ফটোগ্রাফি||বৈচিত্রময় ফুলের সমাহার পর্ব-৩||

in hive-129948 •  2 years ago 

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

Picsart_23-05-14_23-02-06-230.jpg

সেদিন নার্সারিতে বৈচিত্র্যময় ফুলের পাশাপাশি অনেকগুলো বুনোফুল আমার নজরে পড়েছিল। যে ফুলগুলো আমরা সব সময় অবহেলায় ঘুরেও তাকাই না। কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে সেগুলোর মাঝেও অনেক সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। ঠিক তেমনি আজ বেশ কিছু বুনোফুলের ফটোগ্রাফি শেয়ার করতে এসেছি।

এই ফুলগুলোর মাঝে অসাধারণ সৌন্দর্য লুকিয়ে আছে। ভালো লাগার মত এই ফুলগুলো আমাদের আশেপাশের ঝোপঝাড়ে খুঁজে পাওয়া যায়। বুনোফুল ছাড়াও একটি অসাধারণ বৈশিষ্ট্যের সন্ধ্যামালতী ও চোখ জুড়ানো কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি করেছি। আমার ভালো লাগার ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।

IMG_20230507_223352.jpg
IMG20230504181339.jpg

সূর্যের আলো যখন কমতে শুরু করে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে সন্ধ্যামালতী ফুল ফুটতে থাকে। সন্ধ্যামালতী ফুলের বৈশিষ্ট্য ও বিভিন্ন রং দেখে আমরা সবাই মুগ্ধ হই। গাড় গোলাপি, সাদা, হলুদ ও লাল বর্ণ ছাড়াও আরো একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। একই ফুলে একাধিক রঙ এই ফুলের অনন্য বৈশিষ্ট্য।

সন্ধ্যামালতী ফুলের রঙ বিভিন্ন রকম খাবারের রঙে ব্যবহার করা হয়। কেক, জেলী রঙ করার কাজে এই ফুলের রঙ ব্যবহার করা যায়। সন্ধ্যামালতী ফুলের পাতার ঔষধি গুন আছে। বিভিন্ন কালারের সন্ধ্যামালতী ফুল সত্যি অসাধারণ।

IMG20230504181112.jpg
IMG20230504181052.jpg

সন্ধ্যাবেলায় সন্ধ্যামালতী ফুলের ফটোগ্রাফি করার সময় কিছু কীট পতঙ্গের দেখা মিলেছিল। সবগুলোর ফটোগ্রাফি করতে না পারলেও এই পোকাটির ফটোগ্রাফি নিয়েছিলাম। কারণ দেখতে খুব অসাধারণ লাগছিল আমার কাছে।

IMG20230506114203.jpg
IMG_20230504_183411.jpg

এই ফুলটি রাস্তার পাশ দিয়ে হাঁটতে আমরা হয়তো অসংখ্যবার দেখেছি। বিশেষ করে গ্রামের রাস্তা দিয়ে যখন হাটি তখন বেশি চোখে পড়ে। আমরা স্থানীয়ভাবে এই ফুলটাকে জংলি টগর বলি। আবার কেউ কেউ কড়ি ফুল বলে। প্রকৃতির এই ফুলের বাগান আমার কাছে কিন্তু বেশ লাগে।

IMG20230506114318.jpg
IMG_20230506_164559.jpg

ধবধবে সাদা রঙের এই ফুলটিও আমাদের আশেপাশের ঝোপঝাড়ে দেখতে পাওয়া যায়। কিছুটা মাইকের মতো দেখতে এই ফুলটির সৌন্দর্য অসাধারণ। এই ফুলগুলোর নাম জানা না থাকলেও দেখতে বেশ ভালই লাগে।

IMG_20230503_135425.jpg
IMG20230430145817.jpg
IMG20230430145800.jpg

প্রকৃতির নিজস্ব কিছু রূপ আছে ফলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাজে সজ্জিত হতে দেখি। ঠিক তেমনি এই সময়টাতে প্রকৃতির মাঝে কৃষ্ণচূড়া ফুলের আগমন ঘটে। কৃষ্ণচূড়া ফুল যখন পুরো গাছটাকে রাঙিয়ে তোলে, তখন প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয়।

নার্সারি থেকে বের হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সামনে ছোট্ট একটি কাজে এসেছিলাম। ব্যক্তিগত একটি সমস্যা নিয়ে উকিলের সাথে পরামর্শ করা জরুরী ছিল। ঠিক সেই সময় কৃষ্ণচূড়া ফুল গাছের দিকে আমার চোখ পড়ে। আমি এতটাই মুগ্ধ হয়ে যাই যে, কাজ বাদ দিয়ে আগে ফটোগ্রাফি শুরু করে দিয়েছিলাম।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

ডিভাইসrealme narzo 50
ফটো@mayedul
লোকেশনসদর, কুড়িগ্রাম


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"


https://steemitwallet.com/~witnesses




VOTE @bangla.witness as witness
witness_proxy_vote.png
OR

SET @rme as your proxy

witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনি আজকে বেশ দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ দারুন হয়েছে। তবে আমার কাছে কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ দারুন লেগেছে। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ভাইয়া আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সবগুলো ফুল দেখতে অনেক ভালো লাগে।এর মধ্যে কৃষ্ণাচূড়া ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। এখন বাহিরে বের হলে রাস্তার পাশে এই গাছের অভাব নেই। এছাড়া বাকি ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।