রেনডম ফটোগ্রাফি📸📸// আমার বাংলা ব্লগ//১০%পাবে shy-fox

in hive-129948 •  3 years ago 


হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি।আজ আমি আপনাদের সাথে আমার নিজ হাতে তোলা কয়েকটি রেনডম ফটোগ্রাফি সেয়ার করব ।আসা করি আপনাদের ভালো লাগবে।


ছবি নাম্বারঃ০১



IMG20211216094228_01.jpg
লোকেশন

উপরে যে ফুল টি দেখতে পারছেন এটি সাধারণত রঙিন কাপড়ের তৈরি । ফুল টি দেখতে অনেক সুন্দর। হঠাৎ করে কেউ দেখলে বুঝতে পারবেনা যে এটি আসল না নকল ফুল।




ছবি নাম্বারঃ০২

IMG20211216095342_01.jpg
লোকেশন

উপরে যে ছবি টি হচ্ছে গ্যান্দা ফুল ও গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে আরো ও কয়েকটি ফুল দিয়ে সাজানো হয়েছে ।এটি মূলত বিয়ে উপলক্ষে নিয়ে আসা হয়েছিল ।




ছবি নাম্বারঃ০৩

IMG20211216094401_01.jpg
লোকেশন

রঙিন কাপড়ের তৈরিকৃত ফুল ।এমন ভাবে সাজিয়ে রেখেছে যে দেখতে অনেক সুন্দর দেখলেই বোঝা যায়। রংপুর ডক্টরস মেডিকেল কলেজের ভিতরে সাজিয়ে রেখেছেন।




ছবি নাম্বারঃ০৪

IMG20211216094352_01.jpg
লোকেশন

উপরে যে ছবি টি দেখতে পারছেন এটি ও রঙিন কাপড়ের তৈরি করা হয়েছে।ডক্টরস মেডিকেল কলেজের রেস্তোরাঁর সামনে দাঁড়করিয়ে রেখেছেন। রেস্তোরাঁর পরিবেশ অনেক সুন্দর ও নমনীয়।




ছবি নাম্বারঃ০৫

IMG20211216094411_01.jpg
লোকেশন

পাতাবাহার ওয়ালমেট । সত্যি বলতে কী আমি যখন মেডিকেল কলেজে প্রবেশ করি এসব দেখে বুঝতে পারিনি যে আমি মেডিকেলে এসেছি । অনেক সুন্দর পরিবেশ বান্ধব মেডিকেল ও কলেজ।




ছবি নাম্বারঃ০৬

IMG20211216095200_01.jpg
লোকেশন

পাতাবাহার গাছ । দেখতে অনেক সুন্দর তাই দেখে ছবি টি তুলে আপনাদের সাথে শেয়ার করলাম।




ছবি নাম্বারঃ০ ৭



IMG20211219084642_01.jpg
লোকেশন

এই ছবিটি হচ্ছে আমার গ্ৰামের ক্ষেতের । এখানে মিশ্রুত চাষ করেছেন আলু ও আখ ।এই প্রথম আমাদের এইখানে আখ চাষ করেছেন।

ডিভাইসমডেল
রিয়েলমিসি ১২
ফটোগ্রাফার@mdrashed22


আসা করি আমার ফোটোগ্ৰাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে । মানুষ মাত্রেই ভুল। আমার ও ভুল ভ্রান্তি হতেই পারে।লেখার মাঝে ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

“সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে”



শুভেচ্ছাতে
@mdrashed22

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনার ফটোগ্রাফিগুলো খুবই চমৎকার হয়েছে। ফুলের ছবিগুলো আপনি খুবই সুন্দর ভাবে তুলেছেন। কাপড়ের তৈরি ফুল গুলো দেখে বোঝা যাচ্ছে না যে এগুলো কাপড়ের তৈরি। দেখে মনে হচ্ছে যে সত্যিকারের ফুল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ছবি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করেছেন । আপনার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে।

বাহ ভাই আপনি তো দারুণ ফটোগ্রাফি করতে পারেন। আপনার করা ফটোগ্রাফি গুলো আমার খুবই পছন্দ হয়েছে বিশেষ করে দুই নম্বর ফটোগ্রাফি টা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে । আমি ব্যক্তিগতভাবে এসব ফুল খুবই ভালোবাসি। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এত সুন্দর মন্তব্য করেছেন দেখে মনটা ভরে গেছে । অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য ও।

রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে খুব সুন্দর সুন্দর ফটো দেখতে পাওয়া যায় । আর কাপড়ের তৈরি ফুল গুলো দেখে তো বোঝার কোন উপায় নেই যে এগুলো কাপড়ের তৈরি ফুল। গ্রামের ক্ষেতের দিকে তাকালে আসলে মনটা ভরে যায় চারদিকে সবুজ আর সবুজ দেখতে অপূর্ব লাগে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন দেখে অনেক ভাল লেগেছে ধন্যবাদ আপনাকে।

আপনার সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে অনেক অনেক।

আপনি অনেক দিন যাবত পোস্ট করেন নি। আর নিয়মিত ক্লাসে উপস্থিত ছিলেন না। আপনার পোস্ট করার আগে, লেভেল ১ এর ক্লাসে উপস্থিত হওয়া প্রয়োজন। প্রতি শুক্রবার ও শনিবার রাত দশটায় লেভেল ওয়ানের' ক্লাস শুরু হয়। আপনি ক্লাসে উপস্থিত থাকবেন ধন্যবাদ।

ধন্যবাদ আপু আমি এখন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবো।