1
লালন শা মাজার কুষ্টিয়া
mdrashel ( 31 ) আমার বাংলা ব্লগে • 9 মাস আগে
(নিম্ন রেটিং এর কারণে ছবি দেখানো হয়নি)
লালন শাহের মাজার
vromonguide
VromonGuide
সার্চ
নতুন ভিডিও শিমুল বাগান, সুনামগঞ্জ
ভ্রমন গাইড অ্যাপ
ফকির লালন শাহ মাজারবিঃ উইকিমিডিয়া
কুষ্টিয়া
লালন শাহের মাজার
ফকির লালন শাহের মাজার কুষ্টিয়া কামাল কুমারলীখা উপজেলা প্রশাসন। নন শাহ এই কুমারখালি লাল শেখ চেউড়িয়াতে তাঁর শিষ্যদের ভিতর ও আধ্যাত্মিক শিক্ষা দিতে। তিনি প্রতি শীতকাল আখড়ায় একটি মহোৎসব অনুশীলন করতে। যেখানে সহস্রাধিক শিষ্য একত্রিত হতেন এবং সেখানে সঙ্গীত ও আলোচনা করতেন। লালন শাহের পরপর এই স্থানটি সমাসীন করা হয়। তাঁর খাবার পর তাঁর সমাধি ককেই এক মিলন ক্ষেত্র বা আখড়া ক্লিঙ্ক। এই সমাধি হল তাঁর শিষ্যদের সারি সারি কবর। ফকির লালন শাহের শিষ্য এবং দলের সদস্য দেশর অগনিত বাউলকুল এই আখড়া হবে বিশেষ তিথিতে সমবেত হওয়া ভালোবাসায় মেতে মারা।
লালন মেলা / লালন দোলল
প্রতি বছর দুইবার লাল লাল মেলা হয়। একবার পূর্ণিমা হওয়ার সময় (এ বছর ৯ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত) এবং বারবার বাংলা কার্তিক ১ তারিখে (অক্টোবর মিলিত হলে ১৬ তারিখ) লাল আখড়ায় বড় লালন হয়। লালন মেলায় স্থান দেশ থেকে তাঁর শিষ্যদের আগমন। রাতভর বাউল গানেরনায়ক। এই আমার মাজারকে সাজানো হয়। আলোকসজ্জা, তোরণ নির্মান ও শক্তিশালী ছামিয়া টাঙিয়ে দেওয়া হয়। সেই সাথে থাকে গ্রামীন মেলার অনুশীলন। লালন মিলির দেশর অনেক দর্শনার্থীর আগমন।
ঢাকা থেকে যেতে যেতে যেতে যেতে হবে । বাস এ ভালো কল্যানপুর বাসস্ট্যান্ড থেকে নিউকললি সুপার ডিলা, শ্যামলী, হানিফ বাসে কুষ্টিয়ার মজমপুর গেট এ যেতে যেতে হবে। আপনি কোন রিক্সা অটোরিক্স নিয়ে লালন মাজারে যেতে পারবেন। বাসের ভাড়া নন এসি ৫৫০ টাকা, এসি ১০০০ টাকা।
আবার এ যেতে দেখতে সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা ও ব্যানাপোল এক্সপ্রেস এ যেতে পারেন। সুন্দরবন এক্সপ্রেস সকাল ছেড়ে যায় ৮ মিনিট এ, চিত্রা সন্ধ্যা ৭ ও এক্সপ্রেস রাত ১১ টা ১৫ মিনিট এ কমলাপুর রেললাইন থেকে ছেড়ে যায়। আমাদের মূল্য আসনভেদে টিকেট এর ৩৬০ থেকে ৮২৮ টাকা। তরুণে মানুষ আপনাকে পোড়াদহ বা ভেড়ামারা আমার নাম দিতে হবে। ভেড়ামারা বা পোড়াদহ থেকে বাস বা সিএনজিতে করে কুষ্টিয়া গ্রুপ এসেছিলেন কোন রিক্সা অথবা অটো কে বলে লালন মাজারে নিয়ে যাবে।
আরও কুষ্টিয়া শহর যে কোন জায়গা থেকে যেতে পারবেন লালন শাহের মাজারে। রিক্সা বা ইজি বাইকে শহর কোন জায়গা থেকে ভাড়া নিবে ২০-৩৫ টাকা।
আশেপাশের দর্শনীয় স্থান
লালনের আখড়া আশেপাশের বেশ কিছু দর্শনীয় স্থান দেখতে দেখতে দেখতে পারেন। তার মধ্যে অনেকটাই; রবীন্দ্রনাথ এর কুঠি বাড়ি, মীর মোশারফ হোসেনের বাস্তুভিটা, গড়াই নাতীরে রেনউইক এর বাধ, টেগর লজ। নিজেকে দেখার জন্য রিক্সা বা ইজিবাইক ভাড়া নিতে পারবেন।
মনে থাকবে
কুষ্ট মাতামুটি মানের বেশ কিছু আবাসিক হোটেল আছে। আপনার পছন্দ মত কোন হোটেল ঠিক করতে পারবেন। হোটেল রিভার ভিউ, নূর ইন্টারন্যাশনাল হোটেল। আরও মজমপুর ও এনএস রোডে বেশ কিছু মধ্যম হোটেল রয়েছে।
খাবেন
খাবার দাওয়ার হোটেলের জন্য বেশ কিছু ভালো ভালো খাবার আছে। বিদ্যুত এলাকা হোটেল শফিতে দেখতে দেখতে পারেন। আরও জাহাঙ্গীর হোটেল, মহিলা, পোষাক-দাওয়া হোটেলে থাকতে পারেন। আর কুষ্টিয়ার ফাস্ট তিলের খাজা ও কুলফি মালাই অবশ্যই খাবেন।
আরও পড়ুন
লালন শাহ সেতু
তিনবার মাজার
শাহ জামালের মাজার
শাহ্ মতবাদ উল্লাহ মাজার
ভ্রমণ সংক্রান্ত কোন তথ্য ও আপডেট জানতে আমাদের ফেসবুক পেজ করুন এবং জয়েন করুন আমাদের ফেসবুকে।
ম্যাপে লালন শাহের মাজার
শেয়ার করুন সবার সাথে
204
শেয়ার
ফেসবুক শেয়ারিং বাটন মেসেঞ্জার শেয়ারিং বাটন হোয়াটসঅ্যাপ শেয়ারিং বোতাম শেয়ার করে এই শেয়ারিং বোতাম
ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে তোমার কাছে হালনাগাদ তথ্য জানাতে। যদি কোন তথ্যগত ভুল স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মতামত জানান অথবা আমাদের সাথে যোগাযোগ পাতায় যোগাযোগ করুন।
দৃষ্টিভঙ্গি : যে কোন পর্যটন স্থান আমাদের কাছে, আমাদের দেশের অধিকার। এই সমস্ত স্থানের প্রাকৃতিক প্রাকৃতিক ক্ষতির জন্য এমন কিছু করা হয়েছে যাঁদের থেকে নিরাপত্তা সংস্থা, অন্যদেরকেও মনোনিবেশ করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতিবান পালনকর্তাও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট ভাড়া এবং অন্যান্য মূল্যের জিনিষের সাথে পরিবর্তন হয়, তাই ভ্রমণ গাইড পরীক্ষা তথ্য বর্তমানের সাথে মিল না হতে পারে। তাই অনুগ্রহ করে আপনি ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও মূল্যের তথ্য জানতে পারবেন। বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসর্ট, যানবাহন ও অন্যরকমের মোবাইল নম্বর দেওয়া হয়। লোদেনের আগে পছন্দ করা। কোন ক্ষতি বা কোন প্রকার হলে তার জন্য ভ্রমণ গাইড সমস্যা থাকবে না।
নতুন ভিডিও গাইড
নতুন দর্শনীয় স্থান
মনু জমিদার বাড়ি
গাজী কালু চম্পতী মাজার
রংপুরের হাড়িভাঙ্গা আম
কুন্দর মাজার
রামু রাবার বাগান
নতুন ব্লগ
খুলনার সেরা ১০ আবাসিক হোটেল
বরিশাল হোটেল সেরা ৭
অনলাইন হোটেলের হোটেল কাটার নিয়ম ২০২২
ঢাকা থেকে খুলনা যাওয়ার উপায় (বাস, বিমান ও বিমান)
মিতালি এক্সপ্রেস ট্রেন – সময়সূচী, টিকেট ভাড়া ও গণনা তথ্য
DMCA.com সুরক্ষা স্ট্যাটাস
বাংলাদেশ ভ্রমণ
ভিডিও
বিদেশ ভ্রমণ হোটেল ও রিসর্ট
ভ্রমণ ব্লগ যোগাযোগ
Repeated
https://steemit.com/hive-129948/@mdrashel/hoxfb
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit