হ্যালো......
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdintiaz
আজ বুধবার,জানুয়ারি ১২/২০২২
আসশালামু আলাইকুম, আমার বাংলা ব্লগ এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে আলু,কলা ও তেলাপিয়া মাছ রান্নার রেসিপি উপস্থাপন করবো। চলুন শুরু করা যাক।
সর্বশেষ মূল ছবি
ধাপ-১
প্রথমে কলা কেটে গরম পানির মধ্যে রাখা হলো।
ধাপ-২
এবার আলু কেটে একটি পাত্রে রাখা হলো।
ধাপ-৩
তেলাপিয়া আকড়ো মাছ নেওয়া হলো।
ধাপ-৪
এবাল তেলাপিয়া মাছ কেটে নেওয়া হলো।
ধাপ-৫
এবার তেলাপিয়া মাছ ভাজার জন্য হলুদ দিয়ে মাখিয়ে নিলাম।
ধাপ-৬
আমরা জানি কলাতে কস থাকে। তাই কস দুর করার জন্য হলুদ, লবণ ও গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি।
ধাপ-৭
এবার কলা ও আলু ধোয়া হয়ে গেলে একটি পাত্রে রাখলাম।
ধাপ-৮
এবার পিয়াজ কুচি কুচি করে কেটে নিলাম।
ধাপ-৯
এবার চুলার উপর কড়াই দিলাম গরম করার জন্য।
ধাপ-১০
কড়াই গরম করা হলে তেল দিয়ে দিলাম।
ধাপ-১১
এবার মাছ ভাজার জন্য মাছগুলো তেলের ভেতরে দিয়ে দিলাম।
ধাপ-১২
মাছ ভাজা হয়ে গেলে একটি পাত্রে রাখলাম।
ধাপ-১৩
এবার কুচি করা পেয়াজগুলো কড়ায়ের তেতরে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য।
ধাপ-১৪
পেয়াজ কুচি ভাজা হয়ে গেলে এর ভেতরে ঝালের গুড়া, ধনিয়ার গুড়া ও লবণ দিয়ে নিলাম।
ধাপ-১৫
এবার আমি কলা ও আলু দিয়ে দিলাম। এই আলু ও কলা কশানোর জন্য ৫ মিনিট নাড়াচাড়া করলাম।
ধাপ-১৬
কলা ও আলু কশানো হয়ে গেলে পানি দিয়ে দিলাম এবং তার মধ্যে তেলাপিয়া মাছ ছেড়ে দিলাম রান্না করার জন্য।
ধাপ-১৭
এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যাতে করে ভাপ বেরুতে না পারে ও তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এভাবে ৫ মিনিট রাখা হলো।
ধাপ-১৮
সর্বশেষে রান্না হয়ে গেলে একটি পাত্রে লাখলাম। এবার এই কলা, আলু ও মাছে রেসিপিটি খাওয়ার উপযোগী হয়ে গেছে। এভাবে আমি আমার রান্নাটি শেষ করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আমার রেসিপিটি পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কলা,আলু আর তেলাপিয়া মাছ দিয়ে অসাধারণ একটা রেসিপি তৈরি করেছেন।কলা দিয়ে তেলাপিয়ে মাছ কখনো খাওয়া হয় নাই।ধন্যবাদ আপনাকে এই রকম একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কলা আলু তেলাপিয়া মাছের রেসিপি টি বেশ সুস্বাদু মনে হচ্ছে । এটি হচ্ছে একটি শীতকালীন রেসিপি আপনি চমৎকার একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন । এসব রেসিপি শীতকালে খেতে খুবই মজাদার লাগে । আপনি রেসিপিটি দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কলা এবং আলু দুইটিই আমার অত্যন্ত পছন্দের খাবার।কিন্তু মনে হচ্ছে আপনার রান্নায় হলুদ দেয়া হয়নি ঠিকমত। কেমন যেন চাইনিজদের মতো রান্না হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit