শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত |[benificiary ১০% @shy-fox]|

in hive-129948 •  3 years ago 

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ১৩ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার| শরৎকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

সন্ধ্যার সময়ে সমুদ্র সৈকতের রুপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।আজ আপনাদের মাঝে সমুদ্র সৈকতের সন্ধ্যার রুপ নিয়ে আলোচনা করবো।আশাকরি আপনাদের ভালো লাগবে।


তাহলে চলুন শুরু করি

#১



1630114854672-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/improves.condition.conveys


খোলা সমুদ্রের দিকে তাকিয়ে আছে একটি ঝাউবন।দক্ষিণনের খোলা বাতাস ঝাউবন স্পর্শ করে যাচ্ছে পরম আবেশে।জন্ম থেকেই খোলা বাতাস গায়ে মেখে বড়ো হয়েছে ঝাউবন।ঝাউবনের মধ্য দিয়ে সমুদ্র দেখতে একটা আলাদা ভালোবাসা কাজ করে।সমুদ্রে আছড়ে ঢেউ আর ঝাউবনের মধ্যে বালুরাশি। এ যেনো দৃষ্টিনন্দন এক সৈকত।যাদের মন ভালে থাকে না। আমার বিশ্বাস সমুদ্র সৈকতে গেলে তারমন ভালো হয়ে যাবে।সবুজ সমীরনের দৃশ্যটি যেনো প্রকৃতি প্রেমের এক উদহারন।এই প্রেমময় দৃশ্যটির নাম শুভ সন্ধ্যা।

#২



1630114978316-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/immediate.segregate.feuds


বাবা মেয়ের খুন শুটি।বাবা নামটা শুনলেই একটা আবেগ কাজ করে।বাবা মানে হাজার স্মৃতি আমার ছোটোবেলা।এখন বড় হয়ে গেছি।কেনো যে বড় হলাম।ছোট থাকতে কতো ভালো ছিলাম।বাবার সাথে কতো জায়গা যে ঘুরতে গেছি তার আর হিসাব নাই।যেমন এই ছোট্ট মেয়েটি তার বাবার সাথে সমুদ্র সৈকতে হাঁটছে।কতো মজাই না করছে তারা।সমুদ্রের ঢেউ ছুঁয়ে যাচ্ছে বাবা মেয়ের পা।তার বাবা তাকে ইচ্ছা করে ধরছে না।কিন্তু মেয়ে ভাবছে সত্যি ধরতে পারছেন না।

#৩



1630115074498-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/hopes.unionists.runs


মূহুর্তের মধ্যে সমুদ্রের রুপ বদলে যায়।বিকেলে সমুদ্রের এক রুপ আর সন্ধ্যার সময়ে এক রুপ।সন্ধার সময়ে যখন সূর্য সমুদ্রের মাঝে ডুবে যায় আহ কি ফিলিংস।তা আপনাদের বলে বোঝানো যাবে নাহ।সমুদ্রে নীল জলের যেনো এক বিছানা।সমুদ্রে থেকে ঢেউ যেনে ভেঙ্গেচুরে নিঃশেষ করে ফেলবে।পশ্চিম আকাশে সূর্যের হাতছানি আর পায়ের নিচে বালুকণার সুড়সুড়ি। তার মধ্যে সমুদ্রের মৃদু ঠান্ডা বাতাস গায়ে লেগে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসলো।

#৪



1630115318355-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/nosedive.fuss.tilts


সমুদ্রের কাছে গেলে মন অনেক বড় হয়ে যায়।যেনো এক আলাদা অনুভুতি কাজ করে।নোনা জলরাশীর বেরিয়ে আসা হাওয়া গায়ে লাগে যেনো এক প্রশান্তির আভা গায়ে মেখে যায়।মূহুর্তের মধ্যে মানসিক এবং শারিরীক চাপ উরে গিয়ে মন ফুরফুরে হয়ে যায়।সেই জন্যে না সমুদ্র সৈকতে দেখা যায় হাজারো মানুষের আনাগোনা।এজন্যই সমুদ্র সৈকতে মানুষ ঘন্টার পর ঘন্টা সময় কাটায়।

#৫



1630115169408-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/packets.screeches.admire


ছোট ছেলে মেয়ে সমুদ্র সৈকতে গেলে তারা যে কি খুশি হয় তা না দেখলে বিশ্বাসই হতো না।তারা সমুদ্রের পানিতে ঝাঁপাঝাপি করে।বালি নিয়ে খেলা করে।তারা সমুদ্র সৈকতে বালি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে।কিন্তু সমুদ্রের ঢেউ তা নিমেষে নিঃশেষ করে দিয়ে যায়।তারা আবার তৈরি করে।হয়তো এটা করেই তারা মজা পায়।

#৬



1630115251660-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/permit.blackouts.reckon


সমুদ্রের বিশালতা দেখে কার না মন ভরে না।যতদূর চোখ যায় পানি আর পানি।কোথাও কিনারা নাই।সমুদ্রের ঢেউ আছড়ে পরছে তীরে।সমুদ্রের ঢেউ যখন পায়ের নিচ দিয়ে যায় বালিকণা পায়ের নিচ দিয়ে গেলে কি যে একটা অনুভুতি কাজ করে তা আর বলে বোঝানো যাবে না।

#৭



1630114888900-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/fussy.topical.rush



সমুদ্রের পাড়ে পাথরের উপর বসে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখলে মন ভরে যায়।সমুদ্রের বুকে যখন সূর্য অস্ত যায় হাতে এক কাপ কফি নিয়ে দারিয়ে দেখার যে কি একটা ফিলিংস। কেউ না দেখলে তা বুঝবে না।যখন সূর্য অর্ধেক পানির নিচে আর অর্ধেক উপরে মনে হচ্ছিলো পৃথিবীটা সৃষ্টিকর্তা কতো সুন্দর ভাবে সৃষ্টি করেছেন।

#৮



1630115013547-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/coveted.reliving.scratches


সন্ধাকালীন মুহূর্তে সমুদ্রের তীরে ঢেউয়ের সন্নিকট দিয়ে একটি পথ শিশু হেটে যাচ্ছে। সমুদ্রের ঢেউয়ের সাথে তীরে এসে জমা হয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক শামুক। এইসব পথ শিশুরা সামুদ্রিক শামুক গুলো সংগ্রহ করে নিয়ে যায়। তারা এই শামুক দিয়ে বিভিন্ন ধরনের মালা ও সৌন্দর্য মন্ডিত জিনিস তৈরি করে। সমুদ্র দেখতে আসা মানুষের কাছে আকর্ষণীয় করে তোলে। এটা তাদের জীবিকা নির্বাহে অনেকাংশ ভূমিকা রাখে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সমুদ্র সৈকতের ছবি গুলো চমৎকার হয়েছে ভাই।নজরকাড়া ফটোগ্রাফি।এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

প্রত‍্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। মনেই হচ্ছে না এগুলো ফোন দিয়ে তোলা। এই দৃশ‍্যগুলো দেখে সমুদ্র ভ্রমণের ইচ্ছাটা আমার জেগে উঠল।

আপনার ফটোগ্রাফি লেভেল উচ্চ মাপের। অসাধারণ কিছু ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ।

ধন্যবাদ ভাই

You have been upvoted by @sm-shagor A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.