আসসালামু আলাইকুম আমি মোঃ শাহাজাদা, আমি একজন বাংলাদেশি।
আমার বয়স ২৬ বছর, আমি থাকি বরিশাল বিভাগে,আমি আমার পরিবারের সঙ্গে থাকি যেমন,মা, বাবা,ভাই, বোন সবাই মিলে এক সাথে থাকি।আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে ভালো আছি।
আমি স্নাতক ডিগ্রী কম্পিলিট করেছে। এখন পরিবারকে সময় দিচ্ছি কোনো কাজ করছি না।
আমার কাজ করতে ভালো লাগে না, আবার ভালো লাগে তাই একটু কম করে থাকি।
ভাবছি পরিবারের সঙ্গে থেকে কিছু একটা করবো আল্লাহর রহমাতে।
আমার অনেক স্বপনো জীবনে বড় একটা কিছু করে সবাইকে দেখাতে।
এবং আমি সবাইকে দেখাতে পারবো আল্লাহর রহমাতে।
বেকার জীবন অনেক কষ্টের তাই আর থাকতে ভালো লাগে না।
খুব শিগগিরই একটা কিছু করবো বলে ভাবতেছি,কাজ যা-ই হোক কাজ তো কাজ- ই।
তাই কোনটা দিয়ে শুরু করবো যানি না।
এই steemit account আমি নতুন একজন সদস্য
আপনাদের সাপোট আমার খুব প্রয়োজন।
আমি জানি ছোট ভাইকে সবাই সাপোর্ট করবেন।