টার্গেট ডিসেম্বর সিজন-২ || ১৫ স্টিম পাওয়ার বৃদ্ধি।১০% লাজুক খ্যাকের জন্য।

in hive-129948 •  3 years ago 

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ১৯ জৈষ্ঠ্য | ১৪২৯ বঙ্গাব্দ |বৃহস্পতিবার|গ্রীষ্মকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


আমি আবার টার্গেট ডিসেম্বর এর সিজন -২ এর যাত্রা শুরু করলাম। ধন্যবাদ জানাতে চাই rex-sumon ভাইকে সে আবারও এই প্রতিযোগিতার আয়োজন করেছে।আমার নেক্সট টার্গেট ২০০০ স্টীম পাওয়ার বৃদ্ধি করা।


1650341952253-01.jpeg


Source



আজকে আমার পাওয়ার আপের ২২তম সপ্তাহ। আজকে আমি ১৫ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি।আমার টার্গেট ২০০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করা।


IMG_20220602_120700.jpg

IMG_20220602_120717.jpg

  • আমার ওয়ালেটে ৩৬.০১৩ স্টীম ছিল। সেটা থেকে ১৫ স্টীম পাওয়ার আপ করেছি।




IMG_20220602_120628.jpg


  • পাওয়ার আপের আগে এসপি ছিলো ১৩৩০.৯৭৯।

IMG_20220602_120749.jpg


  • পাওয়ার আপের পর মোট স্টীম-পাওয়ার হয়ছে ১৩৪৫.৯৭৯

আমার পরিকল্পনা ২০০০ স্টিম পাওয়ার।

পাওয়ার বৃদ্ধি মানে নিজের সক্ষমতা বৃদ্ধি। আমারা নিজে পাওয়ার বৃদ্ধি করবো অন্যকে বৃদ্ধি করতে উৎসাহিত করবো।


ধন্যবাদ সবাইকে

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

১৫ স্টিম পাওয়ার অফ করার মাধ্যমে আপনি সক্ষমতা আরও বৃদ্ধি করে নিলেন। আসলেই প্লাটফর্মে টিকে থাকার জন্য আমাদের পাওয়ার আপ করা অত্যন্ত জরুরি। এরই মধ্য দিয়ে আপনি ১৩৪৫ স্টিম পাওয়ার পৌঁছে গেলেন।

ঠিকই বলেছেন ভাইয়া স্টিমিট প্ল্যাটফর্মের টিকিট থাকার জন্য পাওয়ার বৃদ্ধির গুরুত্ব অপরিসীম।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

image.png

আশা করি এভাবে প্রতিনিয়ত আমাদের সাপোর্ট করে যাবেন।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট দেওয়ার জন্য।

ভাইয়া আপনি ১৫ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো। পাওয়ার আপ করা আমাদের প্রত্যেকের জন্য অনেক প্রয়োজনীয় একটি বিষয়। তাই আমাদের প্রতিনিয়ত পাওয়ার আপ করা প্রয়োজন । এভাবে আপনি পাওয়ার আপ করুন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

আপনি ঠিকই বলেছেন আপু পাওয়ার বৃদ্ধি করা প্রত্যেকের জন্য অনেক প্রয়োজনীয় একটি বিষয়।
সুগঠিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার পাওয়ার বৃদ্ধি করা পোস্ট দেখে ভীষণ ভালো লেগেছে। প্রতিনিয়তঃ পাওয়ার বৃদ্ধি করা আমাদের প্রয়োজন। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।

জি ভাইয়া এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে হলে পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম।
সুন্দর মতামতের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ।

পাওয়ার বৃদ্ধি করার একমাত্র লক্ষ্য হচ্ছে নিজের সক্ষমতা বৃদ্ধি করা আর তাই আপনি নিজে সক্ষমতা বৃদ্ধি করার জন্য 15 স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

আপনিও প্রতি সপ্তাহে পাওয়ার বৃদ্ধি করে থাকেন যা আমার কাছে বেশ ভালো লাগে।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনার পাওয়ার আপের এর পোস্ট দেখে খুবই ভালো লাগলো। দীর্ঘদিন কাজ করার লক্ষ্যে এবং নিজেদের সক্ষমতা বৃদ্ধির জন্য এই পাওয়ার আপের বিকল্প কিছু নেই। এভাবে ধারাবাহিকতা বজায় রাখলে আশা করি খুব শীঘ্রই আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।

ঠিকই বলেছেন আপু নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার বৃদ্ধির গুরুত্ব অপরিসীম।
আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্য দোয়া রইল আপনি যেন আপনার এই পাওয়ার আপের ধারাবাহিকতা রক্ষা করে খুব শীঘ্রই আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। শুভকামনা রইল আপনার জন্য।

জি ভাইয়া পাওয়ার বৃদ্ধি আমাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস।
যার মাধ্যমে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব।

আপনার পাওয়ার আপ পোস্ট দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি ১৫স্টিম পাওয়ার আপ করেছেন। পাওয়ার আপ করলে একাউন্টের সক্ষমতা বৃদ্ধি পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ পাওয়ার আপ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমার পাওয়ার বৃদ্ধি করার পোস্ট দেখে আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক খুশী হলাম।
সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আসলে আমাদের সকলেই সুমন ভাইকে ধন্যবাদ দেওয়া উচিত। ওনার প্রতিযোগিতার কারণে পাওয়ার আপের উৎসাহ আরো বেড়ে যায়। আপনি টার্গেট ডিসেম্বর সিজন ২ উপলক্ষ্যে ২০০০স্টিম টার্গেট করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য। আপনি যেন এভাবে আপনার টার্গেট এ পৌঁছে যেতে পারেন।

জ্বি আপু আমি চেষ্টা করি প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করতে।
ইনশাল্লাহ আমার লক্ষ্যে খুব দ্রুত পৌঁছে যাব।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনি পাওয়ার আপ করছেন এটা দেখে আসলে খুব ভালো লাগছে। যদি আপনি প্রতিনিয়ত ও এর ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আমার পাওয়ার বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব ইনশাল্লাহ।
আর দোয়া করবেন আমার লক্ষ্যে যেন খুব দ্রুতই পৌঁছাতে পারি।

একাউন্টঃ @md-razu
পাওয়ার বৃদ্ধিঃ = 1.12782%

টার্গেট ডিসেম্বর কে সামনে রেখে আপনি এই সপ্তাহে ১৫ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন দেখে খুবই ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।