বিরিয়ানি শব্দটি ফার্সি শব্দ 'বিরিয়ান' থেকে এসেছে । অর্থ রান্নার আগে ভাজা ।
মাছে-ভাতে যেমন বাঙালি । তেমনই বাঙালির মধ্যে বিরিয়ানি (Biryani) প্রেমও কিন্তু কম নয় । এক প্লেট বিরিয়ানি পেলেই জমে যায় লাঞ্চ কিংবা ডিনারটা । শুধু বাঙালি কেন, বিরিয়ানি এখন অধিকাংশ মানুষের পছন্দের তালিকায় একেবারে প্রথমে । কিন্তু, মটন বিরিয়ানি (Mutton Biryani) নাকি চিকেন বিরিয়ানি (Chicken Biryani) কোনটা হিট ? দুটোর মধ্যে কী কী পার্থক্য রয়েছে, আসুন জেনে নেওয়া যাক...
বিরিয়ানি শব্দটি ফার্সি শব্দ 'বিরিয়ান' (Biriyan) থেকে এসেছে । অর্থ রান্নার আগে ভাজা । বিরিয়ানি তৈরি করতে প্রচুর মশলা ব্যবহার করা হয় ।
মটন বিরিয়ানি
মটন বিরিয়ানি । বোঝাই যাচ্ছে, মটন দিয়ে এই বিরিয়ানি তৈরি হয় । তবে মটন রান্না মুরগির মাংসের তুলনায় সময় সাপেক্ষ । মটন সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে । আর বিরিয়ানি বানানোর সময় মাংসকে এমনভাবে সেদ্ধ করতে হবে, যাতে খুব নরম থাকে এবং রসালো হয় । মটন বিরিয়ানিতে তেজপাতা, লবঙ্গ, পেঁয়াজ, রসুনের মতো বিভিন্ন ধরনের মশলা এবং উপাদান দেওয়া হয় ।
চিকেন বিরিয়ানি
চিকেন বিরিয়ানিতে মটনের বিরিয়ানির থেকে অনেক কম মশলা লাগে । মুরগির মাংস নরম হয় এবং তাই মশলা খুব সহজেই মাংসের মধ্যে ঢুকে যায় । চিকেন এবং মটন বিরিয়ানির মধ্যে আরেকটি বড় পার্থক্য হল মটন বিরিয়ানি প্রেসার কুকারে রান্না করা হয় । সেখানে চিকেন বিরিয়ানি গ্যাসেই রান্না করা যায় ।
সেক্ষেত্রে দেখতে গেলে, মটন বিরিয়ানি চিকেনের তুলনায় সময় সাপেক্ষ । খরচও বেশি । আর স্বাদের ক্ষেত্রে ? সাধারণত ভারতের বিভিন্ন জায়গায় বিরিয়ানি তৈরির উপায় ভিন্ন ভিন্ন । তাই জায়গা অনুযায়ী,স্বাদও আলাদা হয় । এই যেমন হায়দরাবাদের বিরিয়ানির স্বাদ একরকম, আবার কলকাতার বিরিয়ানির স্বাদ আরেকরম । জানলে আরও অবাক হবেন, প্রথমে বিরিয়ানি শুধুমাত্র মটন দিয়ে তৈরি করা হত । পরে তো চিকেন এল । এখন তো আবার ডিম বিরিয়ানি, সবজি বিরিয়ানিও পাওয়া যায় ।
টাইপ: চৌর্যবৃত্তি।
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source:
https://www.editorji.com/bengali/lifestyle-news/food/chicken-biryani-or-mutton-biryani-which-is-better-1649601319251
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit