জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ FTX ভেঙ্গে যাওয়ার পরে অবশেষে ক্রিপ্টো বুদ্বুদটি ফেটে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এই খবরের মাঝেই জানা গিয়েছে যে এর আগে বিনিয়োগকারীরা তাদের টোকেনগুলি লিকুইডেট করারও সুযোগ পাননি। বেশ কিছু জনপ্রিয় ডিজিটাল টোকেন গত ৪৮ ঘন্টায় ক্র্যাশ হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ১০০ বিলিয়ন ডলারে মুল্যের ক্রিপ্টো সম্পদ সম্পূর্ণ মুছে গিয়েছে এবং দীর্ঘ ‘ক্রিপ্টো উইন্টার’ শুরু হয়েছে।
FTX প্রায় দেউলিয়া হওয়ার অবস্থায় এসে দাঁড়িয়েছে এবং FTX টোকেন অকেজো হয়ে গিয়েছে। গত কয়েক দিনে ৯৮ শতাংশের এর বেশি ক্র্যাশ হয়েছে এই টোকেন। অন্যান্য বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ যেমন Binance, তাদের FTX-কে অধিগ্রহণ করার দাবি থেকে পিছিয়ে গিয়েছে। বিনিয়োগকারীদেরকে এই সেক্টরের ভবিষ্যত সম্পর্কে চিন্তায় ফেলেছে এই ঘটনা।