আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভালো আছেন | মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন এবং মহান সৃষ্টিকর্তার কৃপায় এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি | আমার ইচ্ছা আমার বাংলা ব্লগে একটি করে প্রতিদিন কবিতা দেওয়া আর এই কবিতাটি আমার ৩ নং কবিতা
সূর্যের আলো, স্বর্ণের রেখা,
জাগায় প্রাণে আনন্দ দেখা।
হাওয়ার ছোঁয়ায় গাছেরা দোলে,
পাখি গায় গান নীল আকাশে।
ফুলের গন্ধে ভরে চারপাশ,
মিষ্টি শিসে করে মন উদাস।
নতুন দিনের নতুন আশা,
জীবন গড়ে এই ভালোবাসা।
আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আজকের এই কবিতাটি