হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।
এই ফুলগুলোর মাঝে অসাধারণ সৌন্দর্য লুকিয়ে আছে। ভালো লাগার মত এই ফুলগুলো আমাদের আশেপাশের ঝোপঝাড়ে খুঁজে পাওয়া যায়। বুনোফুল ছাড়াও একটি অসাধারণ বৈশিষ্ট্যের সন্ধ্যামালতী ও চোখ জুড়ানো কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি করেছি। আমার ভালো লাগার ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।
সূর্যের আলো যখন কমতে শুরু করে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে সন্ধ্যামালতী ফুল ফুটতে থাকে। সন্ধ্যামালতী ফুলের বৈশিষ্ট্য ও বিভিন্ন রং দেখে আমরা সবাই মুগ্ধ হই। গাড় গোলাপি, সাদা, হলুদ ও লাল বর্ণ ছাড়াও আরো একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। একই ফুলে একাধিক রঙ এই ফুলের অনন্য বৈশিষ্ট্য।
সন্ধ্যামালতী ফুলের রঙ বিভিন্ন রকম খাবারের রঙে ব্যবহার করা হয়। কেক, জেলী রঙ করার কাজে এই ফুলের রঙ ব্যবহার করা যায়। সন্ধ্যামালতী ফুলের পাতার ঔষধি গুন আছে। বিভিন্ন কালারের সন্ধ্যামালতী ফুল সত্যি অসাধারণ।
সন্ধ্যাবেলায় সন্ধ্যামালতী ফুলের ফটোগ্রাফি করার সময় কিছু কীট পতঙ্গের দেখা মিলেছিল। সবগুলোর ফটোগ্রাফি করতে না পারলেও এই পোকাটির ফটোগ্রাফি নিয়েছিলাম। কারণ দেখতে খুব অসাধারণ লাগছিল আমার কাছে।
এই ফুলটি রাস্তার পাশ দিয়ে হাঁটতে আমরা হয়তো অসংখ্যবার দেখেছি। বিশেষ করে গ্রামের রাস্তা দিয়ে যখন হাটি তখন বেশি চোখে পড়ে। আমরা স্থানীয়ভাবে এই ফুলটাকে জংলি টগর বলি। আবার কেউ কেউ কড়ি ফুল বলে। প্রকৃতির এই ফুলের বাগান আমার কাছে কিন্তু বেশ লাগে।
ধবধবে সাদা রঙের এই ফুলটিও আমাদের আশেপাশের ঝোপঝাড়ে দেখতে পাওয়া যায়। কিছুটা মাইকের মতো দেখতে এই ফুলটির সৌন্দর্য অসাধারণ। এই ফুলগুলোর নাম জানা না থাকলেও দেখতে বেশ ভালই লাগে।
প্রকৃতির নিজস্ব কিছু রূপ আছে ফলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাজে সজ্জিত হতে দেখি। ঠিক তেমনি এই সময়টাতে প্রকৃতির মাঝে কৃষ্ণচূড়া ফুলের আগমন ঘটে। কৃষ্ণচূড়া ফুল যখন পুরো গাছটাকে রাঙিয়ে তোলে, তখন প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয়।
নার্সারি থেকে বের হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সামনে ছোট্ট একটি কাজে এসেছিলাম। ব্যক্তিগত একটি সমস্যা নিয়ে উকিলের সাথে পরামর্শ করা জরুরী ছিল। ঠিক সেই সময় কৃষ্ণচূড়া ফুল গাছের দিকে আমার চোখ পড়ে। আমি এতটাই মুগ্ধ হয়ে যাই যে, কাজ বাদ দিয়ে আগে ফটোগ্রাফি শুরু করে দিয়েছিলাম।
বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।
ডিভাইস | realme narzo 50 |
---|---|
ফটো | @mayedul |
লোকেশন | সদর, কুড়িগ্রাম |
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আজকে বেশ দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ দারুন হয়েছে। তবে আমার কাছে কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ দারুন লেগেছে। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সবগুলো ফুল দেখতে অনেক ভালো লাগে।এর মধ্যে কৃষ্ণাচূড়া ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। এখন বাহিরে বের হলে রাস্তার পাশে এই গাছের অভাব নেই। এছাড়া বাকি ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit