২রা মার্চ ২০২৩ ইং || ১৭ই ফাল্গুণ ১৪২৯ বঙ্গাব্দ || ৯ই শাবান ১৪৪৪ হিজরি ।
প্রিয় আমার বাংলা ব্লগবাসী বন্ধুরা আশা করি মহান আল্লাহ্ তালার অশেষ রহমতে ভালই সবাই অনেক ভাল আছেন । আলহামদুলিল্লাহ্ আমিও বেশ ভাল আছি ।
এই স্টেশনটি রাস্তা থেকে অনেকখনি উঁচা এবং বালাদেশের একমাত্র দ্বিতল রেলওয়ে স্টেশন নামেই যার পরিচিতি । মূল সড়ক থেকে স্টেশনের দিকে উঠতেই সর্বপ্রথম এই দ্বিতল ভবনটি চোখে পড়ে ।
পুর্ব পশ্চিম দীর্ঘ এই স্টেশনটির দুই পার্শে দুটি প্লাটফর্ম । প্রথমটি সড়কপথ ঘেঁসে দক্ষিণ দিকে প্লাটফর্ম নং-০২ । অপরটি মাথভাঙ্গা নদীর পাশে প্লাটফর্ম নং- ০১ ।
এই রেলওয়ে স্টেশনটি তৈরি সংলগ্ন সময়ে এর সৌন্দর্য বর্ধনের জন্য ইউরোপ থেকে অনেক রকমের গাছ এনে রোপন করা হয়েছিল । কালের বিবর্তনে আজ সব গুলোই বিলিন হয়েগেছে । শুধু এর স্মৃতি কথায় রয়েগেছে এর সৌন্দর্য গাঁথা ।
পুর্বেই লিখেছি বাড়ি থেকে রেলওয়ে স্টেশন অনেকটাই দূরে তাই এখান থেকে আমার ট্রেন যাত্রা খুবই কম করা হয়েছে । এর পুর্বে কখনো ট্রেনের সময় সূচীর দিকে নজর ই পড়েনি । আজ একবার চোখ বুলিয়ে নিলাম ।
বেশ খানিকটা পূর্বেই পৌছানোর কারণে স্টেশন ঘুরাঘুরি শেষ করেই এর অদূরবর্তী একটা স্মৃতি সৌধে গিয়েছিলাম । সে সম্পর্কে অন্য আরেকদিন লিখবো । তবে সেখানে যাওয়ার কারণে আমি ট্রেন মিস করেছি । এসে দেখি ভাইয়া অলরেডি ট্রেনে উঠে পড়েছে এবং ট্রেন ছেড়ে দিয়েছে ।
আজ আমার ভ্রমণ কাহিনি এখানেই শেষ করেছি । সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ।
ধন্যবাদান্তে | @maruffhh |
---|---|
ফটোগ্রাফি ডিভাইসঃ | mobile |
মোবাইল নেমঃ | redmi 6a |
ক্যামেরাঃ | 8mp |
আমার পরিচয়
ধন্যবাদ সবাইকে
![zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png](
ভাইয়া ঐতিহ্যবাহী আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন ভ্রমণ দেখে অনেক ভালো লাগল। আসলে ভাইয়া মাঝে মাঝে এভাবে ভ্রমণ করলে অনেক ভালো লাগে। আর যদি হয় রেল ভ্রমণ তাহলে তো কথায় নেই। তবে ভাইয়া আপনার পোস্টটে নিচে একটু ঠিক করে নেবেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঐতিহ্যবাহী আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন নিয়ে খুবই চমৎকার একটি পোস্ট করলেন। কিন্তু আপনার ভ্রমণ পোস্ট হিসেবে লেখা খুবই কম হয়ে গেল। চেষ্টা করুন পোষ্টের মধ্যে আরো কিছু লেখা তুলে ধরার জন্য। তাহলে আপনার পোস্টটি দেখতে আরো সুন্দর এবং আকর্ষণীয় লাগবে। এমনিতেই পোস্টের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আবার আপনার পোষ্টের নিচেও কিছুটা ভুল রয়েছে। আশা করি ওটা শুধরে নেবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুনেছিলাম অনেকদিন আপনি ট্রেন দেখেননি, তাই ট্রেন দেখার জন্য আলমডাঙ্গা রেলস্টেশনে গিয়েছেন। তবে এই কথাটা আমার বিশ্বাস হয়েছিল না কিন্তু এখন এই ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারলাম কথাটা কিন্তু একদম সত্যি। যাইহোক শুধু স্টিশনের দেখা মিলেছে বুঝি ট্রেনের দেখা মিললে। হয়তো ট্রেনের দেখা মিললে আবার ট্রেনের ফটোগ্রাফিও থাকত। সত্যিই আফসোস!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit