নুডলস তৈরির রেসিপি// @ shy-fox 10% beneficiary 💗

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম

আজ রোজ সোমবার, ২৪ ই জানুয়ারি ২০২২।

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো ও সুস্থ আছি। আশা করি আপনারাও অনেক ভাল ও সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে নুডলস তৈরির রেসিপি শেয়ার করবো।
GridArt_20220124_164356240.jpg



উপকরণ সমূহ

১।নুডলস
২।সয়াবিন তৈল
৩।পেঁয়াজ কুঁচি
৪।মরিচ কুঁচি
৫।টমেটো
৬।গাজর
৭।লবন
৮।ডিম
৯।মসলা
১০।পানি
১১।টমেটো সস



প্রস্তুত প্রণালী

ধাপ-১ঃ

প্রথমে চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিই।কিছুক্ষণ গরম করি।
IMG_20220114_162845.jpg

ধাপ -২

গরম হলে সয়াবিন তেল ঢেলে আর ও কিছুক্ষণ গরম করি।
IMG_20220114_162851.jpg

ধাপ-৩

এবার পেঁয়াজ কুঁচি ও মরিচ কাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিই।

IMG_20220114_162920.jpg

ধাপ-৪

এবার গাজর কুঁচি ও টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করি।

IMG_20220114_162936.jpg

IMG_20220114_163039.jpg

ধাপ-৫

এবার পরিমান মতো লবন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই।

IMG_20220114_163108.jpg

ধাপ-৬

ভাজা অংশ এক সাইডে রাখি আর এক সাইডে দুইটা ডিম ভেঙে দেই।

IMG_20220114_163512.jpg

ধাপ-৭

ডিম ভালোভাবে ভেজে ছোট ছোট টুকরা করে ভালোভাবে একসাথে মিশিয়ে দিই।
IMG_20220114_163552.jpg

ধাপ-৮

এবার নুডলস ভেঙ্গে দিই এবং পরিমাণ মতো পানি দিই।
IMG_20220114_163612.jpg

IMG_20220114_163635.jpg

ধাপ-৯

কিছুক্ষণ রেখে দিই। এবার টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ রেখে দিই।

IMG_20220114_164123.jpg

ধাপ-১০

এভাবে তৈরি হয়ে গেল নুডলস। এবার একটি পাত্রে রেখে তা পরিবেশন করি।

IMG_20220114_164615.jpg
IMG_20220114_164922.jpg
আশা করি আপনাদের সবার ভাল লেগেছে
আজকের মতো এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।
নতুন কিছু নিয়ে পরবর্তীতে দেখা হবে।সবার সুস্থতা কামনা করছি।
ইতি-
@mdjubaar

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
ভাইয়া অনেক সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। লুডুস আমারও খেতে বেশি ভালো লাগে। এই রেসিপি হলো সকাল বিকাল সন্ধ্যা যেকোনো টাইমে একটি নাস্তা। রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। আর ভাইয়া আপনি অনেক সুন্দর করে লুডুস তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য।

আপনার যত্নসহকারে তৈরি করা নুডুলস রেসিপি টা বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। যা দেখে জিভে জল এসে গেল আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

দোয়া করবেন ভাইয়া আরও নতুন কিছু যাতে আপনাদের দিতে পারি।

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

নুডুলস আমার অনেক প্রিয় একটি খাবার ।কিছুদিন আগেই নুডুলস এর রেসিপি বাড়িতে রান্না করেছিলাম খেতে খুবই সুস্বাদু ছিল। আমি সময় পেলে মাঝে মধ্যেই লুডুস রান্না করে খাই কেননা এটি খেলে মুড ভালো হয়ে যায়। আপনার নুডুলস রান্নার রেসিপিটি দেখে খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে এমন সুস্বাদু একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

নুডুলস রেসিপি দেখলেই খেতে মন চায়। কারণ নাস্তা হিসেবে অনেক প্রিয় একটি খাবার। আপনিতো নুডুলস তৈরি করলেন আবার তা খাচ্ছেন সেটিও আমাদের সাথে শেয়ার করলেন। নুডুলস রেসিপি খুবই অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন। আমাদের মাঝে এত সুন্দর নুডুলস রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

গাজর আর ডিমের মিশ্রণের সুন্দর একটি নুডুলস এর রেসিপি আপনি প্রস্তুত করেছেন দেখে লোভ হচ্ছে খাওয়ার জন্য মনে হচ্ছে খেতে ভারি মজা হবে কারণ নুডুলস আমার খুবই প্রিয় সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

আপনার নুডুলস রান্নার রেসিপি টা অনেক সুন্দর হয়েছে। বেশ কয়েকটি ধাপ এর মাধ্যমে রান্নার প্রণালী টি অনেক সুন্দর করে বিস্তারিত দেখিয়েছেন। এত সুন্দর করে রেসিপিটি উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

আপনাকে ও ধন্যবাদ।আপনার জন্য ও শুভকামনা রইল।

নুডলস আমার খুবই পছন্দের একটি খাবার। আপনার রান্না দেখে মনে হচ্ছে খেতে ও অনেক মজা হয়েছে। এরপর থেকে উপকরণের সঙ্গে পরিমাণ ও দেয়ার চেষ্টা করবেন। আপনার ছবি গুলোতে আলোর পরিমান কম হয়েছে। এরপর থেকে এই ব্যাপারে যত্নবান হবেন। ধন্যবাদ আপনাকে।

আমাকে সুন্দর উপদেশ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।