টার্গেট ডিসেম্বর সিজন-২ ||২০ স্টিম পাওয়ার বৃদ্ধি।১০% লাজুক খ্যাকের জন্য।

in hive-129948 •  3 years ago 

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ১৪ ফাল্গুন | ১৪২৮ বঙ্গাব্দ | মঙ্গলবার |বসন্তকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি



1645533395723-01.jpeg

Source



আজকে আমার পাওয়ার আপের ১৩তম সপ্তাহ। আজকে আমি ২০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি।আমার টার্গেট ২০০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করা।

  • আমার ওয়ালেটে ২৩.৭৭৯স্টীম ছিল। সেটা থেকে ২০ স্টীম পাওয়ার আপ করেছি।

IMG_20220301_101406.jpg

IMG_20220301_101422.jpg




IMG_20220301_101340.jpg


  • পাওয়ার আপের আগে এসপি ছিলো ৮০২.৭২২।

IMG_20220301_101451.jpg



  • পাওয়ার আপের পর মোট স্টীম-পাওয়ার হয়ছে ৮২২.৭২৩

আমার পরিকল্পনা ২০০০ স্টিম পাওয়ার।

পাওয়ার বৃদ্ধি মানে নিজের সক্ষমতা বৃদ্ধি। আমারা নিজে পাওয়ার বৃদ্ধি করবো অন্যকে বৃদ্ধি করতে উৎসাহিত করবো।



ধন্যবাদ সবাইকে



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

আল্লাহ হাফেজ

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পাওয়ার আপ করেছেন এটা একটি খুবই ভালো করেছেন, নিজের সামর্থ্য বৃদ্ধি করেছেন। এ সাইটে কাজ করতে হলে পাওয়ার আপ করাটা খুবই জরুরী । দীর্ঘস্থায়ীভাবে পাওয়ার আপ করে এই সাইটে নিজের সক্ষমতা বৃদ্ধি করাটাই বুদ্ধিমানের কাজ । আপনার টার্গেট ইনশাল্লাহ পূরণ হবে । ধন্যবাদ ভাই ।

স্টিমিট প্লাটফর্মে কাজ করতে হলে অবশ্যই আমাদের পাওয়ার আপ করতে হবে ।
পাওয়ার আপ না করলো নিজের একাউন্ট সমৃদ্ধ হবে না। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

পাওয়ার আপ কে আমরা সবাই ভালবাসি। আপনি প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহে অনেকগুলো স্টিম পাওয়ার আপ করেছেন। পাওয়ার আপ মানে নিজের সক্ষমতাকে বৃদ্ধি করা আপনি ঠিক তেমনই একটি কাজ প্রতিনিয়ত করে চলেছেন। ধন্যবাদ আপনাকে।

আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করতে চেষ্টা করি।
আপনিও দেখি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করেন।
সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

ধারাবাহিক পাওয়ার আপ এর মাধ্যমে ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন আপনি ভাইয়া। এভাবেই পাওয়ার আপ এর মাধ্যমে খুব শীঘ্রই আপনি আপনার কাঙ্খিত টার্গেট পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

দোয়া কইরেন ভাই আমি যেন আমার টার্গেট খুব দ্রুত পৌঁছাতে পারি।
আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

এভাবে পাওয়ার আপ করলে আপনি আপনার লক্ষ্যে অতি তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।

পাওয়ার আপ করতে আমিও খুব ভালোবাসি। পাওয়ার আপ কেন জানি আমার একটা নেশায় পরিণত হয়েছে ।কারণ পাওয়ার আপ করলে আমারই উপকার ।সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

বাহ আপনি প্রতি সপ্তাহে পাওয়ার আপ চলমান রেখেছেন যেটা খুবই ভালো লাগলো। পাওয়ার আপ সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।আমিও পাওয়ার আপ করতে ভালোবাসি। আপনার পাওয়ার আপ করাকে সাধুবাদ জানাই।

পাওয়ার আপ করতে আমারও খুব ভালো লাগে ।আমি প্রতিনিয়ত পাওয়ার আপ করার চেষ্টা করি ।আপনিও দেখি প্রতিনিয়ত পাওয়ার আপ করে থাকেন ।
আপনার জন্য শুভকামনা।

পাওয়ার আপ মানে নিজের সক্ষমতাকে বাড়ানো এবং নিজের শক্তিকে বাড়ানো। আর আপনি সেটাই করেছেন। পাওয়ার আপ পোস্ট দেখে আমার অনেক ভালো লাগে। দোয়া করি আপনি যেন আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। শুভকামনা রইল আপনার জন্য।

পাওয়ার আপ মানে নিজের সক্ষমতাকে বাড়ানো এবং নিজের শক্তিকে বাড়ানো।
আপনি ঠিকই বলেছেন ভাই।
আপনার জন্য শুভকামনা রইল।

একাউন্টঃ @md-razu
পাওয়ার বৃদ্ধিঃ = 2.49377%

টার্গেট ডিসেম্বর সিজন-২ সামনে রেখে আপনি স্টিম পাওয়ার বৃদ্ধি করেই চলেছেন দেখছি। আপনার পাওয়ার বৃদ্ধি কে সাধুবাদ জানাই। আপনার টার্গেট ২০০০ এসপি জেনে ভালো লাগলো। দোয়া করি আপনার টার্গেট দ্রুতই পূর্ণ হোক। শুভকামনা আপনার জন‍্য।

আপনার জন্য দোয়া করি আপনি যেন আপনার টার্গেটে খুব দ্রুতই পৌছাতে পারেন।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ কাকা।

বাহ,খুবই ভালো উদ্যোগ এটি।আমরা সবাই পাওয়ার আপ করতে ভালোবাসি।নিজেদের সক্ষমতা গড়ে তুলতে এর বিকল্প নেই।ধন্যবাদ ভাইয়া, শুভকামনা রইলো আপনার জন্য।

পাওয়ার আপ করতে আমরাও খুবই ভালোবাসি। কারণ পাওয়ার আপ মানে নিজের একাউন্টে সমৃদ্ধ করা।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

আপনি ২০ স্টিম পাওয়ার বৃদ্ধি করলেন । এভাবেই পাওয়ার বৃদ্ধি করে যান ভাই আপনার জন্য দোয়া করি আপনি খুব দ্রুতই সফলতা যেন পেয়ে যান। আপনার এই পাওয়ার বৃদ্ধি করার পোস্টটি দেখে অনেকেই পাওয়ার বৃদ্ধি করার জন্য উৎসাহী হবে ধন্যবাদ আপনাকে।

আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ পোস্ট দেওয়ার চেষ্টা করি।
ইনশাল্লাহ আমি আমার টার্গেট পৌঁছে যাবো আপনাদের দোয়ায়
আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

পাওয়ার আপ এর মাধ্যমে নিজের একাউন্ট এর সক্ষমতা বৃদ্ধি করায় আপনাকে অভিনন্দন জানাই ভাই। পাওয়ার আপ হচ্ছে আমার হিসেবে আগামী দিন এর সম্পদ। এটি ভবিষ্যতে আপনার কাজেই লাগবে। অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য যেনো আপনি আপনার লক্ষ্যে পৌছাতে পারেন। ধন্যবাদ।

ঠিক বলেছেন ভাই পাওয়ার আপ হচ্ছে আগামী দিনের সম্পদ। এটা ভবিষ্যতে অনেক কাজে লাগবে।
সুগঠিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনি একটি ভালো প্রকল্প হাতে নিয়েছেন। প্রতি সপ্তাহে কিছু পরিমাণ পাওয়ার বৃদ্ধির মাধ্যমে বছর শেষে আপনি বড় একটি এমাউন্টের পাওয়ার একসাথে করতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

  ·  3 years ago (edited)

পাওয়ার আপ করতে আমার খুব ভালো লাগে। আপনিও দেখি প্রতি সপ্তাহে পাওয়ার আপ পোস্ট দেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে স্বাগতম প্রিয় ভাইজান 💚

আসলে পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আপনি এভাবে এগিয়ে যান।আসলেই পাওয়ার আপ করেছেন এটাই অনেক। আমরা অনুপ্রাণিত হলাম। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনি 1000 স্টিম পাওয়ার আপ করতে সক্ষম হবেন।

আপনি ঠিকই বলেছেন ভাই পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আর আমার টার্গেট 2000 স্টিম পাওয়ার আপ করা। মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।