হোয়াটসঅ্যাপ ছাড়া সামাজিক যোগাযোগ কল্পনাই করা যায় না। ব্যক্তিগত চ্যাটিংয়ের পাশাপাশি গ্রুপ চ্যাটের মাধ্যমে বন্ধুবান্ধব, পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখা যায়। চ্যাটিংয়ের সঙ্গে ছবি-ভিডিয়োর পাঠানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। কিন্তু, তা সেভ রাখার জন্য যে স্টোরেজ ব্যবহারকারীরা পান, এবার থেকে তার হিসাব রাখা হবে গুগল স্টোরেজে। ফলে যতখুশি স্টোরেজ ব্যবহার করা যাবে না আর। কারণ গুগল ড্রাইভ প্রতি অ্যাকাউন্ট 15GB স্টোরেজই দিয়ে থাকে।
হোয়াটসঅ্যাপে বন্ধ হচ্ছে এই সুবিধা
নতুন বছরে হোয়াটসঅ্যাপে বড় বদল হতে চলেছে। বিশ্বজুড়ে সবথেকে বেশি ব্যবহার হওয়া মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বছরের অর বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে বড় অবদান রেখেছে এই অ্যাপ। কিন্তু, হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপের জন্য এতদিন যে ফ্রি স্টোরেজ পেয়ে আসছিলেন তা আর পাবেন না।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হর্তাকর্তা গুগল। প্রতি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের 15GB ফ্রি স্টোরেজ দিয়ে থাকে সংস্থা। যার মধ্যে থাকে গুগল ফটোস, জিমেইল-সহ অন্যান্য গুগল অ্যাপ্লিকেশন। এবার সেই তালিকায় যোগ হবে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ। এতদিন ওই 15GB স্টোরেজ ব্যবহার না করেই
cc
@আমার বাংলা ব্লগ
আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।
কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
koronio ta ki aktu bolle valo hoto
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit