প্রকৃতির অপরূপ সৌন্দর্য।

in hive-129948 •  6 months ago  (edited)

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -১৬ ই,আষাঢ়| | ১৪৩১ বঙ্গাব্দ || রবিবার||বর্ষাকাল ||



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি

নিজ হাতে ক্যামেরা নিয়ে কিছু প্রিয় মুহূর্ত বন্দী করার মজাই অন্যরকম।প্রকৃতির রুপ কার না ভালো লাগে।প্রকৃতির রুপ দেখে মানুষের মনে এক অনাবিল সুখ বয়ে যায়।


PhotoEditor_2024630115734985.jpg

ফটো-এডিটর দিয়ে বানানো।



প্রকৃতির সৌন্দর্য।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/uncorks.nevermore.retake


আজ আপনাদের মাঝে প্রকৃতির সৌন্দর্য শেয়ার করবো। আশা করি এই ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমিও ঘোরাঘুরি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে খুবই পছন্দ করতাম। আমার কিছু বন্ধু আছে তারাও ঘুরতে খুবই পছন্দ করে। বন্ধুদের চাওয়া-পাওয়ার সাথে মিল থাকলে তাহলে তো কোন কথাই নেই। যেখানে দুচোখ যায় সেখানেই যেতে মন চায় মন শুধু চায় ছুটাছুটি করতে বিভিন্ন জায়গায়। অচেনা দৃশ্য গুলো উপভোগ করতে।


1719726889751-01.jpeg

1719726902461-01.jpeg

1719726914512-01.jpeg


দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। এই পাখি অনেক ছোট হলেও এটা দেখতে অনেক সুন্দর। দোয়েল পাখি আমার কাছে বেশ ভালো লাগে। তাছাড়া এ পাখি লোকালয়ের কাছাকাছি থাকে এজন্য প্রায় সময় দেখা মিলে। তবে কোন কিছু জাতীয়করণের মূল উদ্দেশ্য হলো সেই দেশের সেই জিনিসটি কি পরিমানে দেখা যায়। যেমন ইলিশ আমাদের জাতীয় মাছ এমন কোন মানুষ নাই যে ইলিশ মাছের নাম জানেনা। সেইভাবে ও আমাদের জাতীয় পাখি দোয়েল এই পাখিকে সবাই ভালোমতো চিনে থাকে। ছোট আকৃতির হলেও পাখিটি মানুষের রূপ ও বৈচিত্র দিয়ে মুগ্ধ করে রেখেছে।


1719726967361-01.jpeg

1719726953895-01.jpeg


সবুজ প্রকৃতির মাঝে যেকোনো পাখি উড়ে গেলে দেখতে সেটা খুবই সুন্দর লাগে। এখন মাঠে মাঠে তিলের সৃজন চলছে। তিলের ফুল থেকে মধু আহরণের জন্য মৌমাছি অথবা বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে আর এই পাখিটি সেই পোকামাকড় খেয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। যদি ওই ফটোগ্রাফি করতে একটু বেগ পেতে হয়েছিল। পাখিগুলো তার স্থির থাকবে না উড়া উড়ি করতে থাকে কষ্ট করেই ফটোগ্রাফি গুলো করা লাগে। ফটোগ্রাফি আমার অনেক পছন্দের একটি কাজ আমি সময় পেলে ক্যামেরা হাতে বেরিয়ে পরি প্রকৃতির অপরূপ সৌন্দর্য ক্যামেরাবন্দি করার জন্য। আর চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করতে।


1719727001009-01.jpeg

1719726939637-01.jpeg

1719726927098-01.jpeg


নদীতে নতুন পানি আসায় জেলেদের ব্যস্ততা অনেক গুণ বেড়ে গিয়েছে। যখন নদীতে নতুন পানি আসে তখন নদীতে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে। জেলেরা রাত দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নদীর সুস্বাদু মাছ ধরে আমাদের কাছে পৌঁছে দেয় ।নতুন পানির মাছ খেতে আসলে অনেক সুস্বাদু হয়ে থাকে। যদিও এই সময় জেলেদের অনেক কষ্ট করে মাছ শিকার করতে হয়। আগে এই ধরনের জাল ব্যবহার করা হতো না মাছ ধরার জন্য ।এখন চায়না জাল আশায় নদী থেকে বিভিন্ন ছোট বড় মাছ ধরা পড়ে এভাবে কিছুদিন মাছ ধরা পড়লে আমাদের দেশে বিভিন্ন ধরনের মাছ বিলুপ্তের পথে চলে যাবে। তবে এই বিষয়গুলো ধারণ করতে আমার কাছে বেশ ভালো লাগে মানুষের কর্ম ব্যস্ততা আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আপনারা হয়তো জানেন নদী পাড়ে সৌন্দর্য আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। বলতে পারেন নদীর পাড়ে দুঃখ কষ্ট ভুলে প্রাকৃতির মাঝে ডুবে থাকা যায়। আর এমন দৃশ্যগুলো চোখের সামনে দেখতে পেলে মনকে ভালো রাখা সম্ভব।

IMG_20240628_185736.jpg

IMG_20240627_192837.jpg


আপনি কি গোধূলি লগ্নে কোন সময় নদীর পাড়ে গিয়ে সময় কাটিয়েছেন। যদি এই সময় কাটিয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন সেই সময়টা কত উপভোগ করার মত। মাঝিরা যখন নদীতে নৌকা বাই এবং গোধূলি লগ্নে সূর্য পশ্চিম আকাশে হেলে যায় সেই দৃশ্যটা সবারই মন কেড়ে নেবে, আমার মতে। নদী থেকে সুন্দর বাতাস গায়ের স্পর্শে লাগবে মনে হয় আমি এক প্রকৃতির মাঝে বসে আছি। আর প্রকৃতির মাঝে সময় কাটাতে আমার কাছে খুবই ভালো লাগে।আর নদীর পাড়ে বসে থাকা অবস্থায় যদি সিঙ্গারা অথবা সমুসা হয় তাহলে খেতে খেতে প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে ।এই সময়টা আকাশ অনেকটা নিচে নেমে আসে কারণ বর্ষাকালে মেঘের ছড়াছড়ি বেঁধে যায় ।কখন জানি বৃষ্টি নামবে।



আমার পরিচয়

1719589486989-01.jpeg

আমি মো: রাজু আহমেদ, আমি একজন ছাত্র। আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে, রান্না করতে, বই পড়তে, কবিতা পড়তে, খেলাধুলা করতে খুবই পছন্দ করি।স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।


ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

প্রতিনিয়ত এভাবে স্বল্প পরিমাণ সাপোর্ট দিয়ে পাশে আছেন পাশে থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল

আসলেই স্থির না থেকে ওড়াউড়ি করলে ফটোগ্রাফি ক্যাপচার করতে একটু কষ্ট হয়। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি ক্যান্সার করেছেন। দোয়েল পাখির ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সত্যি পাখিটা ছোট হলেও দেখতে অনেক সুন্দর। নদীতে মাছ ধরার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হলাম। এত দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

প্রকৃতি আমাকে খুব করে টানে। প্রকৃতির মাঝে আলাদা একটা প্রশান্তি কাজ করে। চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে ক্যাপচার করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

দারুন ফটোগ্রাফি শেয়ার করলেন ভাইয়া মুগ্ধ হয়ে গেলাম। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমরা সবাই পছন্দ করি। আপনার শেয়ার করা এত সুন্দর যদি প্রকৃতির দৃশ্য হয় তাহলে তো মুগ্ধ হওয়ার কথা। বিশেষ করে পাখির ফটোগ্রাফি গুলো অসাধারণ ভাবে আপনি ক্যাপচার করে আমাদের সাথে শেয়ার করলেন। আর প্রকৃতির ফটোগ্রাফি গুলো তো দেখে মন ভরে গেল।

ঠিকই বলেছেন আপু প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমরা সবাই কম বেশি পছন্দ করি। ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। মতামতের জন্য ধন্যবাদ।

প্রকৃতির অপূর্ব সৌন্দর্য নিয়ে আপনি আজকে খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে ভাই আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে দারুন লেগেছে। পাখিগুলোর ফটোগ্রাফি করেছেন মনে হচ্ছে যেন অসাধারণ ফটোগ্রাফি। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ফটোগ্রাফি গুলো আপনার কাছে দারুন লেগেছে জেনে অনেক খুশি হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে বেশ ভালো লাগে। মতামতের জন্য ধন্যবাদ আপনাকে

প্রাকৃতিক পরিবেশ থেকে ফটো ধারণ করতে আমিও খুবই পছন্দ করে থাকি। ঠিক তেমনি অসাধারণ সব ফটোগ্রাফি নিয়ে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেখে অনেক অনেক ভালো লেগেছে আমার। বিশেষ করে পাখির ফটোগ্রাফি টা তো অসাধারণ হয়েছে।

সুন্দর কোন মুহূর্ত ক্যামেরাবন্দি পড়ার মধ্যে আলাদা একটা প্রশান্তি কাজ করে। চেষ্টা করি প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য।

আসলে প্রকৃতির মাঝেই প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়। আপনি দেখছি প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করেছেন এবং প্রকৃতির কিছু সুন্দর দৃশ্য আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। বিশেষ করে আপনার তোলা পাখির দৃশ্য গুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনি খুবই সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছেন।

ঠিকই বলেছেন প্রকৃতির মাঝেই প্রকৃত সুখ খুঁজে পাওয়া সম্ভব। যদি প্রকৃতিকে ভালবাসতে পারা যায়

প্রকৃতির অপরুপ সৌন্দর্য কার না ভালো লাগে। আমার তো প্রকৃতির অপরুপ সৌন্দর্য দেখতে ভীষণ ভালো লাগে। গোধুলি লগ্নে নদীর পাড়ে না গেলেও সমুদ্রের পাড়ে গিয়েছি।সত্যি ওই সময়টাতে ভালো লাগা অনেকাংশে বৃদ্ধি পায়।আপনি প্রকৃতির বেশকিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন, যা সত্যিই অতুলনীয় লাগলো। পাখি,সবুজ প্রকৃতি, জেলের মাছ ধরা এসব তো বাংলার আসল সৌন্দর্য। এই সৌন্দর্যের কাছে বার বার ফিরে যেতে ইচ্ছে করে।চোখ দুটো দিয়ে এই বাংলার অপার সৌন্দর্য দেখতে চাই সব সময়।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

প্রকৃতি আমার খুব করে টানে। প্রকৃতির মধ্যে গেলে মন মানসিকতা ভালো হয়ে যায়। ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য

সবুজ প্রকৃতির মাঝে পাখি অসাধারণ একটা বিষয়। তবে একটা ব‍্যাপার বতর্মানে দোয়েল অনেক কম দেখা যায়। এটা বেশ অনাকাঙ্খিত কিন্তু। নদীর মাঝে জেলের মাছ ধরার দৃশ‍্যটা চমৎকার লাগছে ভাই। গোধূলি সন্ধ্যার ফটোগ্রাফি টাও বেশ অসাধারণ করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। ধন্যবাদ আমাদের সাথে আপনার অনূভুতি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

ঠিকই বলেছে জুয়েল পাখি এখন আর তেমন একটা দেখা যায় না। সব বিলুপ্তির পথে। ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

ভাই, আপনি এই পোস্টে প্রাকৃতিক সৌন্দর্যের বেশ কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম আমি। এই ফটোগ্রাফি গুলোর মধ্যে গোধূলি লগ্নের ফটোগ্রাফি এবং জেলেদের মাছ ধরার ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া আপনাদের বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল পাখি দেখতেও বেশ ভালো লাগছিল। যাইহোক, প্রত্যেকটি ফটোগ্রাফির সাথে অসাধারণ বর্ণনাও শেয়ার করেছেন যার ফলে এই ফটোগ্রাফি গুলোর সাথে সাথে এর বর্ণনাগুলো পড়তেও অনেক ভালো লাগছিল।