আস সালামু আলাইকুম!!
আমি মো হুমায়ুন কবির, আমি আমার গ্রামের সৌন্দর্য্ সম্পর্কে কিছু বলবো।
আমাদের গ্রামের নাম সাঙ্গিশ্বর, এটি অবস্থিত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত চিওড়া ইউনিয়নের একটা গ্রাম।এটি অবস্থিত ডাকাতিয়া নদীর পাশে।
মনে হচ্ছে এই যে কয়দিন আগের ঘটনা!! ডাকাতিয়া নদীতে ঘুড়েবেড়ানো দিন।বন্ধুরা মিলে সাতাঁর কাটা।
সাপলা ফুল তুলে আনা। মানুষের নৌকা নিয়ে ঘুড়াঘুড়ি যখন মালিক না থাকতো নিয়ে যেতাম আবার চুপি চুপি রেখে যেতাম মালিক আসার আগে।
সবুজে সমারহ এই গ্রাম
দেখলেই যেন মন ভরে যায়। বার বার ফিরে যেতে মন চায় সে ধান ক্ষেত দেখলে। সেই ছোট বেলার কথা। সারাদিন কেটে যেত ধান ক্ষেতে দোড়ানে খেলা করে বেড়ানো। সকাল হলে বাবার সাথে চলে যেতাম ধান রোপন করতে। বাবার সাথে ক্ষেত চাষাবাদ করা, পাখি তাড়ানোর জন্য কাকতাড়ুয়া বসানো। দিন শেষে বাবার সাথে আবার ঘরে ফেরা। আবার ধান বড় হয়ে গেলে ধান কেটে ঘড়ে নেওয়া। কত যে সুন্দর ছিল ছোট বেলাগুলা। এখন পাওয়া যায়না এমন আনন্দ।
উপর থেকে আমাদের সেই স্কুল আর গ্রাম কে দেখলে মনটা জড়িয়ে যায়। সব বন্ধুরা একসাথে মিলে বিদ্যালয়ে যাওয়া ।
স্কুলে গিয়ে সবার শেষ টেবিলে বসা। টেবিলে নিজের নামের সাথে অন্যের নাম যোগ করে লিখা। স্যার আসলে মাথা নিছের দিকে রাখতাম যেন আমাদের না দেখে।
বিদ্যালয়ে অনেক মজা করতাম আর বিশেষ করে যেদিন পড়া পারতাম সেদিন স্যার পড়া নিত না কিন্ত যেদিন পারতাম না সেদিন স্যার এর মন না ভরা পর্যন্ত মারতো কিযে কষ্ট লাগতো।
প্রতিদিন বিকাল বেলায় হাটতে যাই মাঠে যখন বেশি মন খারাপ হয় চলে যাই । বিকালের পরিবেশ মন ভালো করে দেয়। শীতল করা বাতাস। গ্রামের মেঠো পথের বৈচিত্রতা সবাইকে মুগ্ধ করে।
অতএব আজকে এই পর্যন্ত। জানিনা কেমন হইছে। যদি কোন ভূল ভ্রান্তি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। লিখার ভুল হলে কমেন্ট করে জানিয়ে দিবেন শুদ্ধ করে নিব। ইনশাহআল্লাহ।
আল্লাহ সবাইকে ভালো রাখুন।
আল্লাহ হাফেজ
আপনার পোস্ট অনেক সুন্দর হয়েছে, তবে
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
আরও কিছু জানতে
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW
নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit