আজ বিকেলে রেললাইনে একটি অসাধারণ ছোট ঘটনা || 10% @shy-fox এর জন্য

in hive-129948 •  3 years ago 

☆আসসালামুয়ালাইকুম☆


আমার বাংলা ব্লগ 🌷এর মেম্বাররা, আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি.🌷



বিষয়:➜
আজ বিকেলে রেললাইনে একটি অসাধারণ ঘটনা।


↘️
চলুন তাহলে শুরু করা যাক↙️



20210921_143824.jpg

Location

20210902_144426.png

  • আজ আমি যখন বিকালে বের হলাম রেললাইন এ হাঁটতে। তখন লাইনের ওপর দেখি দুটো ছেলে হাতের মধ্যে স্যান্ডেল নিয়ে লাফালাফি করছে । আমি আশ্চর্য হয়ে দেখছিলাম দূরে থেকে। তখন তাদের কাছে গিয়ে বললাম তোমারা হাতের মধ্যে স্যান্ডেল নিয়ে এরকম করছো কেনো। ওরা বললো আমরা একটা মৌমাছি 🐝 মারার চেষ্টা করছি ,অনেকক্ষন ধরে কিন্তু পারছি না।

1632210598947.jpg

Location

20210902_144426.png

  • আমি বললাম মৌমাছিটা 🐝 তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা ওকে মারার চেষ্টা করছো।
    ওরা বললো এমনি মারার চেষ্টা করছি।😈
    আমি বললাম এটা তো ঠিক না ভাইয়েরা। ও তো তোমাদের কোন ক্ষতি করেনি ওকে তো মারাটা তোমাদের ঠিক না ।
    ভাবো এরকম যদি তোমাদের সাথে হতো, তোমরা কিছু না করা সত্ত্বেও তোমাদের উপর যদি কেউ এরকম ভাবে অত্যাচার করতো তবে তোমাদের কেমন লাগতো।
    তারা চুপ হয়ে আছে, পরে তারা বললো ভাইয়া আসলেই আমাদের এটা ভুল হয়েছে।
    আমি বললাম তোমারা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো এতে আমি অনেক খুশি। ভবিষ্যতে এরকম কাজ আর করবে না বলে আমি তাদের কাছে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিতে শুরু করি।

dropshadow_1632215381134.jpg

Location

20210902_144426.png

  • তারপর আমি যখন রেললাইন থেকে কিছুটা দূরে চলে আসি। তখন আন্ত:নগর ট্রেন‌ এসে হাজির ।

dropshadow_1632216210374.jpg

Location

20210902_144426.png

  • এটি চিলাহাটি থেকে খুলনার উদ্দেশে রওনা দিয়েছে। খুলনা যেতে যেতে কয়েকটি স্টেশন এ দাড়াবে এই ট্রেনটি । এই ট্রেনটি খুব ভালো এবং অনেকে সুবিধা রয়েছে।

dropshadow_1632216263592.jpg

Location

20210902_144426.png

  • আজকের বিকালের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন ।।

আমার বাংলা ব্লগ (কমিউনিটি)

আজ এখানে শেষ করছি । আপনারা সকলে ভালো থাকবেন।

"আল্লাহ হাফেজ"

20210907_111554.png

IMG_20210825_005021.png

"আমি মোঃ মাশরাফি ইসলাম। আমার বাসস্থান নিলফামারী শহরে। আমি একজন ছাত্র ।আমি নিলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এ পড়ি,এবার SSC দিবো। আপনারা সকলে আমরা জন্য দোয়া করবেন । আমার নেটওয়ার্ক ও ইলেকট্রনিক জিনিস তৈরিতে আগ্ৰহ বেশি। এসব বিষয়ে ঘাটা ঘাটি করতে আমার খুব ভালো লাগে। সবচেয়ে বড় বিষয় হল অসহায় ও নিরীহ মানুষদের পাশে দাঁড়াতে আমার খুব ভালো লাগে । আল্লাহ যেন আমাদের সকলকে নিরীহ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে।"

20210907_111654.png

20210616_120145.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে একটা জিনিস দেখে ভালো লাগলো বাচ্চার একটি ভুল করতে যাচ্ছিল। আপনি সৎ পরামর্শ দিয়েছিলেন তাদের ভুল পথ থেকে সরিয়ে আনলেন। এইটা খুবই ভালো লাগার একটি দিয়ে কিভাবে জন্য আপনি সকলকে পরামর্শ দিতে পারেন ছোটদের। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো অনেক সুন্দর ছিল

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া....
পোস্টটি পরে আপনার সুন্দর একটি মূল্যবান মতামত দেওয়ার জন্য।।।।
ভালোবাসা অবিরাম ভাইয়া 🥰🥰❤️❤️🌷🌷

আপনার পোস্টগুলো দেখলে আমি একটু অবাক হই কারন সবার থেকে একটু ভিন্ন রকম আপনার পোস্টগুলি। প্রতিটা জিনিস খুব সুন্দর । খুব সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন থাকে আপনার পোষ্টের মধ্যে।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।।। আমার পোস্ট এ সুন্দর একটি মতামত উপহার দেওয়ার জন্য।
ভালোবাসা অবিরাম ভাইয়া 🥰❤️🌷

আজকে আপনার ঘুরাঘুরি করা সার্থক কারণ দুইটি বাচ্চাকে কিছু শেখাতে পেরেছেন যা হয়তো তাদের সারা জীবন ও ভবিষ্যতে এ ধরনের অযথা পশুপাখি পতঙ্গ মারা থেকে তাদেরকে বিরত রাখবে। ধন্যবাদ।

হুম ভাইয়া অবশ্যই আল্লাহ তায়ালার রহমতে তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং ভবিষ্যতে এরকম কাজ আর করবেনা বলেছে।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ❤️🥰🌷
ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️🥰🌷

বাচ্চাদের দেওয়া উপদেশ টা অনেক ভালো লাগলো।সব শেষে বাচ্চাদের আপনি বোঝাতে সক্ষম হয়েছেন।আপনার জন্যই হয়তো মৌমাছি বেচেঁ গেছে।
ধন্যবাদ ভাই খুব সুন্দর হয়েছে।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মূল্যবান মতামত দেওয়ার জন্য।।।
শুভ কামনা রইল ভাইয়া 🥰❤️🌷

অনেক ভালো উপদেশ দিয়েছেন ছেলেদের।ভালো লাগলো আপনার পোস্টি।শুভ কামনা।

ধন্যবাদ ভাইয়া আপনাকে।।। ❤️🌷