রেসিপি ।। টমেটো সস ।।আমার বাংলা ব্লগ ।। ১০% প্রিয় লাজুক-খ্যাঁকের জন্য ।

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম

আশা করি সবাই অনেক ভাল আছেন । শীতের পর চলে এসেছে আমাদের সবার প্রিয় ঋতু । হাল্কা শীত আর মিষ্টি গরমের আবহাওয়ার মিলন মেলা নিয়ে ঋতুরাজ বসন্ত । শীত চলে গেলেও শীতের সবজির আনাগোনা এখনো বাজারে বিদ্যমান । তাই আমাদের আজকের রেসিপির মুল উপাদান বাজার থেকে কিনতে কোন অসুবিধা হয়নি ।

প্রিয় বন্ধুগণ আজ আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করতে যাচ্ছি তা হলো টমেটো সস
এটা আমাদের খাবারকে আরো সুস্বাদু করে তুলতে প্রতিদিনের প্রয়োজনীয় উপাদান ।
আমি পুরো রন্ধন প্রণালী ছবিসহ আপনাদের সাথে শেয়ার করছি । আশা করছি আপনাদের ভাল লাগবে । এবং এটা থেকে আপনারা উপকৃত হবেন ।

IMG_২০২২০৩০৮_১৭২০২০.jpg


প্রয়োজনীয় উপাদান

উপকরণের নাম পরিমান
টমেটো ২ কেজি
কর্ণফ্লাওয়ার ১ চা চামচ
ভিনেগার ১/২ কাপ
মরিচ গুড়া ২ চা চামচ
লবণ ১ চা চামচ
চিনি ১ কাপ
পানি ১.৫ কাপ

IMG_২০২২০৩০৮_১৭২০০৮.jpg
IMG_২০২২০৩০৮_১৮০৮৫৩.jpg

ধাপঃ ০১

প্রথমে প্রতিটা টমেটো বোঁটার অংশ বাদ দিয়ে চারভাগ করে কেটে নেব ।

IMG_২০২২০৩০৮_১৭৪৭৩৩.jpg

ধাপঃ ০২

এবার একটা কড়ায়ে ১.৫ কাপ পানি দিয়ে টমেটো গুলো কড়ায়ে দিয়ে দেব ।
মধ্যম তাপে টমেটো গুলো ৩০ মিনিট সিদ্ধ করে নেব ।

IMG_২০২২০৩০৮_১৭৫০০৮.jpg

ধাপঃ ০৩

টমেটো গুলো একটা ছাকনির উপরে নিয়ে অড়ং দিয়ে ডলা দিবো যেন সিদ্ধ হয়া নরম অংশ গুলো ছাঁকনির নিচ দিয়ে বের হয়ে আসে ।
খোসা এবং বীজ গুলো ছাকনীতে থেকে যাবে যা আমাদের এই রেসিপিতে কোন প্রয়োজন নেই ।

IMG_২০২২০৩০৮_১৮৩২২৭.jpg

ধাপঃ ০৪

টমেটোর ছেঁকে নেওয়া অংশটুকু কড়াইতে দিয়ে দেব ।
এরপর বাঁকি উপকরণ গুলো ( ভিনেগার, মরিচ গুড়া, লবণ, চিনি ) একে একে যোগ করবো ।

IMG_২০২২০৩০৮_১৮৫২১৮.jpg

ধাপঃ ০৫

কর্ণফ্লাওয়ার এর সাথে ২ টেবিল চামচ পানি মিশিয়ে কড়াইয়ে ঢেল দেব এবং দ্রুত মিশিয়ে ফেলবো ।
তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত টমেটো সস ।

IMG_২০২২০৩০৮_২২৫৮০৫.jpg

স্বাদে গন্ধে সব দিক থেকেই ঠিক আছে । কোন কৃত্রিম রঙ ছাড়ায় এটা সুন্দর লাল রঙ হয়েছে । কর্ণফ্লাওয়ার ব্যবহার করেছি যেন কিছুদিন রেখে দিলেও পানি ছেড়ে না দেয় ।
আশা করি রেসিপিটি আপনাদের ভাল লেগেছে ।

ধন্যবাদ সবাইকে


নাম-@marufhh
ফটোগ্রাফি-মোবাইল
মডেল-রেডমি৯এ
ক্যমেরা-৮মেগাপিক্সেল

received_2144945912336733.webp

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও খুবই অসাধারণ ভাবে টমেটো সস তৈরি করে ফেললেন। আমরা তো সাধারণত সবাই টমেটো সস বাজার থেকে নিয়ে আসি। কিন্তু আপনি তো দেখতেছি নিজেই ঘরে তৈরি করে ফেললেন। এটা আমার কাছে খুবই ভালো লাগলো দেখে। কারন নিজে তৈরি করা জিনিস খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

বাজারের খাবারের স্বাদ কোন কৃত্রিমতা ছাড়াই বাড়িতে তৈরির চেষ্টা করি।
শুভকামনার জন্য ধন্যবাদ 🙂।

খুব ভালো একটি রেসিপি শেয়ার করেছেন। আমরা সাধারণত বিভিন্ন কোম্পানির সস কিনে খাই। জেতা মোটেও ভালো না। এইভাবে বাসায় তৈরি করতে পারলে খুব ভালো হয়।

নিজের পরিবারের জন্য নিজ হাতে বিভিন্ন রকমের খাবার তৈরি করাটা খুব আনন্দ দেয় আমাকে।
উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ ভাইয়া 🙂।

বাজারে কেনা টমেটো সস আমার অনেক পছন্দ। কিন্তু বাড়িতে এভাবে টমেটো সস তৈরি করা যায় আপনার পোস্ট না দেখলে জানতাম না। টমেটো সস গুলো খাবারের সাথে খেতে অনেক মজা হয়ে থাকি। আপনি সেই টমেটো সস কি অনেক সুন্দরভাবে তৈরি করেছেন। আর প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ব্যাখ্যা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

রেসিপিটি আপনার উপকারে এসেছে জানতে পেরে আনন্দ বোধ করছি।
মতামতের জন্য ধন্যবাদ।

টমেটোর সস জীবনে অনেক খেয়েছি কিন্তু কখনো তৈরি করা দেখিনি' এবং তৈরি করিনি। অনেক সুন্দর একটি পোষ্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টটি দেখে আমি নিজেই একদিন বাসায় তৈরি করার চেষ্টা করব। শুভকামনা আপনার জন্য।

অসাধারণ ভাবে আপনি টমেটোর সস তৈরি করেছেন ভাইয়া। দেখতে সত্যিই অনেক সুন্দর লাগতাছে। এবং উপস্থাপনা ও অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সত্যিই অনেক লোভনীয় লাগতাছে মনে হয় খেতেও অনেক সুস্বাদু হবে। ধন্যবাদ আপনাকে এরকম একটি রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য

আপনি অনেক চমৎকার ভাবে টমেটোর সস রান্নার অনেক মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখছি। টমেটোর সস বরাবরই আমার কাছে খুবই সুস্বাদু লাগে, আপনার এই টমেটোর সস রেসিপি দেখে আমার এখনই খেতে ইচ্ছে করছে। যাইহোক আপনার কাছ থেকে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর রেসিপি আশা করব। ধন্যবাদ আপনাকে এত মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

খুবই সুন্দর ভাবে টমেটোর সস তৈরি করার পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। টমেটোর সস খেতে আমার কাছে অনেক ভালো লাগে আমরা যদি বাজার থেকে টমেটোর সস না কিনে বাড়িতে তৈরি করে খায় সেটি তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি টমেটো সস তৈরি করার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সসের মধ্যে মনে হয় টমেটো সস সবার খুবই প্রিয় হবে ।কারণ আমিও টমেটো সস খুবই ভালোবাসি। আপনার টমেটো সসের রেসিপির ধরণটা আমার কাছে বেশ ভালো লেগেছে।
শুভকামনা রইল আপনার জন্য।

  ·  3 years ago (edited)

বাহ খুব সুন্দর করে আপনি টমেটো সস তৈরি করলেনতো। একেবারে দোকানের মতোই মনে হচ্ছে সসটি। প্রতিটি ধাপে খুব সুন্দর করে আপনি দেখিয়েছেন ।আপনার কাছ থেকে টমেটো সসের রেসিপিটা শিখে নিলাম।
আপনার টমেটো সসের শেষের ছবিটা প্রথমে দিন দেখতে ভালো লাগবে।

পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। মেনে চলার চেষ্টা করবো। শুভকামনা রইলো।

টমেটো সস রেসিপি অনেকদিন দেখিনি। আপনার তৈরি করা এই টমেটো সসের রেসিপি টা দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। মনে হয় এটি খেতে বেশ মজাদার হবে। আপনি রেসিপিটা আমাদের মাঝে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন এটা সত্যি অনেক চমৎকার একটা বিষয়। ধন্যবাদ আপনাকে এমন সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আহ্ টমেটো সস😋😋 যেকোনো ফাস্টফুড এর সাথে সস খেতে খুবই ভালো লাগে আমি প্রায় সময় বাহিরে পাসপোর্ট হয়ে থাকে এবং সঙ্গে সস ও টমেটো সস খেতে খুবই ভালো লাগে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে পরিবেশন করার জন্য শুভকামনা রইল আপনার জন্য

খুবই কাজের এবং সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। বাজারের সসগুলোতে কি সব কেমিক্যাল ব্যবহার করা হয় আল্লাহই জানে। সে তুলনায় বাড়ির সস গুলো খাওয়া অনেক নিরাপদ। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

@marufhh আপনার পোস্ট করা আপাতত কিছুদিনের জন্য অফ রাখুন। নিয়মিত লেভেল ওয়ানের' ক্লাস করতে থাকুন। যখনই নিউ মেম্বার নেওয়া শুরু হবে হবে তখন আপনি কোনো ভেরিফাই মেম্বার এর মাধ্যমে ইন্ট্রো পোস্ট করার চেষ্টা করবেন। আশাকরি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।

পরামর্শের জন্য ধন্যবাদ।
নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে সর্বোচ্চ চেষ্টা করবো।
সর্বোপরি অপেক্ষায় রইলাম 🙂।

খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। আপনার রেসিপিটি আমার খুবই ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

টমেটো সস যেকোনো ভাজি জাতীয় খাবারের সাথে খেতে খুবই ভালো লাগে। বাজারে গেলে পিয়াজি চপ সিঙ্গারা সাথে টমেটো সস খাওয়া হয়। আপনি খুব সুন্দর করে টমেটো সস তৈরি করলেন ।আমার কাছে অনেক ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

টমেটো সস ছাড়া চিকেন এর রেসিপি জমে না। আমি তো রেস্টুরেন্টে গেলে দুবার করে সস নেই। আসলে সস হলে খাবারের টেস্ট অনেক বেশি হয়। আপনি ঘরোয়া পরিবেশে খুবই সুন্দর ভাবে সস তৈরির কৌশল ব্যক্ত করেছেন। আমার কাছে খুবই উপকারি পোস্ট ছিলো এটি।

আমাদের খাবারের তালিকায় আমরা এমন কিছু খাবার খাই যেখানে টমেটো সস খুব বেশি করে দরকার হয়। বাজারের ভেজালে ভরপুর এইসব পণ্য কিনে খাওয়া একদম নিরাপদ মনে করি না। আপনার সস বানানোর রেসিপি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। আমদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো।

খুবই প্রয়োজনীয় একটি খাবারের রেসিপি দিয়েছেন। রেসিপিটি খুবই ভালো লেগেছে টমেটো সস আমাদের অনেক সময় প্রয়োজন হয়। সেটা যদি ঘরে এভাবে খুব সহজেই তৈরি করা যায় সেটা কিন্তু মন্দ না। অনেক ধন্যবাদ আপনাকে এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো ভাইয়া 🥰।

ভাইয়া আপনার টমেটোর সস টি দেখতে একদম দোকানের সসের মত লাগছে। দেখে বোঝা যাচ্ছে যে সসটি খুবই সুস্বাদু হয়েছে। এভাবে বাসায় বানালে দোকানের কেনাটা আর খাওয়া লাগবেনা। এটি অনেক স্বাস্থ্য সম্মতও হবে। ধন্যবাদ আপনাকে টমেটোর সসের এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।