সেরা চাকরির বিজ্ঞাপন

in hive-129948 •  2 years ago 

দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরি। বেকারত্বের হার বাড়ছে জ্যামিতিক হারে। এমন হতাশার মধ্যেও কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো দেখায়। তবে তার জন্য নিজেকে আপডেট রাখতে হবে।

তাই চাকরিপ্রার্থীদের জন্য তুলে ধরা হলো সপ্তাহের গুলো। আমার ব্লগ এ খুঁজে নিন আপনার পছন্দের চাকরি—

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে ৫টি পদে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৭ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
ব্যুরোর নাম: উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো

পদের বিবরণ

pri-edu-in-20230506162759.webp
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা bnfe.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৪ নং পদের জন্য ২২৩ টাকা, ৫ নং পদের জন্য ১১২ টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদন শুরু: ০৮ মে ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ০৭ জুন ২০২৩ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

ধন্যবাদান্ততে
রাসেল

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টাইপ: চৌর্যবৃত্তি।
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। বারবার সতর্ক করার পরেও একই ধরনের কাজ করার জন্য আপনাকে কমিউনিটি থেকে ব্যান করা হচ্ছে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source: https://www.jagonews24.com/jago-jobs/news/852331