||শিলা বৃষ্টি||১০%@shy-fox এর জন্য

in hive-129948 •  3 months ago  (edited)
আমার বাংলা ব্লগের সকলসদস্যবিন্দু আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম ! আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে। আজ , বুধবার নভেম্বর ০৭/২০২৪

সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট করছি। আজকে আমি যেই ব্লকটি পাবলিশ করব এই ব্লকের বিষয় হচ্ছে আমাদের দেশের আবহাওয়া এবং বর্তমান পরিস্থিতি। আমরা সবাই জানি যে বর্তমানে ঊর্ধ্বগতির কারণে প্রত্যেকটি জিনিসের দাম প্রায়ই আকাশছোয়া হয়ে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে বন্যার পানি এবং আবহাওয়ার পরিবর্তন এর ফলে আমাদের দেশে অনেক জায়গাতেই তেমন একটা শাকসবজি উৎপাদন হচ্ছে না‌। এবং যা হচ্ছে তা নষ্ট হয়ে যাচ্ছেতবে বর্তমানে কিছুদিন হলো একটু হাতের নাগালে এসেছে এখন কিছু একটু কেনা যায় কিন্তু কয়েকদিন আগে এর পরিস্থিতিরা পুরোটাই উল্টো ছিল। কারণ মানুষ চার পাঁচশ টাকায় তাদের বাজারের ব্যাগ ভরে তুলতে পারত না এবং তেমন একটা ভালোমতো খাবারও খেতে পারত না তবে একটা বিষয় জেনে খারাপ লাগছে সেটা হচ্ছে গত দুইদিন আগে আমাদের এদিকে সেই একটা শিলাবৃষ্টি শুরু হয়েছে।

1000004855.webp

source

আর আপনাদের যাদের কৃষিকাজ সম্পর্কে ভালো একটা নলেজ রয়েছে তারা হয়তো বা জেনে থাকবেন যে শিলাবৃষ্টি কৃষিক ফসলের জন্য অনেক বেশি ক্ষতিকারক কারণ শিলাবীতির ফলে অনেক ফসল নষ্ট হয়ে যায় যেমন গাছে যদি ধান থাকে তাহলে সে ধানগুলো ঝরে যায় এছাড়াও যদি শাকসবজি থাকে সে শাকসবজিগুলো নষ্ট হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে কম ফলনের কারণে কৃষকেরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে এদিক থেকে যেমন কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবে অন্য দিক থেকে যারা ক্রেতা রয়েছে তারাও অনেক বেশি দরে এই শাক-সবজি গুলো ক্রয় করতে বাধ্য হবে কারণ বাজারে যখন এই শাক সবজির ভারসাম্য হারিয়ে যাবে তখন বাজারটা আসলেই মানুষের নাগালের বাইরে চলে যাবে। তখন যারা অসহায় এবং দরিদ্র রয়েছে তাদের জন্য একটা অভিশাপ নেমে আসবে। আমি একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে প্রতিনিয়তই আমাদের যেরকম আবহাওয়া পরিবর্তন হচ্ছে তেমনি ভাবে আমাদের দেশের উপরে কেমন একটা বিপর্যয় নেমে আসে।

1000004856.webp

source

এটা বললাম কারণ হচ্ছে গত দুই বছর আগে আমাদের বাংলাদেশে যে কি পরিমাণ একটা গরম পড়েছিল আপনারা সবাই হয়তোবা এর সম্পর্কে অবগত আছেন। যে মনে হয়েছিল যে বাংলাদেশ একেবারে মরুভূমি হয়ে গেছে এবং সৌদি আরবে অনেক সময় বৃষ্টি হচ্ছে তবে বাংলাদেশের কোন বৃষ্টির ফোটাও দেখা যাচ্ছিল না শুধু চারিদিকে ধুধু ধুলা এবং মানুষের আর্তনাত। তবে অনেক মানুষ রয়েছে যারা সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি প্রার্থনা করেছিল এবং অনেক ভাবেই মহান আল্লাহ তাদের কাছে দোয়া করেছিল যেন খুব দ্রুত আমাদের উপরে থেকে এই আজাব তুলে নেন এবং যেন খুব দ্রুতই বৃষ্টি চলে আসে। তো একটা পর্যায়ে পড়ে আমাদের বৃষ্টি সৃষ্টিকর্তা দান করে এবং আমাদের ফসল আবার সুন্দরভাবে ফুলে-ফেপে উঠে। তো যাই হোক এ বিষয়গুলো আমি আজকের এবং গত কিছুদিনের আবহাওয়া করে বুঝতে পারলাম। আমাদের এদিকে মৎস্য চাষের উপর অনেক ভালো একটা উদ্যোগ নেওয়া হয় এমনকি আমাদের নিজেদেরও অনেকগুলো মাছের পুকুর রয়েছে সেখানে আমরা মাছ চাষ করার মাধ্যমে আমাদের জীবিকা আমরা চালিত করে থাকি।

1000004857.webp

source

মাছ চাষ কিন্তু অনেক ভালো একটি লাভবান চাষ অর্থাৎ এই ব্যবসাতে লসের পরিমাণ অনেক কম যদি আপনি সঠিকভাবে মত চাষ করতে পারেন। আর যদি আপনার অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনি এই সেক্টরে আসলে প্রথম অবস্থায় ক্ষতিগ্রস্ত হবেন বলে আমার মনে হয় তাই সবকিছু করার আগেই আমাদের ভালোমতো এক্সপেরিয়েন্স নেওয়া উচিত তাহলেই আমরা সেই কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। তো আবার মূল বক্তব্যে ফিরে আসা যাক যেহেতু আবহাওয়া নিয়ে কথা বলছিলাম তাই আমার মনে হচ্ছে এই শিলাবৃষ্টির কারণে আমাদের বাংলাদেশের উপরে আবারও একটি ক্ষতির প্রভাব নেমে আসবে বলে আমার মনে হয়। যদিও এটি বাংলাদেশের সবখানে নাই তবে যেই যেই জায়গাতে শিলা বৃষ্টি পরিমান ও সবচেয়ে বেশি হয়েছে সে জায়গাগুলো ‌ টেকটিকাল ভাবে চিন্তা করলে আসলেই ক্ষতিগ্রস্ত হয়েছে তো যাই হোক এটাই ছিল আমার মূল বক্তব্য এবং আমার ব্যক্তিগত মতামত। আশা করি এই জিনিসগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে এবং আমরা আমাদের সোনার বাংলাদেশ আবারো সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারব তবে যাই হোক ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ে উপভোগ করার জন্য।

🌹 ধন্যবাদ সবাইকে🌹

আশা করি আমার কথা গুলো আপনাদের ভালো লাগবে । আজকে এই পর্যন্ত শেষ করছি অন্য দিন নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।

ব্লগার@mdemaislam00
ব্লগিং ডিভাইসinfinix note 11pro
অনুবাদেমোছাঃ ইমা খাতুন
Screenshot_2024_0519_194135.jpg
আমার নাম মোছাঃ ইমা খাতুন। আমি একজন বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা ষোলটাকা, গাংনী মেহেরপুর। আমি বিভিন্ন ধরনের রেসিপি করতে অনেক পছন্দ করি এছাড়াও আমি লেখালেখি এবং ডাই পোস্ট করতে ভালোবাসি। আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকে এবং পাশাপাশি ব্লগিং করি এবং নিজের যোগ্যতাকে যোগ্য অবস্থান দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি মানুষ একদিন হয়তো থাকবে না কিন্তু মানুষের কর্ম সারা জীবন থেকে যাবে এই জন্য আমি কাজের ভিতরে আসল শান্তি খুঁজে পাই।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

এই গরমের সমস্যাটা পশ্চিমবঙ্গের হয়েছে। সব জায়গার আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে। তবে শিলা বৃষ্টি হলে সত্যিই সব ফসল নষ্ট হয়ে যায়। আর জিনিসপত্রের দাম অগাধ বেড়ে যায়। তবে সবজির এমনিতেই এত দাম যে ভালো করে কেনাকাটি করাই যাচ্ছে না। সত্যিই বড় সমস্যার মধ্যে রয়েছে মধ্যবিত্ত বাঙালি।