হ্যাল......
আমার প্রিয় স্টিমিট বন্ধরা,
আমি বাংলাদেশ থেকে @mdintiaz
আজ মঙ্গলবার, জানুয়ারী ১৮/২০২২
আসসালামু আলাইকুম, আমার বাংলা ব্লগ এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগণ, আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে পুলি পিঠা তৈরির রেসিপি তুলে ধরবো। চলুন শুরু করা যাক।
সর্বশেষে মূল ছবি
ধাপ-১
প্রথমে একটি ফাকা গামলা নিলাম। তার ভিতরে লবণ ও পানি দিয়ে নিলাম।
ধাপ-২
এবার গামলার মধ্যে চাউলের আটা ঢেলে নিলাম।
ধাপ-৩
এবার আটা ভালভাবে ছেনে নিলাম।
ধাপ-৪
এবার ছেনা আটা দিয়ে রুটি বানিয়ে নিলাম।
ধাপ-৫
এবার রুটিটিকে ইস্টেলের গিলাস দিয়ে গোল করে কেটে নিলাম।
ধাপ-৬
এবার গোল করা আটার মধ্যে নারকেল কাড়া মাঝখানে দিয়ে দিলাম।
ধাপ-৭
এবার নাকেলের কাড়া দিয়ে গোল করা আটা পিঠা বানিয়ে নিলাম।
ধাপ-৮
এবার একটি কড়াই নিলাম এবং কড়ায়ের মধ্যে তেল দিয়ে দিলাম।
ধাপ-৯
এবার তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। তেলের মধ্যে ৫ মিনিট ধরে নাড়াচাড়া করলাম পিঠা ভাজার জন্য।
ধাপ-১০
এবার আপনারা দেখতে পাচ্ছেন পিঠা ভাজা হয়ে গেছে। পিঠা ভাজা হয়ে গেলে এটি একটি পাত্রে রাখলাম। এখন এটি খাওয়ার উপযোগী হয়ে গেছে।
পুলি পিঠা ওয়াও!!!
আমার খুব পছন্দের।।
দেখতে খুব লোভনীয় দেখাচ্ছে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে।।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit