একজন সুখী জেলের গল্প || 10% Beneficiaries @shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)

☆আসসালামুয়ালাইকুম☆


আমার বাংলা ব্লগ 🌷এর মেম্বাররা, আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি.🌷



বিষয়:- আজ একজন সুখী জেলের ছোট গল্প বলবো । আশা করি ভালো লাগবে।


↘️
চলুন তাহলে শুরু করা যাক↙️



1630896603570.jpg

20210902_144426.png

এক দেশে এক জেলে বাস করতো।সে প্রতিদিন ঘুম থেকে উঠে নৌকা নিয়ে চলে যেতো সমুদ্রে মাছ ধরার জন্য। কিন্তু দিন শেষে সে মাত্র দুটো মাছ নিয়ে ফিরতো । একটি মাছ সে ঘরের লোকদের দিতো রান্নার করার জন্য, আর অপর মাছটি বাজারে বিক্রি করে টাকাটা পরিবারের জন্য রেখে দিতো।
একদিন তার এক বন্ধু জানতে চাইলো, ‘কেন তুমি দুটো মাছ ধরেই ক্ষান্ত থাকো। চার পাঁচটা কিংবা এর বেশি ধরো না কেন?

জেলে:-

  • সে বলল, ‘আচ্ছা। তা না হয় ধরলাম। তারপর?’

বন্ধু:-

  • তাহলে তুমি আরও ধনী হতে পারবে।

জেলে:-

  • আচ্ছা। তারপর?

বন্ধু:-

  • তারপর তুমি লোক খাটাতে পারবে। তারা তোমার হয়ে মাছ ধরবে।
  • এভাবে চলতে থাকলে একদিন তুমি অনেক টাকার মালিক হয়ে যাবে, ফলে তুমি তা দিয়ে বড় একটা নৌকা কিনতে পারবে আর তখন বিপুল পরিমাণে মাছ ধরতে পারবে।
  • তুমি দ্রুতি গতিসম্পন্ন নৌবহরে টাকা খাটাতে পারবে। ফলে আরও ধনী হয়ে যাবে।

জেলে:-

  • তারপর কী হবে?

বন্ধু:-

  • তারপর তুমি নিজেই একটা মাছের আড়ত খুলে বসতে পারবে শহরে।
    ব্যবসা আরও বড় পরিসরে করতে পারবে এবং বাজারের নেতা পর্যায়ের ব্যবসায়ী হতে পারবে।
    সবশেষে তুমি কোটিপতি হয়ে যাবে!

জেলে:-

  • আচ্ছা! এরপর আর কিছু.?

বন্ধু:-

  • এরপর তুমি শান্তিতে থাকবে, আরামে থাকবে।

1630896595180.jpg

20210902_144426.png

জেলে:-

  • সব শুনে জেলে বলল, ‘ভাই আমার, আমি তো এখনি শান্তিতে আছি।’ অর্থাৎ তুমি আমাকে এমন এক দেশে কেন নিয়ে যেতে চাও যেখানে আমি ইতিপূর্বে পৌঁছে গেছি! আল্লাহ আমাকে যা দিয়েছেন তা নিয়েই আমি সন্তুষ্ট। আমার আর প্রয়োজন নেই।

কতই না চমৎকার আল্লাহর রাসূলের কথা! তিনি ﷺ এই গল্পের পুরো শিক্ষাটা এক বাক্যে বলে দিয়েছেন,

অর্থাৎ ‘ধনাঢ্যতা অধিক অর্থ সম্পদের মাঝে নয়। প্রকৃত ধনাঢ্যতা হলো অন্তরের ধনাঢ্যতা।’ [সহীহ বুখারী ৬৪৪৬, সহীহ মুসলিম ১০৫১]

অঢেল অর্থ সম্পদ, কিংবা ভালো পজিশনে থাকলেই ধনী হওয়া যায় না। তিনি বলেছেন, প্রকৃত ধনাঢ্যতা হচ্ছে যখন আপনার অন্তর পরিতৃপ্ত থাকে, প্রশান্ত থাকে। তখনই আপনি ধনী, সমৃদ্ধিশালী।

[মূলঃ উস্তাদ আলী হাম্মুদা ]

আমার বাংলা ব্লগ (কমিউনিটি)

আজ এখানে শেষ করছি । আপনারা সকলে ভালো থাকবেন।

"আল্লাহ হাফেজ"

IMG_20210825_005336.png

IMG_20210825_005021.png

"আমি মোঃ মাশরাফি ইসলাম। আমার বাসস্থান নিলফামারী শহরে। আমি একজন ছাত্র ।আমি নিলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এ পড়ি,এবার SSC দিবো। আপনারা সকলে আমরা জন্য দোয়া করবেন । আমার নেটওয়ার্ক ও ইলেকট্রনিক জিনিস তৈরিতে আগ্ৰহ বেশি। এসব বিষয়ে ঘাটা ঘাটি করতে আমার খুব ভালো লাগে। সবচেয়ে বড় বিষয় হল অসহায় ও নিরীহ মানুষদের পাশে দাঁড়াতে আমার খুব ভালো লাগে । আল্লাহ যেন আমাদের সকলকে, নিরীহ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে।"

IMG_20210825_005418.png

20210616_120145.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একজন সুখী জেলের গল্প,পড়ে অনেক ভালো লাগলো

সব শুনে জেলে বলল, ‘ভাই আমার, আমি তো এখনি শান্তিতে আছি

এই কথাটা আমার ভালো লেগেছে
শুভ কামনা রইলো ভাইয়া 🥀

ধন্যবাদ ভাইয়া ... পোস্টটি ভালো লাগার জন্য.. ভালোবাসা অবিরাম ভাইয়া...🥰

খুব অল্প সময়ে আপনি খুব ভালো একটি পোস্ট উপহার দিয়েছেন।এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।সম্পদের লোভ না কড়াই ভালো।আল্লাহ যেটা দিবে সেটাই আমার প্রাপ্য মেনে নিতে হবে।

যেখানে আমি ইতিপূর্বে পৌঁছে গেছি! আল্লাহ আমাকে যা দিয়েছেন তা নিয়েই আমি সন্তুষ্ট

❤️❤️❤️❤️

শুভ কামনা রইলো আপনার জন্য।

হুম ভাইয়া অবশ্যই, আল্লাহ তায়ালা যেটা দিয়েছেন সেটা নিয়েই সুখে থাকা উচিত আমাদের..কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট।।
ভালোবাসা অবিরাম ভাইয়া...❤️❤️🥰🥰

খুব অল্প সময়ে আপনি খুব ভালো একটি পোস্ট উপহার দিয়েছেন।এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।সম্পদের লোভ না কড়াই ভালো।আল্লাহ যেটা দিবে সেটাই আমার প্রাপ্য মেনে নিতে হবে।

যেখানে আমি ইতিপূর্বে পৌঁছে গেছি! আল্লাহ আমাকে যা দিয়েছেন তা নিয়েই আমি সন্তুষ্ট

❤️❤️❤️❤️

শুভ কামনা রইলো আপনার জন্য।

চমৎকার শিক্ষামূলক একটি গল্প। আসলেই যে ব্যক্তি তার প্রয়োজনকে সীমিত রাখতে পারে। সেই প্রকৃত সুখী। সুখ কখনো টাকা দিয়ে কেনা যায় না। আমাদের সকলেরই এটা মনে রাখা উচিত। পোষ্টটি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া .. আমার পোস্টটি পরে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য....
ভালোবাসা অবিরাম ভাইয়া...❤️❤️🌷🌷

সুন্দর হয়েছে পোস্টি। আপনার পোস্ট টি একদম কঠিন সত্যতা রয়েছে। এটাই জীবনের বাস্তবতা। ধন্যবাদ

ধন্যবাদ ভাইয়া ... পোস্টটি পরে তোমার মূল্যবান মতামত দেওয়ার জন্য....

ভালোবাসা অবিরাম ভাইয়া...❤️❤️🥰🥰🌷🌷

আপনার পোষ্টটি পড়ে অনেক ভালো লাগলো। এতে করে বাস্তবতার কিছু রূপ পাওয়া যায়। আপনার জন্য শুভেচ্ছা রইল।

ধন্যবাদ ভাইয়া... পোস্টটি পড়ে‌ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য।।।

ভালোবাসা অবিরাম ভাইয়া....❤️❤️🌷🌷🥰🥰

গল্প টা আমার খুবই ভালো লেগেছে,গল্প থেকে অনেক কিছু শেখার আছে,অল্পতেই খুশি থাকা ভালো, বেশি কিছু আশা করা যাবে না

ধন্যবাদ ভাইয়া....হুম ভাইয়া অতিরিক্ত কোনো কিছুই ভালো না...
ভালোবাসা অবিরাম ভাইয়া...❤️❤️🌷🌷🥰🥰

খুবই শিক্ষনীয় একটি গল্প। সুখি হতে গেলে অঢেল অর্থ সম্পদ লাগে না। যার প্রত‍্যাশা কম সে সর্বদাই সুখি থাকে। খুব ভালো এবং সহজভাবে একটি কঠিন বিষয় উপস্থাপন করেছ। তোমার জন্য শুভকামনা।।

ধন্যবাদ ভাইয়া...বিষয়টি বুঝার জন্য...
ভালোবাসা অবিরাম ভাইয়া...❤️❤️🌷🌷🥰🥰

অসম্ভব সুন্দর একটি গল্প এবং আপনার উপস্থাপনা টাও হয়েছে চমৎকার সব মিলিয়ে অসাধারণ

ধন্যবাদ....🥰🥰🌷🌷❤️❤️

আপনার পোষ্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা। from here or hadis book
এ ধরনের post আমাদের কমিউনিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/h4hMjcuu

আমার ভুল হয়েছে ভাইয়া....আমি আসলেই ভাবতে পারিনি এরকম কপি হয়ে যাবে।।। আমি সত্যি খুব দুঃখিত।।
এরকম আর কখনোই হবে না।।