ফটোগ্রাফি- ঝড়ে পড়ে যাওয়া কয়েকটি গাছের ফটোগ্রাফি||

in hive-129948 •  4 months ago 

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। কয়েকদিন থেকে আমাদের গ্রামের দিকে ঝড়ের কারণে বিদ্যুৎ ছিল না। গতকাল রাত থেকে বিদ্যুতের কাজ সম্পূর্ণ হয়েছিল এবং বিদ্যুৎ এসেছিল। তাই আজ থেকে আবারো আপনাদের মাঝে আমি কাজে ভালোভাবে সংযুক্ত হতে পেরেছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আজকে আমি ঝড়ে পড়ে যাওয়া কয়েকটি গাছের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


ঝড়ে পড়ে যাওয়া কয়েকটি গাছের ফটোগ্রাফি


IMG_20240530_101916_308.jpg
Device-XANON-X20
Location


আমার ছবি তুলতে খুবই ভালো লাগে।কোথাও কোনো সুন্দর কিছু দেখলেই ফ্রেমে বন্দী করি।ভালো কোনো কিছু দেখলেই ছবি তুলে রাখি। কোথাও ঘুরতে গেলে যদি ভালো কিছু চোখে পড়ে তখনই সেটা ছবি তুলে রাখি।ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে।কিন্তু আজকে আমি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আজকে আমি আপনাদের সাথে ঝড়ে পড়ে যাওয়া কয়েকটি গাছের ফটোগ্রাফি করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।




IMG_20240530_101826_974.jpg
Device-XANON-X20

IMG_20240530_101755_551.jpg
Device-XANON-X20
Location


প্রথমত আমি আমাদের বাড়ির পিছনে ঝড়ে পড়ে যাওয়া দুটি গাছের ফটোগ্রাফি করেছি। একটি ছিল পেঁপে গাছ অন্যটি ছিল জিগার গাছ। পেঁপের গাছ কমবেশি সকলের চিনেন। জিগার গাছ প্রায় সকলেরই পরিচিত।এতটা পরিমাণ ঝড় হয়েছিল ঝড়ে গাছ দুইটি একদম নেতিয়ে পড়েছিল।একদম গাছের গোড়া থেকে উঠে এসেছিল।মাটি আলগা হওয়ার কারণে গাছ দুটি পড়ে গিয়েছিল। খুবই খারাপ লেগেছিল গাছগুলোতে পড়ে থাকতে দেখে। এই পেঁপে গাছের অনেক পেঁপে আমরা খেয়েছি। গাছে বেশ কিছু পেঁপে ছিল।



IMG_20240530_102504_074.jpg
Device-XANON-X20

IMG_20240530_102506_983.jpg
Device-XANON-X20
Location


দ্বিতীয় ফটোগ্রাফিটি আমি সুপারি গাছের করেছিলাম। আমাদের সুপারি বাগানের একটা সুপারি গাছ পড়ে গিয়েছিল ঝড়ে।আর সেই সুপারি গাছের ফটোগ্রাফি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি।ছোট সুপারি গাছটি ঝড়ে পড়ে যাবে কে জানত।



IMG_20240530_102640_725.jpg
Device-XANON-X20

IMG_20240530_102643_889.jpg
Device-XANON-X20
Location


তৃতীয়ত ফটোগ্রাফি টি আমি কলা গাছের করেছিলাম।এইগুলা আমাদের পাশের বাড়ির বাগানের গাছ ছিল।কিছু কলা গাছ হেলে গিয়েছিল।আর কিছু গাছ একদম পড়ে মাটির সাথে মিশে গিয়েছিল।



IMG_20240530_102555_769.jpg
Device-XANON-X20

IMG_20240530_102610_461.jpg
Device-XANON-X20

IMG_20240530_102708_007.jpg
Device-XANON-X20
Location


চতুর্থ ফটোগ্রাফি টি আমি ইউক্যালিপটাস গাছের করেছিল।এই গাছটিও আমাদের পাশের বাড়ির বাগানের ছিল।এই গাছটি অনেক বড় একটি গাছ ছিল।আমি যখন দেখতে গিয়েছিলাম তখন বেশ কিছু গাছের অংশ সরানো হয়েছিল।তাই পুরা গাছের ফটোগ্রাফি করতে পারি নি।খুবই কষ্ট হয় যখন ঝড়ে এইসব গাছ পড়ে যায়।অনেক মানুষের বাড়ির উপরেও গাছ পড়েছিল। আমাদের বাড়ির উপরে ও একটি সুপারি গাছ পড়েছিল।অনেক জায়গায় গাছ পড়েছিল তাই বিদ্যুতের সমস্যা হয়েছিল।এই গাছ গুলোর ফটোগ্রাফি আপনার মাঝে ভাগাভাগি করতে পেরে ভালো লাগছে।ধন্যবাদ সবাইকে



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঘূর্ণিঝড় রেমালের কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে বেশ ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি আপনার এলাকার ঝড়ে পড়ে যাওয়া বেশ কয়েকটি গাছের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফী এর মাধ্যমে বুঝতে পারলাম, ঘূর্ণিঝড় রেমালের ফলে আপনাদের এলাকার মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা গুলোর এমন দৃশ্য দেখে অনেক খারাপ লাগলো আমার কাছে।

জি ভাইয়া ঠিক বলেছেন আমাদের এলাকায় অনেকটা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক জায়গায় ঝড়ের কারণে গাছ পড়ে গিয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনাদের এলাকায় অনেক ঝড় হয়েছে এবং অনেক গাছপালা নষ্ট হয়েছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন ভাইয়া আমাদের এলাকায় অনেক ঝড় হয়েছে এবং অনেক গাছপালা নষ্ট হয়েছে। বেশ কিছু মানুষের ক্ষতিও হয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

এই ঝড়ে প্রায় জায়গায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা। আমাদের এখানে অনেক গুলো গাছ এভাবেই ভেঙে পড়েছে। ঝড়ে পড়ে যাওয়া গাছের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমাদের এখানে অনেক ঝড় হয়েছে। এর আগে এতটা ঝড় হয়েছিল কিনা জানিনা। রাস্তাঘাটে বেশ কিছু গাছ পড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

অবশেষে আপনাদের অঞ্চলে বিদ্যুৎ এসেছে শুনে ভালো লাগলো। এবার ঝড় বৃষ্টিতে দেখছি বেশ ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের গতি বেশি থাকলে গাছপালা সব কিছুই ভেঙে যায়। ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে ঝড় বৃষ্টি অনেক বেশি হয়েছিল।

জ্বি আপু অবশেষে চারদিন পর বিদ্যুৎ আসার কারণে আমি বেশ আনন্দিত ছিলাম। কিন্তু মানুষের অনেক ক্ষতি হয়েছে এটা ভেবে খুব খারাপ লাগে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

ঘূর্ণিঝড় রেমাল ভালোই ক্ষতি করেছে। অনেক গুলো গাছ পড়ে গেছে। আমাদের দিকেও কিছু গাছের ক্ষতি হয়েছে ডালপালা ভেঙ্গে গেছে। যায় হোক এটা প্রাকৃতি দুর্যোগ।

ঠিক বলেছেন ঝড়ের কারণে বেশ ক্ষতি হয়েছে অনেক মানুষের। কারো ধান, কারো গাছ কারো বা বাগান কারো বা ঘরেরও ক্ষতি হয়েছে এই ঝড়ের কারণে।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।