পরিশেষে বন্ধুরা একটি কথাই বলব, জীবনের প্রতিটি ছোট্ট মুহূর্তেই খুশি লুকিয়ে থাকে, আমাদের শুধু দেখতে জানতে হবে সে কোন কোণে থাকে। সেটিকে যদি আমরা সঠিকভাবে খুঁজি আর সেটি যদি পাই তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর এবং আনন্দময় হবে। এই খুশি এই ঝলকগুলোই তো জীবনকে করে রঙিন করে, তাই সবসময় খুশির খোঁজে থাকুন দেখবেন পেয়ে যাবেন।

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png

আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

জীবনে পাওয়া ছোট ছোট ক্ষতিগুলো আসলে মাঝে মাঝে অনেক হাসিমুখ বহন করে আনে। আপনার কবিতাটি সেই বিষয়ের উপরই লেখা। সহজ সরল ভাষায় এবং বক্তব্যে ভালো লিখেছেন কবিতাটি। মানুষের জীবন এক ওঠা নামার উপর দাঁড়িয়ে আছে। আর তাকে কবিতার ভাষায় প্রকাশ করে আপনি কিছু দিক উপমার মাধ্যমে কবিতায় তুলে আনলেন।

ভাই আজকে আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন। মাঝেমধ্যে আপনি কবিতা নিয়ে উপস্থিত হন দেখে খুবই ভালো লাগে আমার। মনের অব্যক্ত কথাগুলো খুব সহজেই ব্যক্ত করা সম্ভব হয় কবিতার মাধ্যমে। ঠিক তেমনি আপনার কবিতার মধ্যে এমন সুন্দর অনুভূতি খুঁজে পেলাম।