প্রিয় আমার বাংলা ব্লগ পরিবার
আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে
আজ , বুধবার, নভেম্বর / ১৩ /২০২৪
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দু আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শীত সম্পর্কে কিছু কথা শেয়ার করতে এসেছি। গ্রীষ্মকালের পরে শীত চলে এলো ।শীতকাল আমার কাছে অনেক ভালো লাগে ।কেননা অল্প একটু ঠান্ডা অল্প একটু গরম। অনেকজনের কাছে আবার শীতকাল তেমন একটা ভালো লাগে না। কেননা শীতকালে বেশিরভাগই মানুষ অসুস্থ হয়। সর্দি কাশি ঠান্ডা লেগেই থাকে ।বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের অনেক ঝামেলা হয়ে থাকে। অতিরিক্ত ঠান্ডা পড়ার কারণে বাচ্চারা প্রতিনিয়ত অসুস্থ হয়েই থাকে ।শীতকালে আবার এত কুয়াশা হয় যে প্রায় ২-১ দিন ধরে রোদের মুখ দেখা যায় না। তখন চাষীদের অনেক ক্ষতি হয়ে যায় ।কেননা তারা তাদের কাজে না যাওয়ার কারণে সংসারে অনেক আর্থিক সমস্যা দেখা দেয়। অনেক সময় অনেকের বাড়িতে আবার ঠিকমতো চুলায় রান্নাও বসাতে পারে না।
শীতকালে সব থেকে আমার বেশি ভালো লাগে বসে বসে চা খেতে। কেননা শীতকালে বিস্কিট দিয়ে বসে বসে চা খাওয়ার মজাই আলাদা ।শীতকাল আসলেই যেন পোশাকের বাহার দেখা যায় ।যে দিকে তাকায় সেদিকে যেন নতুন নতুন সবাই অনেকগুলো পোশাক পড়ে আছে ।ছোট থেকে শুরু করে সকলেই টুপি বা মজা পড়ে থাকে। এগুলো পড়া অনেক ভালো কেননা এগুলো না পড়লে বেশিরভাগই মানুষ অসুস্থ হয়ে পড়বে। সব থেকে ছোটদের একটু বেশি খেয়াল রাখতে হয় ।কেননা তাদেরকে ঠিকমতো পোশাক না পড়ালে তাদের ঠান্ডা লেগে যায় ।সকালে যখন ঘুম থেকে উঠে হালকা একটু রোদ বের হয়, আর চেয়ারে বসে চা খাওয়া হয় আসলেই এই ব্যাপারটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। গ্রাম অঞ্চলের মানুষ তেমন একটা চা না খেলেও শহরে চায়ের প্রচলন অনেক । গ্রাম অঞ্চলে শীতকালে সকালবেলায় বেশিরভাগ দেখতে পাওয়া যায় দোকানে বসে বয়স্ক লোকদের চা খেতে।
শীতকাল আসলেই জনপ্রিয় পিঠা হলো চৈতল পিঠা বা ভাপা পিঠা। শীতকাল আসলেই নারিকেল তিল ও ডাল দিয়ে বিভিন্ন ধরনের পুলি পিঠা তৈরি করে সেগুলো পানিতে সিদ্ধ করে খাওয়া হয় ।এই পিঠা খেতে আমার অনেক ভালো লাগে। কেননা এই পিঠাগুলো তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। আমাদের গ্রাম অঞ্চলে এ পিঠাগুলো অনেক জনপ্রিয় ।শীতকাল আসলেই পিঠাগুলো বানানোর যেন ধুম পড়ে। শহরে দেখতে পাওয়া যায় শীতের সকালবেলায় রাস্তার পাশে চৈতল পিঠা বানিয়ে বিক্রি করে। এগুলো খেজুরের গুড় দিয়ে খেতে অনেক ভালো লাগে। অনেকে আবার ধুপি বানিয়েও সেগুলো বিক্রি করে থাকে। যখন আমরা সকালবেলায় প্রাইভেট পড়তে যেতাম তখন দেখতে পেলাম রাস্তার পাশে একটা বয়স্ক ভদ্র দাদী চৈতল পিঠা বা ধুপি বানিয়ে সেগুলো বিক্রয় করতো। শীতকাল আসলেই পুরো দিনের সে কথাগুলো আবারো মনে পড়ে যায়। একসাথে বসে আগুন পোহানো খই মুড়ি খাওয়া। একসাথে বসে আগুন পোহাতে পোহাতে গল্প করা ।এই সব কিছু যেন শীতকালের সাথে জড়িয়ে আছে । শীতকালের কথাগুলো আশা করি ভালো লেগেছে? কতটা ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন?
🌹 ধন্যবাদ সবাইকে🌹
ব্লগার | @mdemaislam00 |
---|---|
ব্লগিং ডিভাইস | infinix note 11pro |
অনুবাদে | মোছাঃ ইমা খাতুন |
শ্রেণী | ক্রিটিভ রাইটিং |
দেখতে দেখতে আমাদের মাঝে শীত চলে এসেছে। শীতের আমেজ প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে। শীতের সময় চা খেতে আমার কাছে খুব ভালো লাগে। পরিবারের সঙ্গে গরম গরম ভাপা পিঠা খেতে অনেক সুস্বাদু হয়। সে সঙ্গে খেজুরের রস দিয়ে বিভিন্ন রকমের নকশি পিঠ খাওয়ার মজাই আলাদা। তাছাড়া বিভিন্ন শাকসবজি খাবারের রুটিনের সব সময় পাওয়া যায়। শীত নিয়ে চমৎকার অনুভূতি শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ আপু আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীত মানে খেজুরের রস আর শীতকাল আসলেই খেজুরের রসের সাথে বিভিন্ন ধরনের পিঠা ভেজানো হয়। এ সময়টা অনেক দারুন লাগে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম দেখতে দেখতে শীত চলে আসলো। আর এই মুহূর্তে গরম কাপড়ের পাশাপাশি বিভিন্ন পিঠার আয়োজন সৃষ্টি হয় গ্রামে গ্রামে। আর খেজুরের রসের কথা কি বলবো প্রতিনিয়ত মানুষ দূরে ছুটে চলে খেজুরের রসের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু শীতকালে পিঠার আয়োজন সৃষ্টি হয় গ্রামে গ্রামে। শীতকালে যেন চারিদিকে পিঠার উৎসব বসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু শীতের সকালে রোদে বসে গরম গরম চায়ের সাথে বিস্কুট খেতে ভীষণ ভালো লাগে। শীতকালে সব ধরনের খাবার খেয়ে ভীষন আরাম এবং সব থেকে বেশি ভালো লাগে ঘুমিয়ে। বাহিরে অনেক শীত পড়বে আর লেপের মধ্যে শুয়ে আরামে ঘুম বেশ মজার একটা বিষয়। শীতের আগমন নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপু চায়ের সাথে বিস্কিট খাওয়ার মজাই আলাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে শীত চলে আসলো৷ একই সাথে এই শীতের যে আমেজ রয়েছে তা একেবারে অন্য ধরনের৷ শীতের সময় চা খেতে যে ভালোলাগা কাজ করে তা একেবারে অসাধারণ৷ যেভাবে আপনি আজকের এই মুহূর্ত শেয়ার করেছেন সেগুলো বেশ অসাধারণ হয়ে থাকে৷ আজকে আপনি সেরকম একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো৷ ধন্যবাদ এই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া শীতকালে চা খেতে অনেক ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছয়টি ঋতুর মধ্যে শীতকাল আমার বেশ পছন্দের। বিশেষ করে শীতকালের পিঠা গুলি খেতে আমার ভীষণ ভালো লাগে। সত্যি দেখতে দেখতে শীত চলেই আসলো। এখন পিটা পুলি খাওয়ার ধুম পড়ে যাবে। ধন্যবাদ আপু শীতকালের কিছু বৈশিষ্ট্য তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit