আর্ট-প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং||

in hive-129948 •  4 months ago 

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47।আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।"আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছি।আর সেটাই সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলেরই আমার করা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং সবার কাছে ভালো লাগবে।


প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং:

IMG_20240616_234958.jpg
Device-XANON-X20


রং তুলি দিয়ে কোন কিছু পেইন্টিং করতে আমার ভীষণ ভালো লাগে। আর রং তুলির আঁকা ছবিগুলো দেখতে খুবই ভালো লাগে। খুবই আকর্ষণীয় লাগে আমার কাছে।আজকে আমি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।চলুন এইবার দেখা নেয়া যাক কিভাবে পেইন্টিং টি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. জলরং।
৩. তুলি।
৪.সাইন পেন।


IMG_20240616_230605.jpg
Device-XANON-X20

IMG_20240616_135950_336.jpg
Device-XANON-X20


প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করার ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240616_230630.jpg
Device-XANON-X20

IMG_20240616_230710.jpg
Device-XANON-X20


প্রথম একটি সাদা কাগজ নিব। এরপর জলরঙের সাহায্যে সাদা কাগজের উপরের অংশ রং করে নিব।


ধাপ-২

IMG_20240616_230737.jpg
Device-XANON-X20

IMG_20240616_231119.jpg
Device-XANON-X20


এরপর মাঝের অংশ রং করে সমুদ্রের মতো করে নেওয়ার চেষ্টা করব।


ধাপ-৩


IMG_20240616_231224.jpg
Device-XANON-X20


এরপর নিচের দিকের অংশ জলরঙের সাহায্যে এঁকে নিব।


ধাপ-৪


IMG_20240616_124608_456.jpg
Device-XANON-X20

IMG_20240616_231241.jpg
Device-XANON-X20


এরপর সবুজ রঙের সাহায্যে ঘাস এঁকে নেওয়ার চেষ্টা করব।


ধাপ-৫

IMG_20240616_231305.jpg
Device-XANON-X20


এইভাবে পুরো ঘাস এঁকে নিব।


ধাপ-৬

IMG_20240616_231330.jpg
Device-XANON-X20


এরপর ঘাসের মধ্যে ছোট ছোট পাতা ও ফুল এঁকে নেওয়ার চেষ্টা করব।


ধাপ-৭


IMG_20240616_231409.jpg
Device-XANON-X20


এরপর একপাশের অংশে একটি গাছ এঁকে নেওয়ার চেষ্টা করব।


শেষ ধাপ


IMG_20240616_231421.jpg
Device-XANON-X20

IMG_20240616_140244_733.jpg
Device-XANON-X20


এরপর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টি সম্পূর্ণ হলে নিচে সাইন পেনের সাহায্যে নিজের নাম লিখে নিব।তাহলে আমার পেইন্টিং টি সম্পূর্ণ হয়ে যাবে।


উপস্থাপনা:


IMG_20240616_234134.jpg
Device-XANON-X20


আমার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং হয়ে গেলে সবার সামনে উপস্থাপনার জন্য প্রস্তুত করেছি।আমি সুযোগ পেলেই নিত্য নতুন কিছু এঁকে থাকি। এই ধরনের পেইন্টিং করতে আমি খুবই ভালোবাসি। বলতে গেলে পেইন্টিং করা আমার একটি শখ।আমি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টি সকলের মাঝে শেয়ার করতে পেরে খুব খুশি।আমি সব সময় চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দর ধরনের কিছু তুলে ধরার জন্য। আশা করি আমার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডি নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনি আজকে চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের পেন্টিং আর্ট করেছেন। এধরনের আর্ট গুলো দেখতে বরাবরই ভীষণ ভালো লাগে। বিশেষ করে গাছ এবং ছোট ফুল গুলো দেখতে অসাধারন লাগছে। কালার কম্বিনেশনেও দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমি চেষ্টা করেছি ভাইয়া আর্ট টি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

অসাধারণভাবে প্রাকৃতিক দৃশ্যের একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আর্টটি খুবই নিখুঁত ছিল। আপনার আর্টের প্রতিটি স্টেপই আমার কাছে ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

আমার আর্ট টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

দারুন একটি পেইন্টিং শেয়ার করেছেন আপু। পিছনের সমুদ্র টা দেখতে বেশ ভালো লাগছে। সমুদ্রের সামনে খুব সুন্দর কিছু ফুলের গাছ এবং নারিকেল গাছ অঙ্কন করেছেন। পুরো জিনিসটা দারুণভাবে ফুটে উঠেছে। কালার কম্বিনেশন টাও সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

আমার পেইন্টিং করা দৃশ্যটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপু আপনার পেইন্টিং খুবই সুন্দর হয়েছে। এই ধরনের পেইন্টিং গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনি রংয়ের ব্যবহার অনেক সুন্দর করে করেছেন। আর দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন। প্রাকৃতিক দৃশ্যটি চমৎকার হয়েছে আপু। দারুন একটি পেইন্টিং আমাদের সবার মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

আপু আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিংটি চমৎকার হয়েছে দেখতে।এ ধরনের প্রাকৃতিক পেইন্টিং গুলো দেখতেও ভালো লাগে।আপনি রঙের ছোয়ার খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর এই পেইন্টিংটি শেয়ার করার জন্য।

জল রং দিয়ে আজকে আপনি খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। আপনার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অসাধারণ হয়েছে। তবে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং মধ্যে ফুল গুলো দেওয়ার কারণে দেখতে বেশ ভালোই লাগতেছে। এই পেইন্টিং যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালই লাগবে। চমৎকার পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্যের পেইন্টিং করেছেন। এই পেইন্টিংটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ধাপগুলো খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অসাধারণ ছিল।

আপনার পেইন্টিং তো অসাধারণ হয়েছে। খুব চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন আজকে। আসলে প্রকৃতির সৌন্দর্যগুলো মানুষকে বেশি আকৃষ্ট করে। তবে আপনার পেইন্টি এর মধ্যে প্রকৃতির সৌন্দর্য খুব সুন্দর করে পেইন্টিং করে উপস্থাপনা করেছেন। এবং পেইন্টিং এর মধ্যে খুব সুন্দর একটি গাছও বড় অংকন করেছেন। এ ধরনের পেইন্টিং গুলো বারবার দিতে মন চায়। সুন্দর পেইন্টিং করার জন্য ধন্যবাদ আপনাকে।

অসাধারণ পেইন্টিং করেছেন আপু। আপনার পেইন্টিং বেশ দুর্দান্ত হয়েছে। আসলে প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং দেখতে খুবই সুন্দর লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। পেইন্টিং করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন ‌ । এতো সুন্দর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দারুণ হয়েছে আপু।খুব সুন্দর লাগছে আপনার পেইন্টিং টি।নীল আকাশ, ফুল,গাছ, নদী, রাস্তা সব মিলিয়ে অসাধারণ সুন্দর পেইন্টিং।ধন্যবাদ আপনাকে সুন্দর পেইন্টিং টি গুছিয়ে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।