ঘাটের পারে বন্ধুর সাথে কাটানো কিছু সময় || 10% Shy-fox এর জন্য

in hive-129948 •  3 years ago 

☆আসসালামুয়ালাইকুম☆


আমার বাংলা ব্লগ 🌷এর মেম্বাররা, আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি.🌷


আজকের বিষয়:➜

ঘাটের পারে বন্ধুর সাথে কাটানো কিছু সময়



PicsArt_11-26-11.04.48.jpg

20210902_144426.png

1637899221351.jpg


Location

20210925_090518.jpg

হটাৎ একদিন সময় করে বন্ধুর সাথে রওনা দিলাম । আমার পরিচিত সেই ঘাটে । এটি আমাদের নিলফামারীতে অবস্থিত । এটি জয়গন্জের এর ঘাটের পার।এই জায়গায় গেলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। নদীর পানি , নদীর দু পাশে বালি , ঘাটে থাকা নৌকা ⛵ , ব্যপার টাই অন্যরকম। নৌকায় চরার মজাই আলাদা, যারা চরেছে তাঁরাই ভালো জানেন।


1637899212314-01.jpeg


Location

20210925_090327.png

এখানে আমার বন্ধু "জীবন'' নৌকায় বসেছে , এবং আমি তার ছবি তুইলা দিতাছি । ছবির দৃশ্য দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম । ছবির পিছনের পটভূমি যে এত সুন্দর আসবে আমি ভাবতেই পারিনি । পিছনের সূর্য☀️ টি ছবিটিকে আরো ফুটিয়ে তুলেছে।


1637899226317.jpg

1637899231488-01.jpeg


Location

বাইকের সাথে কিছু ছবি তুললাম সেখানে।


1637899238170-01.jpeg


Location

এটা সেই ঘাটের পারের কাশবন ... এখানে প্রচুর পরিমাণে কাশফুলের গাছ ছিল ...কেটে ফেলা হয়েছে। কাশফুল গুলো যখন ফুটে যায়গাটি তখন অপরুপ সুন্দর হয়ে ওঠে ..তখন সবাই এখানে আসে কাশফুল দেখার জন্য।

1637899245938.jpg


Location

সন্ধ্যা হয়ে আসছে ..তখন সেখান থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই।



আমার বাংলা ব্লগ (কমিউনিটি)

আজ এখানে শেষ করছি । আপনারা সকলে ভালো থাকবেন।

"আল্লাহ হাফেজ"

20210907_111554.png

IMG_20210825_005021.png

"আমি মোঃ মাশরাফি ইসলাম। আমার বাসস্থান নিলফামারী শহরে। আমি একজন ছাত্র ।আমি নিলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এ পড়ি,এবার SSC দিবো। আপনারা সকলে আমরা জন্য দোয়া করবেন । আমার নেটওয়ার্ক ও ইলেকট্রনিক জিনিস তৈরিতে আগ্ৰহ বেশি। এসব বিষয়ে ঘাটা ঘাটি করতে আমার খুব ভালো লাগে। সবচেয়ে বড় বিষয় হল অসহায় ও নিরীহ মানুষদের পাশে দাঁড়াতে আমার খুব ভালো লাগে । আল্লাহ যেন আমাদের সকলকে নিরীহ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে।"

20210907_111654.png

20210616_120145.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটি আশ্চর্যজনক, আপনি সূর্যালোকের একটি খুব সুন্দর ছবি দেখান।

ধন্যবাদ ভাইয়া আপনাকে...

নদীর পাড়ে বিকেলবেলা আবহাওয়াটা খুবই সুন্দর লেগেছে আমার। বিশেষ করে এই সুন্দর আবহাওয়ার মধ্যে বন্ধুদের সাথে আড্ডায় মুহূর্তটি সত্যিই অনেক আনন্দের। আপনি আপনার বন্ধুদের সাথে খুবই সুন্দর সময় কাটিয়েছেন। আপনাদের জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া আপনাকে .... সত্যি খুব সুন্দর সময় কাটিয়েছি..

ঘাটের পারে বন্ধুর সঙ্গে সুন্দর সময় কাটিয়েছেন ভাই। আপনাদের কাটানো মুহূর্তের এবং প্রকৃতির ছবিগুলো খুব সুন্দর হয়েছে। আপনার কাটানো সুন্দর মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া..

ঘাটের পারে বন্ধুর সাথে কাটানো সময় টি আপনার খুব ভালো কেটেছে ছবিগুলো হয়েছে অসাধারণ।এই ঘাটের পারে কাশবন দেখতে যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হয়নি।শুভকামনা আপনার জন্য♥♥

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ....

এই ঘাটের পারে কাশবন দেখতে যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হয়নি।

এবার যাবেন জায়গাটি খুব সুন্দর....