||ঘরোয়া পদ্ধতিতে চুলের ঔষধ তৈরি||১০%@shy-fox এর জন্য

in hive-129948 •  last month 

Screenshot_20241027-202803_1.jpg

আমার বাংলা ব্লগের সকলসদস্যবিন্দু আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম ! আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে। আজ , রবিবার অক্টোবর ২৭/২০২৪


হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দু আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি। আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে চুলের ঔষধ তৈরি করা শেয়ার করব ।অনেকদিন হয়েছে চুলের তেমন একটা যত্ন নেওয়া হয় না ।চুলগুলো কেমন উস্ক হয়ে গিয়েছে ।যতগুলো তেল ব্যবহার করেছি সবগুলো তেল ব্যবহার করার পরেয় চুলগুলো উঠে যাচ্ছে। অনেক কিছু ব্যবহার করার পরও চুল ওঠা যেন বন্ধ হচ্ছে না। তাই ভাবলাম আমি ঘরোয়া পদ্ধতিতে কিছু ঔষধ তৈরি করে চুলে ব্যবহার করি ।তাহলে চুলগুলো হয়তো ওঠা বন্ধ হয়ে যাবে। এর আগে আমি প্রতিনিয়তই প্রতি সপ্তাহে একবার করে হলেও মেহেন্দির পাতা ও বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে মাথায় দিয়ে থাকতাম। কিন্তু এখন আর তেমন একটা দেওয়া হয় না। হয়তো সময়ের অভাবে ।ত্বকের যত্ন না নিয়ে যেমন ত্বক নষ্ট হয়ে যায়। তেমনি চুলের যত না নিলেও চুল নষ্ট হয়ে যায় ।চুলের তেমন একটা সৌন্দর্য থাকে না ।কিন্তু সপ্তাহে একবার করে ন্যাচারাল ওষুধগুলো ব্যবহার করলে চুলগুলো যেমন সিল্কি হয় তেমনি গুড়াগুলো শক্ত হয় ।দেখতে অনেক সুন্দর লাগে। খুব দ্রুত চুলগুলো বাড়ে। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ঘরোয়া পদ্ধতিতে চুলের ঔষধ তৈরি করা দেখে আসা যাক।

•••• ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণগুল••••

ক্রমিক নম্বরউপাদানপরিমাণ
মেহেন্দির পাতাপরিমাণমতো
পেঁয়াজ কুচিপরিমাণমতো
লেবুযেটুকু ইচ্ছে
ফটো-১


IMG_20241027_123444_477-01.jpeg

IMG_20241027_124146_861-01.jpeg




বাড়ির পাশে কাকিদের বাসায় মেহেন্দির গাছ আছে ।সেখান থেকে আমি অল্প পরিমাণ মেহেন্দি র পাতা পেরে এনেছি ।এবার আমি মেহেন্দির পাতার ভেতর ডাল থাকলে সেগুলো ফেলে দিব ।এবং পরিষ্কার করে বেছে নিব ।ছবিতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে বেছে নিবেন ।বেছে নেওয়ার পর পানি দিয়ে অনেক সুন্দর ভাবে ধুয়ে নিবেন তাহলে নোংরা থাকলে সেগুলো পরিষ্কার হয়ে যাবে ।
ফটো-২


IMG_20241027_123617_930-01.jpeg

IMG_20241027_123447_982-01.jpeg




এবার আমি মেহেন্দির পাতাগুলো পাটার সাহায্যে অনেক সুন্দর ভাবে বেটে নিব। আপনারা চাইলে বিলিন্ডারের সাহায্যে মেহেন্দি পাতা থেকে রস বের করে নিতে পারেন। বিলিন্ডার না থাকার কারণে আমি পাটার সাহায্যে মেহন্দির পাতা বেটে নিয়েছি। ।
ফটো-৩


IMG_20241027_130000_401-01.jpeg

IMG_20241027_130120_919-01.jpeg

IMG_20241027_130339_574-01.jpeg




এবার আমি দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি ।আপনারা এখানে দুইটার পরিবর্তে তিনটা পেঁয়াজ ব্যবহার করতে পারেন ।পেঁয়াজ দিলে চুল অনেক চিলকি হয় । আমি অনেক সুন্দর ভাবে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানো হয়ে গেলে ধুয়ে নিবো ।ধোয়া হয়ে গেলে পাটার সাহায্যে সুন্দরভাবে বেটে নিব। বাটা হয়ে গেলে বেটে রাখা মেহেন্দির পাতার ভেতর পেঁয়াজ বাটা দিয়ে অনেক সুন্দর ভাবে মাখিয়ে নিব ।
ফটো-৪


IMG_20241027_130708_131-01.jpeg

IMG_20241027_130742_623-01.jpeg



এবার আমি অল্প একটু লেবু নিয়ে নিয়েছি ।লেবু কম থাকার কারণে অল্প একটু নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণ লেবু নিতে পারেন ।লেবু দিলে চুলের গোড়া অনেক শক্ত মজবুত হয়ে থাকে। এছাড়াও মাথায় কোনরকম খুশকি থাকলে সেটা লেবুর রস দিলে সেরে যায় ।
ফটো-৫


IMG_20241027_130802_628-01.jpeg

IMG_20241027_132012_819.jpg




এবার আমি লেবুর রস, মেহেন্দি বাটা ,পেঁয়াজ বাটা একসঙ্গে মিশিয়ে নিব ।মেশানো হয়ে গেলে অনেক সুন্দর ভাবে অল্প একটু করে মাথায় দিতে পারেন। ছবিতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে মাথায় দিবেন ।তাহলে চুলগুলো অনেক লম্বা সিল্কি চুলের গোড়া মজবুত ও চুল ওঠা বন্ধ হয়ে যাবে। ।

🌹 ধন্যবাদ সবাইকে🌹

আশা করি আমার রুই মাছ রান্না আপনাদের ভালো লাগবে । আজকে এই পর্যন্ত শেষ করছি অন্য দিন নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।

ব্লগার@mdemaislam00
ব্লগিং ডিভাইসvivo y 12a
অনুবাদেমোছাঃ ইমা খাতুন
Screenshot_2024_0519_194135.jpg
আমার নাম মোছাঃ ইমা খাতুন। আমি একজন বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা ষোলটাকা, গাংনী মেহেরপুর। আমি বিভিন্ন ধরনের রেসিপি করতে অনেক পছন্দ করি এছাড়াও আমি লেখালেখি এবং ডাই পোস্ট করতে ভালোবাসি। আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকে এবং পাশাপাশি ব্লগিং করি এবং নিজের যোগ্যতাকে যোগ্য অবস্থান দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি মানুষ একদিন হয়তো থাকবে না কিন্তু মানুষের কর্ম সারা জীবন থেকে যাবে এই জন্য আমি কাজের ভিতরে আসল শান্তি খুঁজে পাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চুলের যত্ন করলে চুল ভালো থাকে। ছেলে মেয়ে উভয়েই যদি এরকম ভাবে চুলের যত্ন করে তাহলে খুবই উপকার হবে। আপু আপনি ঘরোয়া পদ্ধতিতে দারুণ একটি প্যাক তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। প্যাকটি ভালো লাগার জন্য।

কেমিকাল জাতীয় জিনিসগুলো থেকে ন্যাচারাল জিনিসগুলো অনেক বেশি উপকারী। সপ্তাহে একদিন ত্বকের জন্য কিংবা চুলের জন্য প্রাকৃতিক জিনিসগুলো আমাদের ব্যবহার করা উচিত। আপনি বেশ উপকারী একটা হেয়ার প্যাক আমাদের মাঝে শেয়ার করেছেন। মেহেদি পাতা এবং পেঁয়াজ দুটোই বেশ উপকারী। এত সুন্দর একটা হেয়ার প্যাক শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

ঠিক বলেছেন আপু কেমিকাল ফিনিশের চেয়ে ন্যাচারাল জিনিস অনেক উপকার।

দারুন একটি হেয়ার প্যাক তৈরি করে শেয়ার করেছেন আপু। আপনার পোস্টটি দেখে উপকৃত হলাম। প্রাকৃতিক জিনিস সব সময় আমাদের চুলের জন্য ভালো। কেমিক্যাল যুক্ত বিভিন্ন হেয়ার প্যাক ব্যবহার করার থেকে একটু কষ্ট করে প্রাকৃতিক জিনিসগুলো দিয়ে হেয়ার প্যাক তৈরি করে চুলে ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়। ধন্যবাদ আপু হেয়ার প্যাক তৈরির প্রত্যেকটি ধাপ আমাদের সাথে বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য।

মেহেদি পাতা পেঁয়াজ এবং লেবু চুলের জন্য খুবই উপকারী। তাই আমিও মাঝেমধ্যে এগুলো ব্যবহার করতাম এখন আর সেই সম্ভবও না বিভিন্ন ব্যস্ততার জন্য। তবে যাই হোক ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নেওয়ার বিষয়টা সবার মাঝে তুলে ধরতে দেখে ভালো লাগলো। হয়তো অনেকের অজানা রয়েছে এ বিষয়টা তাই পোস্ট দেখার মধ্য দিয়ে অনেক কিছু জানতে পারবে।

আমার খুব চুল পড়ে। মাখব এভাবে। মেহেন্দি পাতাই তো চিনি না৷

কী সুন্দর করে দেখালেন শেখালেন একটু যদি মাখিয়েও দিতেন। আমার খুব খুসকি হয়। কোন উপায় জানা আছে?

এই মেহেদী গুলো চুলের জন্য খুবই উপকারী। এর রস চুলের গোড়া শক্ত করে এবং চুল ঘন কালো করে। বাড়িতে থাকতে আমি প্রায়ই এমন মেহেদী চুলে নিতাম। কিন্তু এখন আর সেই সুযোগ হয় না। ভালো লাগল আপনার পোস্ট টা দেখে।।

ঘরোয়া পদ্ধতিতে চুলের ঔষধ তৈরি ইউনিক একটি পোস্ট উপহার দিয়েছেন। অনেকের চুল পড়ে। আপনার পোস্ট দেখে খুব সহজেই চুলে দেওয়ার পেস্ট তৈরি করতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু ইউনিক আইডিয়া গুলো তুলে ধরার জন্য।

Congratulations! - Your post has been upvoted through steemcurator06

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnznJFhDarJ9fLxNdiYx8HVPoEzcEA7kPcfbq7RG3ttNdbik32xD2rDTJzjDaPuWexei3DJmoHSkkXh7z9c.jpeg

Curated by : @fantvwiki - Selective Team

মাথার মধ্যে গাছের মেহেদি দিলে বেশ উপকার হয়। চুলের যত্ন করলে চুল ভালো থাকে। আপনি বেশ উপকারী একটা হেয়ার প্যাক আমাদের মাঝে শেয়ার করেছেন। ঘরোয়া পদ্ধতিতে এই ধরনের উপাদান বেশ উপকারী। ধন্যবাদ আপনাকে আপু।