#প্রতি দিনের মতো আজও ঘুরতে বের হলাম
তবে,এটা এক অন্য রকমের কল্পনাশক্তি।
এ যেন এক অদ্ভুত ব্যাপার অসহায় মানুষের সহায় এক মূল্য বান মানব,যে নাকি আশ্রয়হীন মানুষের আশ্বিন দিয়েছে।
বাংলাদেশের সভা পতি জনগনের বন্ধু অসহায় মানুষের প্রান দিয়েছেন থাকার জন্য ঘড়
সে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখহাসিনা সালাম তারে হাজার সালাম।
#তিনি গরিব মানুষের এক জন তিনি অসহায় মানুষের এক জন, দিয়েছেন থাকার ঘর দিয়েছেন বিদ্যুৎ আরও দেখলাম যারা কাজ করতে পারে না
তাদের দিচ্ছে মাসে মাসে খাবার।
অসহায় মানুষের মুছে শোনা যায় শুধু শেখ হাসিনার গান।
এটা শুনে আর দেখে আমার গাইতে ইচ্ছে হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা
জয় হোক সবার
ধন্যবাদ
এই ধরনের পোস্ট এই প্লাটফর্ম সাপোর্ট করে না। আর যেভাবে সেভাবে পোস্ট করা মোটেও ঠিক নয়।নিয়ম কানুন জেনে তারপর পোস্ট করা উচিত। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit