#বষ্রাকালের গ্রামের প্রকৃতি

in hive-129948 •  2 years ago 

আমি মোঃ শাহাজাদা, বাংলাদেশ ছয় ঋতুর দেশ এক একটা ঋতু দুই টা করে মাস।
বছরের প্রথম ঋতু গেলো আসলো দ্বিতীয় ঋতু বষ্রা কাল,গ্রামের মানুষের এক কষ্টের দিন।
ঘর থেকে বের হতে হয় হাতে ছাতি নিয়ে,আবার ঘর থেকে বের হলে কাঁদা ভেঙে বের হতে হয়।একটু কাঁদার পরে যখন একটু শুকনো মাটি পাওয়া যায় সে খানে বাচ্চারা খেলছে
IMG_20230728_170654.jpg

IMG_20230728_170650.jpg
#গ্রামের মানুষ ব্যস্ত থাকে বিল নিয়ে,
বিল গুলোতে ধান চাষ করার জন্য নানাভাবে কাজে থাকে বিল রখক কারিরা বিল চাষ করা বিলে ধানের বিজ রোপন করা সব কিছু নিয়েই ব্যস্ত থাকে গ্রামের মানুষ গুলো
IMG_20230728_165340.jpg

IMG_20230728_165214.jpg
#এই বৃষ্টি এই বাতাস আবার এই বা রোধ
নানা ধরনের পরিবেশ ও প্রাকৃতি।কখনো কাঁদা কখনো বা লাল রাস্তা, প্রাকৃতির এক সৌন্দর্য মাখা গ্রাম। আমাদের এই দেশ বাংলাদেশ

IMG_20230728_172547.jpg

IMG_20230728_172543.jpg
#গ্রামের মানুষ প্রাকৃতির সাথে মানিয়ে নিয়েছে,প্রাকৃতি আল্লাহর নিয়ামত, গ্রামের মানুষ গুলো প্রাকৃতির সাথে মিশে রয় আকা বাকা পঠ ও খাল,বিল সব কিছু নিয়ে এক অসাধারণ

IMG_20230728_165512.jpg
আমি আপনাদের সাপোট চাই

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!