আঁধার নেমেছে গাঁয়ের পথে ঘাটে। কিন্তু, সেই আঁধারে আলো খুঁজে পেলো অনাথ বালকটি ।
সেই ক্যাপ্টেনের কথা পড়ছি আর নিজের মনের মধ্যে তার জন্য একটি জায়গা করে নিচ্ছি। শেষের দিকে এসে আমার মনের অনেকটা জায়গা সেই ক্যাপ্টেন দখল করে নিয়েছে। আকাশের মত বিশাল হৃদয়ের সেই ক্যাপ্টেন যে আপনার বাবা, সেটা জেনে সত্যিই খুব ভালো লাগলো। গায়ের পথে ঘাটের অন্ধকারের মত ছেলেটির জীবনও অন্ধকারে নিমজ্জিত ছিল। ক্যাপ্টারে হাত ধরে আসলেই আঁধারে আলো খুঁজে পেল অনাথ বালকটি। এখন সমাজে এরকম ব্যক্তিত্ব খুঁজে পাওয়া অনেক দুঃসাধ্য ব্যাপার। দাদা আপনার বাবার জন্য অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি।
ধন্যবাদ আপনাকে।
follow me please @ALBK
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit