হাই, আমার নাম মোঃ নজরুল ইসলাম। আমার পিতার নাম মোঃ জয়নাল আবেদীন। আমার মাতার নাম নাছিমা বেগম। আমার বয়স 34 বছর।
আমি মধুপুর সরকারী কলেজ থেকে বি.এস.এস পাশ করেছি। আমার বিষয় ছিল সমাজবিজ্ঞান। আমাদের এই কলেজ বাংলাদেশের টাংগাইল জেলার মধ্যে অন্যতম একটি কলেজ। এখানকার পরিবেশ খুবই সুন্দর। শিক্ষকরা খুব ভালো পড়া-শুনা করায়। এই কলেজের আমার সবচেয়ে প্রিয় স্যার হলেন মোঃ সাইদুর রহমান, প্রভাষক (অর্থনীতি)। তিনি খুব নমনীয়, জ্ঞানী, বিজ্ঞ, মেধাবী একজ ব্যক্তি।
আমার পরিবারে 4 জন সদস্য। আমার বাবা। সে হয় একজন কৃষক। আমার মা সে হয় একজন গৃহিনী। আমার ছোট বোন। তার নাম জান্নাতী। তার বয়স 13 বছর। সে কুড়ালিয়া বি.কে উচ্চ বিদ্যালয়ে সপ্তম শেণিতে পড়ে। সে একজন মেধাবী স্টুডেন্ট।
আমার পেশা : আমি একজন সহকারী শিক্ষক। আমার স্কুলের নাম পীরগাছা সেন্ট পৌলস হাই স্কুল। আমার স্কুলে আমার সহকর্মীরা আমার সাথে বন্ধুসুলভ আচরন করে এবং শিক্ষার্থীরা আমাকে খুব সম্মান করে। আমিও তাদের সাথে বন্ধু সুলভ আচরন করি। আমার বিদ্যালয়ের সহকর্মীরা আমার সকল কাজে সহায়তা করে এবং শিক্ষার্থীরা।
আমি ভ্রমন, ফুটবল, ভলিবল, ক্রিকেট খেলতে প্রছন্দ করি। তাছাড়া আমার সবচেয়ে প্রিয় শখ হচ্ছে বাগান করা। আমার বাড়ির সামনে আমি বাগান করেছি। সেখানে পুষ্টিকর ফলের গাছ ও বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে।
আমি আমার জীবনের সফলতা আনার জন্য অনেক কিছু করি। যেমন সকালে ঘুম থেকে ওঠে হাত-মুখ ধুয়ে সকালের নাস্তা খাই। তারপর সকালে অফিসে যাওয়ার আগে অফিসের কাগজপত্র ও হাতের কাজ গুলি করি। তারপর সকাল 9 টায় অফিসে যাওয়ার জন্য রওনা হই। আমি মটর সাইকেল করে অফিসে যাই। অফিসে দুপুরে বাড়ি হতে টিপিন নিয়ে যাই সে খাবার দুপুরে খাই । টিফিনের আবার ক্লাস শুরু হয় বিকাল 4 টায় ছুটি হয়। ছুটির পর বাড়িতে আসার পর একটু বিশ্রাম নিয়ে বিকেলে বেড়াতে বের হই। বন্ধুদের সাথে বিকেলে একটু ঘুরাঘুরি কর । প্রতি শুক্রবার, শনিবার অফিস বন্ধ থাকে। বন্ধের দিনে পরিবার সকল সদস্যকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। আমাদের বাড়ি থেকে 20 কি.মি. দূরে আলাউদ্দিন পার্ক আছে আমরা সেখানে বেড়াতে যাই। পার্কের পরিবেশ খুবই সুন্দর। আমরা সেখানে অনেক আনন্দ করি। বেড়ানোর শেষে আমরা বড় হোটেলে গিয়ে খাবাই খাই। তারপর খাবার শেষ করে বাড়ি চলে আসি।
আমি আমার মা-বাবার বড় সন্তান। তাই পরিবারের অনেক দায়িত্ব আমার উপরে। আমাকে বিভিন্ন কাজ করতে হয়। চাকুরির পাশাপাশি আমি টিউশনী করি। তাই আমাকে সব সময় ব্যস্ত থাকতে হয়। আমার অফিসের কাজের পাশাপাশি আমি কিছু ছেলে-মেয়েকে পড়াতে যাই। আমাকে পরিবারের সদস্যদের বাইরেও বিভিন্ন লোকের সাথে যোগাযোগ রাখতে হয়। বাইরের লোকের সাথে সাথে পরিবারের আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ রাখতে হয়।
আমি এই প্লাটফরম সম্পর্কে আমার বড় ভাই @mabedin.mac এর মাধ্যমে জানতে পেরেছি। সে অনেক দিন যাবত কাজ করতেছে। আমি এখানে কাজ করতে আগ্রহী এবং সবার সহযোগীতা চাই। এছাড়া আমি অনলাইনে বিভিন্ন ভিডিও সাইট এবং ইউটিউব থেকে এই সাইট সম্পর্কে জানতে পেরেছি।
পরিশেষে আমি বলতে চাই এই প্লাটফরমের সকল নিয়ম-কানুন মেনে চলবো এবং কোন প্রকার অস্বাভাবিক কোন কার্যকলাপে জড়িত হবো না এবং এই সাইটের সকল নিয়ম মেনে কাজ করবো এবং নিয়মের বহির্ভূত কোন কাজ করবো না।
ধন্যবাদ সকলকে
@mdnazrulislam
Welcome to the Steemit Community. Hope you will enjoy the platform.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you Sir
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
আরও কিছু জানতে
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW
নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit