আমার বাংলা ব্লগে আমার কথা(১০% @shy-fox এর জন্য)

in hive-129948 •  2 years ago 

আমার নাম শৌনক রায়চৌধুরী। বয়স ২৯, বাড়ি দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ। পেশায় প্রকৌশলী। বাড়িতে আছি আমরা চারজন—মা, আমি ও দুটো রাজহাঁস।

নেশা বই পড়া, অ্যান্টিচেস খেলা। বাংলা ভাষার বইই পড়ি‌ মূলতঃ। এবিষয়ে আমি সর্বভুক। সবরকম বইই পড়ি। আর অ্যান্টিচেস হলো দাবার একটা রূপভেদ, এতে সব ঘুটিকে বিপক্ষের ঘুটি দিয়ে কাটিয়ে দিতে হয়। যাঁর সব ঘুটি কেটে যায়, বা আর বৈধ চাল থাকে না, তিনিই বিজয়ী হন। অনেকেই এটা জেনে আশ্চর্য হবেন যে সাধারণ দাবা একদমই খেলতে না পারলেও এটা মোটামুটি খেলতে পারি। লিচেস ডট অর্গে ইন্ডিয়ান ব্যাট নামে আছি।

x1.jpg

বই পড়লেও লেখালেখি করতে একদমই পারি না। এই যে লেখাটা লিখছি বসে, এতেও অবস্থা খারাপ হবার জোগাড়। মুখে মুখে ঘণ্টার পর ঘণ্টা গল্প করতে পারি, অথচ লেখার নাম শুনলেই গায়ে জ্বর আসে। বিদ্যালয়ে পড়ার সময়েও প্রতিবার বাংলা পরীক্ষায় রচনা প্রশ্নটা ছেড়ে আসতাম, কিংবা অল্প কিছু লেখার পরেই পরীক্ষা শেষের ঘণ্টা পড়ে যেত। এমন নয় যে ইংরাজিতে রচনা লিখতে পারি। তা-ও না। এই সমস্যার জন্য স্নাতকোত্তর স্তরের পরে আর গবেষণার দিকে যাওয়াই হলো না। ছোটোবেলায় কবিতা লিখতাম, এখন কাজের চাপে সবই গেছে।

‌তবে বই পড়ার অভ্যাসটা রয়েই গেছে। বাংলা সাহিত্যে আমার প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রিয় বই চারপর্বে বিধৃত অপুর কাহিনী; পথের পাঁচালী, অপরাজিত, কাজল ও তৃতীয় পুরুষ। এর মধ্যে প্রথম দুটো বিভূতিভূষণের ও শেষ দুটো তাঁর পুত্র তারাদাসের লেখা।

x2.jpg

সদ্য পড়লাম মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি' আর 'রবীন্দ্রনাথ এখানে কখনও আসেননি'। মুশকান জুবেরির প্রত্যুৎপন্নমতিত্বের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। লেখক এই গল্পের আরও একটা পর্ব লিখবেন এই আশায় আছি। প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বটা বেশি ভাল লেগেছে। সুস্মিতা সমাদ্দারকে মুশকান জুবেরি সন্দেহে তুলে আনা, আসলামের তার উপর অত্যাচার, শেষে সুস্মিতার হাতে আসলামের শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মন কেড়ে নেয়। দ্বিতীয় পর্বের শেষে মুশকান ও সুস্মিতা খুলনায় রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি সংলগ্ন এক বাড়িতে আশ্রয় নেয়। সেখানে মুশকান সুস্মিতা নামে পরিচিত, সেটা জেনে সুস্মিতা আশ্চর্য হয়ে যায়। মনে হয় এই ক্লুয়ের উপরে এর পরবর্তী পর্বের ঘটনা বিধৃত হবে। তার অপেক্ষায় রইলাম।

আজকাল সামাজিক গণমাধ্যমের যুগে যখন মানুষ পরস্পরের থেকে ক্রমশঃ দূরে সরে যাচ্ছে, প্রতিবেশীর সুখ-দুঃখের সংবাদ না নিয়ে ফেসবুকে পোজ দিচ্ছে; তখন বইয়ের মতন বন্ধুর কাছেই বারে বারে ফিরতে হয়।

x3.jpg

বই নিয়ে অনেক কথা বললাম। এখন রাজহাঁস দুটোর কথা বলি। এই লেখায় ওদের ছবিও দিলাম। এরা টুলুজ জাতের। আদি বাসস্থান ফ্রান্স। বছরে ডিম দেয় কুড়িটা। আপাতত গত রবিবার এনেছি এদের। আসা থেকেই প্যাঁক প্যাঁক শব্দে সচকিত করছে। বাড়িতে চোর ইত্যাদি ঠেকানোর জন্য এরা ভাল প্রহরীর কাজ করে। আবার মানুষের বন্ধুও‌। পনেরো থেকে কুড়ি বছর বাঁচে। ঘাস খেয়ে উঠোন পরিষ্কার করে রাখে।

প্রিয় খাবার তিনটে রুটি দিয়ে ঢ্যাঁ‌ড়শ, ‌লুচি দিয়ে আলুর দম আর ভাত দিয়ে শুয়োরের মাংস। এই তিনটের মধ্যে কোনো একটা পেলে আর কিছু চাই না। খেতে ভালবাসি, খাওয়াতেও। তবে শুধু পেট ভরানোর খাবার, ধূমপান বা মদ্যপানে একদমই আগ্রহী নই। বৈজ্ঞানিক দৃষ্টিতে সব কিছুকে বিচার করি। নিজের মত রাখতে দ্বিধা করি না। যুক্তি তর্কের দ্বারা যা সত্য বলে জেনেছি, তা থেকে পিছু হটি না।

লিখছি অনেক, তবু লেখা আর শেষ হয় কৈ? জীবনভর লিখে গেলেও কী জীবনের গল্প শেষ হয়? প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে সেই গল্প। ঈশান কোণে মেঘ উঠেছে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায়। অধুনা ফেসবুকে যে হারে ধর্মান্ধতার চাষ হচ্ছে, তাতে মানুষের দাঁত-নখ সহজেই বেরিয়ে আসছে। এই দেখে আশঙ্কা হয়, তবু রবীন্দ্রনাথ বলেছেন "মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ।"

শেষে স্টীমিটে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ঢোকানোর জন্য ভিভ দাদাকে অনেক অনেক ভালবাসা। আশা করি অনলাইন হানাহানি মুক্ত এক সুন্দর পরিবেশ পাব।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বিভূতিভূষণ আপনার প্রিয় লেখক জেনে ভালো লাগলো। আমিও তার বই পড়তে পছন্দ করি।
বইপোকা মানুষ জনের দরকার আছে। বই আমাদের প্রকৃত বন্ধু। জেনে খুশি হলাম আপনি একজন বইপোকা।
পরিচিতি মূলক পোস্ট টিএ আপনি বেশ দারুণ ভাবে নিজেকে উপস্থাপন করেছেন।
আগামীর পথ চলা আমার বাংলা ব্লগের সাথে শুভহোক আশা ব্যক্ত করি।
ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অনেক ধন্যবাদ।

ভাই আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আশা করি খুব শীঘ্রই আমাদের সম্মানিত মোডারেটর বৃন্দু আপনাকে গাইডলাইন প্রদান করবেন এবং আশা করি সেটি মেনে কাজ করবেন ধন্যবাদ।

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।

আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW

নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।

"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

Loading...