লেভেল ৪ হতে আমার অর্জন - By @md-ashik||আমার বাংলা ব্লগ || 10 % to @shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)
হ্যালো বন্ধুরা,

আমি মো : আশিকুজ্জামান আশিক। বাংলাদেশ থেকে আপনাদের মাঝে।সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা "আমার বাংলা ব্লগ" কমিউনিটি সকল ভাই ও বোনেরা এবং এই কমিউনিটির সকল মডারেটর এবং ফাউন্ডার। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে।

তো বন্ধুরা আমি আজকে আবার আপনাদের মাঝে হাজির এবিবি স্কুলের অর্জিত জ্ঞান নিয়ে #abb-level04 এর পরীক্ষা দিতে। ইতিমধ্যে আমি level3 পাস করে এসেছি এবার আমার level04 এক্সাম দিবো। সবকিছু আশা করি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছে আমি। এ বিষয়ে আমাদের প্রফেসরগণ অসাধারণভাবে বুঝিয়েছে আমাদের যার কারণে বুঝতে কোন অসুবিধা হয়নি। এর জন্য আবারো ধন্যবাদ জানাই আমাদের প্রফেসরকে।

IMG_20211229_142103.jpg

তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন শুরু করা যাক,

level04 বিষয়বস্তু ছিল-

১. p2p এর মাধ্যমে Steem/Sbd/Trx Transfer.
২. Internal Market এ SBD থেকে Steem এ Convert করা।
৩. poloniex এ Account খোলা।
৪. External Market এ Steem এবং TRX Exchange করা।

এবং এগুলোর জন্য আমাদের প্রশ্ন দেয়া হয়ে গেছে নির্ধারিত তো চলুন প্রশ্নগুলোর উত্তর নিচে বর্ণনা করি-

প্রশ্ন ১. p2p কি?

উত্তর :- p2p হল পারসন টু পারসন অর্থাৎ একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি স্টিম,এসবিডি,টিয়ার-এক্স টেনেসফার বা আদান-প্রদান করাকেই p2p বলে। এটা করা একবারে নিষিদ্ধ আমার বাংলা ব্লগে। কারণ এটা করলে বোঝা যায় যে একজন ব্যক্তি একাধিক একাউন্ট ব্যবহার করছে। আর এভাবে টেনেসফার না করাই ভালো।


প্রশ্ন ২. P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর :- P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট নিচে শেয়ার করা হলো-

IMG_20211228_170827.jpg

IMG_20211228_170805.jpg


প্রশ্ন ৩. P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর :- P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট নিচে শেয়ার করা হলো-

IMG_20211228_171129.jpg

IMG_20211228_171115.jpg


প্রশ্ন ৪. P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর :- P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট নিচে শেয়ার করা হলো-

IMG_20211228_171307.jpg

IMG_20211228_171324.jpg

IMG_20211228_171357.jpg


প্রশ্ন ৫. Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর :- Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট নিচে শেয়ার করা হলো-

IMG_20211228_171801.jpg

IMG_20211228_171817.jpg


প্রশ্ন ৬. Poloniex Exchange site এ একটি Account Create করুন।

উত্তর :- Poloniex Exchange site এ একটি Account Create করাই ছিল আমার আগে তো সেটার স্ক্রিনশট আমি নিম্নে শেয়ার করলাম-

IMG_20211228_171937.jpg


প্রশ্ন ৭. আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

উত্তর :- আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করার স্ক্রিনশট নির্ণয় শেয়ার করা হলো-

IMG_20211228_172248.jpg

IMG_20211228_172709.jpg


প্রশ্ন ৮. আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

উত্তর :- আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করার স্ক্রিনশট নিম্নে শেয়ার করা হলো-

IMG_20211228_173723.jpg

IMG_20211228_173741.jpg

IMG_20211228_173818.jpg


প্রশ্ন ৯. Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর :- Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট নিম্নে শেয়ার করা হলো-

Steem

IMG_20211229_121530.jpg

Trx

IMG_20211229_121404.jpg

তো বন্ধুরা এই ছিল আজকে আমার লেভেল 4 এর এক্সাম আশা করি সব কিছুর উত্তর ঠিকঠাক ভাবে দিয়েছি। আর আমাদের ক্লাসের প্রফেসর অনেক সুন্দর এবং ভালভাবে আমাদের সবকিছু বুঝিয়েছে যার ফলে আমরা এত সুন্দরভাবে বুঝতে পেরেছি আমাদের প্রফেসর ছিল @moh.arif এবং@nusuranur এসিস্টেন হিসেবে ছিলেন। অসংখ্য ধন্যবাদ তাদের। এই পর্যন্ত এবিবি স্কুলের সকল প্রফেসরের কাছে কৃতজ্ঞ থাকব কারণ তাদের অসম্ভব চেষ্টা এবং তাদের সুন্দর উপস্থাপনের ফলে এত সুন্দরভাবে বুঝতে পেরেছি আমরা এবং এত কিছু শিখতে পেরেছি। সবার কাছে আন্তরিক ধন্যবাদ।

আর এই পোস্টে কোন ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন


ধন্যবাদ সবাইকে


আমি কে

IMG_0028 (1)-01.jpeg

আমি মো: আশিকুজ্জামান আশিক।বাংলাদেশ থেকে। আমি একজন ছাত্র। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করি।আমি সব সময় কথায় না কাজে বিশ্বাস করি।আর আমি স্বাধীন প্রিয় মানুষ।মনের বিরূদ্ধে কোনো কাজ করি না।নতুন নতুন বিষয় জানতে ও শিখতে খুব আগ্রহী আর নতুন কোন কিছু শিখতে পারলে আমার কাছে অনেক ভালো লাগে।আমার সখ বই পড়া,গান শুনা এবং ঘোরাঘুরি যা আমার বেশ ভালো লাগে।

আমার বাংলা ব্লগ ফ্যান🥰

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দেখে খুব ভালো লাগলো আপনি লেভেল ৪ ক্লাসের সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রশ্নে যা যা বলেছে আপনি সবকিছুর উত্তর ঠিকভাবে দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

Loading...

প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। খুব সুন্দর হয়েছে ভাই। আপনি আরও এগিয়ে যান দোয়া রইল আপনার জন্য।

খুব সুন্দর করে সবকিছু তুলে ধরেছেন। বাকিটা বিচরক গন রায় দিবেন। লিখতেই থাকুন।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই