আমার বাংলা ব্লগ||আমার পরিচয় পর্ব || ১০% লাজুক খ্যাঁকের জন্য

in hive-129948 •  3 years ago 


আসসালামুয়ালাইকুম, ও অন্যনান জাতির প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আসা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমত আমরা বাংলা ব্লগ কমিউনিটি কে ধন্যবাদ জানাই কেননা বাংলা ভাষা কে এত প্রধান্য দেওয়ার জন্য।
নিচে আমার পরিচয় পর্ব তুলে ধরা হলো:-



IMG_20211130_152048-01.jpeg



আমার পরিচয় পর্ব



আমি মোঃ রাশেদ আলী। আমার স্টিমিট ইউজার নেম ,@mdrashed22। আমার বয়স ২৩ বছর। আমি পেশায় একজন ছাত্র । আমি বাংলা সাহিত্যের বিষয়ের উপর অনার্সে পরতেছি ফুলবাড়ী সরকারি কলেজে।করোনা কালিন সময়ে জন্য এখনো শেষ করতে পারিনি । আমি এখন তৃতীয় বর্ষে আছি।এই বিষয়ের উপর মাষ্টারস করার ইচ্ছা আছে।




পারিবারিক সম্পর্কে কিছু কথা





আমাদের ছোট একটা বাড়ি আছে।আমরা তিন
ভাই বোন।আমি দ্বিতীয় সন্তান মা বাবার। আমার বাবা পেশায় একজন কৃষক।আর মা বাড়িতে কাজ করে । আমার বড় ভাই আছে ।সে এখন বিবাহিত।তার ও একটা মেয়ে সন্তান আছে ।সে ও পেশায় কৃষক । আমার বাড়িতে সদস্য সংখ্যা সব মিলিয়ে সাত জন। আমরা এখন যৌথ ফ্যামিলি । সবাই এখনো এক বাড়ি আছি আর এখনো এক সঙ্গে খাই ।তো এই ছিল আমার পারিবারিক কিছু কথা।




ঠিকানা ও জাতীয়োতা



IMG20210920094844_01-01.jpeg



আমার বাড়ি হচ্ছে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মধ্যে সেখান থেকে প্রায় খোলাহাটির দিকে আসতে হয়।আমরা গ্ৰামে থাকি । আমি বাংলাদেশের একজন নাগরিক । আমার জাতিয়োতা বাংলাদেশী ।আমি অবিবাহিত।




শক ও ভালো লাগার বিষয়



IMG20211107091735_01-01.jpeg

IMG20211107091743_01-01.jpeg



আমার শক হচ্ছে লেখাপড়া শেষ করে কিছু একটা করা ।ফ্যামিলির পাশে দাঁড়ানো।এই নিয়ে আমাদের গ্রামের ছেলে দের পথ চলা ।তবে আমি গল্প পড়তে অনেক ভালো বাসি ।অবশর সময় হূমায়ন আহমেদ এর গল্প পড়তে অনেক ভালো লাগে । আমার প্রিয় একজন লেখক।



IMG20211107092332_01-01.jpeg

IMG20211107092353_01-01.jpeg

IMG20210910182031-01.jpeg



আবার রঙিন কাগজ দিয়ে নানান ধরনের ফুল আবার প্রজাতির ছবি আঁকতে অনেক ভালো লাগতো। এখানে সুযোগ পেলেই অনেক কিছু দেখানোর চেষ্টা করব । খেলাধুলা বেশি একটা পারিনা তবে ক্রিকেট খেলা আমার ফেবারিট খেলা । মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া এবং আড্ডা দেওয়া এই নিয়ে জীবন





আমার বাংলা ব্লগ এত সুন্দর কমিউনিটির নাম এবং কাজ করার জন্য বলছেন তাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি।
।আসা করছি এখানে থাকলে অনেক কিছুই শেখা যাবে স্টিম এর বিষয় । বাংলা ভাষা পড়তে ও অনেক সুবিধা । সঠিক গাইডলাইন পেলে অবশ্যই অনেক ই ভালো কিছু শিখতে পারবো ।

আমার রেফার করেছেন এবং আমার একাউন্ট খুলতে সাহায্য আবার আমার বাংলা ব্লগ কমিউনিটি তে পোস্ট করতে বলেছেন যে এখানে বাংলায় সব কিছু এবং অনেক কিছু শিখাচ্ছে । ধন্যবাদ জানাই শাহিন কে ।

আমার রেফার করেছেন
@shahin05



তো বন্ধুরা এই ছিল আমার সম্পর্কে কিছু কথা এবং পরিচয়। ভুল মানুষেরই হয় । কোন কিছু ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।



ধন্যবাদ সবাইকে



শুভেচ্ছাতে
@mdrashed22



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই প্রিয় সম্প্রদায়ে যোগ দিতে স্বাগতম, বন্ধুরা।

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আমাকে স্বাগতম জানানোর জন্য।

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম।আপনি দারুন দারুন কিছু কাগজ দিয়ে জিনিস তৈরি করেছেন ওয়ালমেট। আমার খুবই ভালো লেগেছে। আপনার হাতের কাজ অনেক ভাল। আমরা আশা করব নতুন নতুন কাজ আমাদের মাঝে আপনি উপস্থাপনা করবেন। আপনি সুন্দরভাবে আপনার জীবনের সবকিছু তুলে ধরেছেন। আপনি অংকন ও পারেন দেখছি। আপনার জন্য শুভকামনা রইল

অনেক ধন্যবাদ ভাই আপনাকে ও এত সুন্দর করে কমেন্ট করার জন্য।আর আপনারা পাশে থাকলেই নতুন কিছু উপহার দিতে পারব।

ওয়াও ভাই কি সুন্দর দক্ষতার অধিকারী আপনি। ওয়ালম্যাট ও নকশাগুলো দৃষ্টিনন্দন ছিল। আপনি এই প্লাটফর্মে নিশ্চয়ই ভালো করবে আশা করছি। কমিউনিটির সঙ্গে লেগে থাকুন এবং আপনার প্রতিভার বহির্প্রকাশ ঘটাতে থাকুন। আশা করি খুব শীঘ্রই আপনি সফলতা লাভ করবেন।

ধন্যবাদ ভাই আপনাকে। আসা করছি তো এখানে ভালো কিছু আমার প্রতিভা দেখাতে পারবো ।

আপনাকে স্বাগতম আমার বাংলা ব্লগ কমিউনিটি তে। আপনি খুব সুন্দর ভাবে আপনার পরিচিত মূলক পোস্ট শেয়ার করেছেন। সুন্দর সুন্দর ড্রয়িং এবং ওয়ালমেট তৈরি করার দক্ষতা রয়েছে আপনার। আশা করছি আমাদের সাথে ভালো সময় কাটাবেন। এবং কমিউনিটির নিয়মগুলো মেনে চলবেন। আপনার জন্য শুভকামনা রইলো।

প্রথমত আপনাকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমার সবটুকু দিয়ে কমিউনিটির নিয়ম কানুন মেনে কাজ করার চেষ্টা করব।

আপনার পরিচয় পর্ব পোস্ট ভালোই ছিল। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে ঢুকেছেন তার কাছ থেকে কমিউনিটির যেসকল দিকনির্দেশনা আছে সেগুলো জানতে পেরেছেন। আর আপনাকে ভালো ইউজার হতে হলে abb-school এর ক্লাস গুলো অবশ্যই করতে হবে। আপনার জন্য শুভকামনা রইল ভাই। 😍😍

অনেক অনেক ধন্যবাদ ভাই এই ভাবে পরামর্শ দেওয়ার জন্য । অবশ্যই abb-school এর ক্লাস করব ।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে সুন্দরভাবে পথ চলবেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে কাজ করার চেষ্টা করব।

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে সুস্বাগতম। আশা করি আপনি আমাদের সাথে পরিবারের একজন সদস্য হিসেবে থাকবেন।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া

ধন্যবাদ, আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপনাদের পরিবারের সদস্যদের একজন হয়ে থাকবো।

আমাদের নতুন কমিনিটিতে তোমাকে স্বাগতম।
আশা করি আমাদের কমিনিটির সকল নিয়ম-কানুন মেনে চলবে।
তোমার জন্য শুভ কামনা রইলো ❤️❤️

অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা কমিউনিটির খোঁজ দেওয়ার জন্য । আমার সব টুকু দিয়ে চেষ্টা করব কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে কাজ করব