প্রতিযোগিতা-যুদ্ধে ছেলে হারা অসহায় মা||

in hive-129948 •  11 months ago 

আসসালামু আলাইকুম


আমি@m । আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন নতুন সদস্য। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আজকে আমি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় আমার ছোট বোনের মাধ্যমে যুদ্ধে ছেলে হারা অসহায় মায়ের এর প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছি। জানিনা কতটুকু তুলে ধরতে পেরেছি তবে যতটা সম্ভব চেষ্টা করেছি। আশা করি সকলের ভালো লাগবে।


যুদ্ধে ছেলে হারা অসহায় মা


IMG_20231227_120552.jpg
Device-OPPO-A15

IMG20231227114229.jpg
Device-OPPO-A15

IMG20231227114256.jpg
Device-OPPO-A15


আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি হয়েছি। একজন মা কতটা অসহায় হতে পারে সন্তান ছাড়া সেটাই আজ এই প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরেছি। সাজতে বা সাজাতে আমার খুব ভালো লাগে। আজকে আমি আমার ছোট বোনকে যুদ্ধে ছেলে হারা অসহায় মা সাজিয়েছি। আমার ছোট বোন খুব সুন্দর করে যুদ্ধে ছেলে হারা অসহায় মায়ের চিত্র ফুটিয়ে তুলতে সাহায্য করেছিল। চলুন দেখে নেয়া যাক এবার কিভাবে আমার ছোট বোন কে সাজিয়েছিলাম।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা শাড়ি।
২. কালো ফুলহাতা ব্লাউজ।
৩. পাউডার।
৪. লাল সবুজ পতাকা।


IMG20231227111530.jpg
Device-OPPO-A15


সাজানোর ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20231227_152250.jpg
Device-OPPO-A15

IMG20231227112307.jpg
Device-OPPO-A15

IMG20231227112441.jpg
Device-OPPO-A15


প্রথমে আমার ছোট বোন কে সুন্দর করে শাড়ি পরানোর চেষ্টা করেছিলাম। শাড়ি পরানো শেষের দিকে আঁচল ঠিক করে দিচ্ছিলাম। আঁচল ঠিক করা শেষ হয়ে গেলে শাড়ি পরানো পুরোপুরি হয়েছিল।


ধাপ-২


IMG20231227112510.jpg
Device-OPPO-A15

IMG20231227112534.jpg
Device-OPPO-A15


পাউডারের বোতল থেকে সামান্য কিছু পাউডার হাতে ঢেলে নিয়েছিলাম।


ধাপ-৩


IMG_20231227_161527.jpg
Device-OPPO-A15

IMG20231227112639.jpg
Device-OPPO-A15

IMG20231227112719.jpg
Device-OPPO-A15


হাতে ঢেলে নেওয়া পাউডার মাথার চুলের একপাশে সুন্দর করে হাতের সাহায্যে লাগিয়ে দিচ্ছিলাম। যাতে করে পাউডার ভালো করে চুলের সাথে মিশে চুলগুলো সাদা রঙের হয়।


ধাপ-৪


IMG20231227113126.jpg
Device-OPPO-A15


এইভাবে একটু একটু করে পুরো চুলেই পাউডার লাগিয়ে নিয়েছিলাম। যাতে পুরা চুল দেখতে সাদা রঙের হয়।


ধাপ-৫


IMG20231227113221.jpg
Device-OPPO-A15

IMG20231227113600.jpg
Device-OPPO-A15

IMG20231227113618.jpg
Device-OPPO-A15


এরপর আবার ও সামান্য কিছু পরিমাণ পাউডার হাতে ঢেলে নিয়েছি। এরপর পাউডার চোখের ভুরু ও চোখের পাপড়িতে ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর হালকা হাতে পাউডার ভুরু ও চোখের পাপড়ির সাথে মিশিয়ে নিয়েছি যাতে করে দেখতে সাদা রঙের হয়।


ধাপ-৬


IMG20231227113742.jpg
Device-OPPO-A15

IMG20231227113807.jpg
Device-OPPO-A15


সব কাজ হয়ে গেলে লাল সবুজ পাতাকাটি নিয়েছি। এরপর লাল সবুজ পতাকাটি দুই হাতে তুলে দিয়েছি যাতে প্রতিচ্ছবিটি ভালো করে ফুটে ওঠে।


শেষ ধাপ


IMG20231227113842.jpg
Device-OPPO-A15

IMG20231227114028.jpg
Device-OPPO-A15

IMG20231227114207.jpg
Device-OPPO-A15


পতাকাটি দেওয়ার পর সাজটি হয়েছে। এরপর উপস্থাপনের জন্য প্রস্তুত করে নিয়েছি।


উপস্থাপনা:


IMG_20231227_164028.jpg
Device-OPPO-A15

IMG20231227114310.jpg
Device-OPPO-A15

IMG20231227114405.jpg
Device-OPPO-A15


আমার সাজানো হয়ে গেলে এটি ভালো করে ফুটে তোলার জন্য উপস্থাপন করার জন্য প্রস্তুত করে নিয়েছি। জানিনা কতটা যুদ্ধের ছেলে হারা অসহায় মায়ের প্রতিচ্ছবিট আমার ছোট বোনের মাধ্যমে ফুটিয়ে তুলতে পেরেছি। তবে ওকে সাজাতে আমার ভালো লেগেছিল। আমার ছোট বোনও অনেক খুশি হয়েছিল এমন একটি প্রতিচ্ছবি তুলে ধরতে পেরে।এমন কোন চরিত্র সাজাতে বা দেখতে খুবই ভালো লাগে। সাজগোজ এমন একটা জিনিস নিজেকে কিংবা অন্য কাউকে নতুনভাবে ফুটিয়ে তুলতে খুবই ভালো লাগে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি এজন্য আমি খুব আনন্দিত।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডি নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে জেতে অনেক পছন্দ করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

যুদ্ধে ছেলে হারা অসহায় মা এর দৃশ্য ফুটিয়ে তুলেছেন আপনার ছোট বোনের মাধ্যমে খুবই সুন্দর লাগতেছে আপু। আপনার চিন্তা ভাবনা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার আইডিয়া ভালো ছিলো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে।

প্রথমেই বলি আপনার ছোট বোনকে সাজানোর আগে খুবই মিষ্টি লাগছে দেখতে। কিছুটা ছোট ছোট লেগেছিল। কিন্তু আপনি এত সুন্দর ভাবে তার ক্যারেক্টারের মত করে সাজিয়ে দিয়েছেন মনে হচ্ছে সত্যিই অসহায় সন্তানহারা বৃদ্ধ মা বসে আছে।

চমৎকারভাবে আপনি মুক্তিযুদ্ধের এক অসহায় মায়ের দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছেন আজকের প্রতিযোগিতায়। খুবই খুশি হলাম সুন্দর এই অংশগ্রহণ দেখে। আশা করি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে একজন হওয়ার সৌভাগ্য রাখবেন।

আমি এই প্রতিযোগিতায় যুদ্ধে ছেলে হারা অসহায় মায়ের প্রতিচ্ছবি তুলে ধরতে পেরে খুব খুশি হয়েছি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগছে।

আমার বাংলা ব্লগের এই সুন্দর প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণের টপিক আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি সব সময় চেষ্টা করব নতুন কিছু সবার মাঝে তুলে ধরার জন্য।

ছেলে হারা অসহায় মা হয়তো তার ছেলের অপেক্ষায় আজও বসে আছে। হয়তো এখনো অপেক্ষার প্রহর গুনছে। আপু আপনি এত সুন্দর করে সাজিয়েছেন আর এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

আমার বাংলা ব্লগ আয়োজিত প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্। খুবই চমৎকার একটি বিষয় আপনি নির্বাচন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

প্রথমে আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার ছোট বোনের মাধ্যমে যুদ্ধে ছেলে হারা অসহায় মা এই রুপটা আপনি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ।

প্রথমেই কনটেস্ট -৫০ এর জন্য শুভকামনা জানাই আপনাকে আপু।যুদ্ধে ছেলে হারা অসহায় মায়ের খুব সুন্দর একটি সাজ উপস্থাপন করেছেন।একদম স্কুল লাইফের কথা মনে পড়ে গেল আমার।আপনার আইডিয়ার প্রশংসা করতে হয়।যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নিজের প্রতিভা ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আপনার ছোট বোনকে সাজানোর মাধ্যমে যুদ্ধে ছেলে হারা অসহায় মায়ের খুব দারুন প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আইডিয়াটা কিন্তু দারুন ভাবে বেছে নিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

আপনার ছোট বোনকে কিন্তু সত্যি যুদ্ধে ছেলে হারা মায়ের মত লাগতেছে। আমার কাছে কিন্তু এই বিষয়টা দেখতে অনেক ভালো লেগেছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আপনার বোন আপনাকে সাহায্য করেছে দেখেই ভালো লাগলো। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর একটা সাজ ছিল এটা। আপনার অংশগ্রহণটা দেখে কিন্তু সত্যি খুব ভালো লেগেছে আপু। পুরো পোস্ট অসম্ভব ভালো ছিল।