আমার পরিচিতি পর্ব ।। আমার বাংলা ব্লগ ।। 10% to @shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম

আশা করি সবাই অনেক ভালো আছেন।

IMG_20210908_113814.jpg

আমিও অনেক ভালো আছি। আমি এই আমার বাংলা ব্লগে আজকে নতুন একজন সদস্য হিসেবে যোগদান করছি। সুতরাং মনে করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন সব সময় এবং পাশে থাকবেন। আমি যেন এই কমিউনিটিতে ভালো কিছু শিখতে পারি এবং সব সময় সাথে থাকতে পারি। নিচে আমার সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা।

IMG_20210903_170222.jpg

আমার নাম মোঃআশিকুজ্জামান আশিক আর ডাক নাম আশিক। আমি আমার দাদা দাদি এবং আমার ভাই নিয়ে আমাদের সুখী পরিবার। আমার বাবা গত দু'বছর হলো মারা গেছে এবং আমার মা অন্য জায়গায় থাকে। আমরা দুই ভাই আমার দাদা-দাদির সাথে থাকি। বাস্তবতা অনেক কঠিন তাই এই অবস্থা মেনে নিতে হয়েছে। আমার দাদার নাম মোঃ আবদুল আউয়াল এবং আমার দাদির নাম মিস সাহারা বেগম। আমার দাদা একজন রিটার্ড বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তা এবং আমার দাদী গৃহিণী।

IMG_20210310_131735_297.jpg

আমার দাদা দাদি অনেক ভালোবাসে এবং যত্ন করে আমরাও তাদের অনেক ভালোবাসি। আমাদের জেলার নাম পাবনা এবং আমরা ঈশ্বরদী থাকি আমার বাসা ঈশ্বরদী স্কুল পাড়া মসজিদের পাশে। আমি ঈশ্বরদী প্রাইমারি হাই স্কুল থাকে ব্রিলিয়ান্ট ভাবে পিএসসি এবং জিএসসি তে পাস করেছি A+ পেয়ে। এবং স্যার আমার বাড়ি মডেল হাই স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছে কিন্তু একটু পারিবারিক সমস্যার জন্য ঠিকভাবে লেখাপড়া করতে পারি না এবং যে এসএসসিতে এ প্লাস আনতে পারেনি A নিয়ে উত্তীর্ণ হয়েছে। এসএসসি পাশ করার পরে আমি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আবেদন করি এবং দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট চান্স পাই এবং সেখানে ভর্তি হই।

IMG_20210907_173208.jpg

আমি বর্তমানে দিনাজপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউট এ প্রথম সেমিস্টার এ আছি এবং এখনো একদিনও ক্লাস করতে পারিনি। তবে কিছুদিন পর 18 তারিখে আমাদের এক্সাম হওয়ার কথা আছে দেখা যাক ইনশাল্লাহ কি হয় আমি আমার পড়াশোনা এগিয়ে যাচ্ছি। আমি বড় হয়ে কিছু একটা করে আমাদের দাদা দাদি মুখ উজ্জ্বল করবে ইনশাল্লাহ।

IMG_20210721_230749.jpg

বড় হয়ে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। এখন থেকেই আমি ছোটখাটো ইঞ্জিনিয়ারিং দিক দিয়ে কিছু আবিষ্কার করি এবং বড় হয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই সাবজেক্টটা আমার মেন এটা নিয়ে আমি কিছু একটা তৈরি করে দেখাবো বলো রোবটিক নিয়ে কাজ করার ইচ্ছা আছে। এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা।

@sagor1233 ধন্যবাদ আঙ্কেল আমাকে এখানে ইনভাইট দেওয়ার জন্য।

এই ছিল সংক্ষেপে আমার সম্পর্কে বর্ণনা। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের অনুপ্রেরণা আমার কাজ করার আগ্রহ যোগাবে। ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগে তোমাকে স্বাগতম। এখানকার প্রতিটি নিয়ম ভালোভাবে মেনে চলবা এই আশা করি। তোমার জন্য শুভকামনা রইলো। এগিয়ে যাও অদম্য শক্তিতে।

ধন্যবাদ আঙ্কেল। যথাসাধ্য চেষ্টা করব আমার দিক থেকে।

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আপনার সম্পর্কে জানতে পেরে খুবই ভালো লাগল। সর্বদা কমিউনিটির নিয়ম মেনে চলবেন। আমাদের সাথেই থাকুন। আপনার জন্য শুভকামনা।।

ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য। আমি যথাযথ চেষ্টা করব নিয়ম ফলো করে কাজ করার জন্য।

ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য। আমি নিয়ম মেনে যথাযথ কাজ করব।

Loading...

অনেক সুন্দর ভাবে আপনার পরিচয় পর্ব উপস্থাপন করেছেন।আপনার ব্যাক্তিগত জীবন নিয়ে অনেক কিছুই তুলে ধরেছেন।অনেক ধন্যবাদ আপনাকে।স্বাগতম বাংলা ব্লগ কমিউনিটিতে।শুভ কামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ ভাই

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম জানাচ্ছি। আমার বাংলা ব্লগ কমিউনিটি নিজস্ব কিছু নিয়ম-কানুন রয়েছে। আশা করি সেগুলো আপনি মেনে চলবেন এবং আমাদের কমিউনিটি তে কিছু পিন করা পোস্ট আছে যেগুলো দেখলে আপনি আমাদের কমিউনিটি আপডেট ধারণা পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ, আমার দিক থেকে আমি সম্পূর্ণভাবে চেষ্টা করব।

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম, আর আমাদের কমিউনিটির যতগুলো নিয়ম কানুন আছে। আশা করি আপনি যথাযথ ভাবে পালন করবেন ধন্যবাদ ভাই আপনাকে।

ধন্যবাদ ভাই। নিয়ম মানার যথাযথ চেষ্টা করব।

চেষ্টা করবেন দ্রুত ডিসকর্ড এ যুক্ত হয়ে একটিভ থাকতে। তাহলে আপনি অনেক কিছু সেখান থেকে জানতে পারবেন। আর আপনার যেকোন প্রশ্ন আপনি সেখানে এডমিন ভাইয়েরা এবং মডারেটরদের কাছে করতে পারবেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই। আর আমি আজকে সন্ধ্যার ভিতর আপনাদের ডিসকর্ড এ জয়েন হবো।

"আমার বাংলা ব্লগ কমিউনিটিতে" আপনাকে স্বাদর আমন্ত্রণ ভাই,দোয়া ও শুভকামনা রইলো

ধন্যবাদ ভাই