আসসালামু আলাইকুম আর আদাব সবাইকে । সবাই কেমন আছেন ,আশাকরি সবাই ভাল আছেন । আমিও আল্লাহর রহমতে আর আপনাদের শুভ কামনায় ভাল আছি । আমি আজ আমার লেভেল তিন এর পরীক্ষা দিতে যাচ্ছি । আমি লেভেল ৩ থেকে কি কি শিখতে পেরেছি, সেটাই আপনাদের জন্য আমি আমার পোস্ট এ তুলে ধরলাম। আমি আশাকরি খুব সুন্দর ভাবে লেভেল ৩ বিষয়ে আপনাদের কাছে তুলে ধরতে পারব ।আমার জন্য সবাই দোয়া করবেন । আশাকরি আপনাদের দোয়া আর ভাললোবাসা সাথে নিয়ে "আমার বাংলা ব্লগ" এর সাথে এগিয়ে যাবে খুব বড় সফলতার দিকে।
প্রশ্নঃ মার্কডাউন কি ?
উত্তরঃ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম , এছাড়া বিভিন্ন জায়গায় নিজেদের মনের কথা লিখে প্রকাশ করে থাকি ।আমারা এই লেখার মধ্যে যখন বিশেষ কিছু লিখি ,সেই লিখাটা কে সুন্দরভাবে উপসথাপন ও দৃষ্টি নন্দন করে তুলতে কোন কোড দিয়ে বুঝিয়ে দিয়ে থাকি ,তাকেই মার্কডাউন বলে ।
প্রশ্নঃমার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?
উত্তরঃ আমরা পরীক্ষার খাতায় বিভিন্ন প্রশ্নের উত্তর লিখি ,তবে সব উত্তর এক রকম হয় না । কিছু কিছু উত্তর আমরা সাদামাটা ভাবে লিখি । আবার কিছু উত্তরে কিছু মার্ক, আন্ডা্রলাইন, কোটেশন দিতে হয় ।দুটির উত্তর ই সঠিক , তবে লিখার উপস্থাপন এর ভিত্তিতে দুটিতে এক ই নাম্বার দেয়া হয় না । যে উত্তরটি যত বেশি দৃষ্টিনন্দন , সেটাতে নাম্বার বেশি দেয়া হয় । মার্কডাউনের গুরুত্ব হলো , আমাদের লেখাটাকে সুন্দরভাবে উপস্থাপন করা , লেখার মধ্যে কিছু জায়গা হাইলাইট করা ।কোন কোন জায়গায় লেখার হেডিংটা একটু বড় করা , কোটেশন দিয়ে আন্ডারলাইন দেয়া ,লেখা রিলেটেড ছবি যোগ করা । এ সবকিছুই করা হয় লেখার সেীন্দর্যকে বাড়াতে । যে উত্তর যত বেশি দৃষ্টিনন্দন হবে , সেই উত্তরপত্র তত বেশি গ্রহণযোগ্যতা পাবে ।আশাকরি আমি বোঝাতে পেরেছি , কোন লেখার ভেতর মার্কডাউনের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ
প্রশ্নঃ পোস্টের মাধ্যমে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?
উত্তরঃ আমরা ব্যাকস্ল্যাশ ( /) বা এপোসট্রফি (‘) ব্যাবহার করে কোড গুলিকে ডিজিবল রাখতে পারি ।
< h1> visible < /h1>
'# এটি একটি ট্যাগ ।
প্রশ্নঃ নীচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে ? মার্কডাউনকোড গুলো উল্লেখ করুন ।
উত্তরঃ
|level|level2|level3|
|---|---|---|
|1|2|3|
|1|2|3|
level 1 | level 2 | Level 3 |
---|---|---|
1 | 2 | 3 |
1 | 2 | 3 |
প্রশ্নঃ সোর্স উল্লেখ করার নিয়ম কি ?
উত্তরঃ যে বাক্যের মধ্যে আমরা সোর্স উল্লেখ করতে চাই , সেই বাক্যের সামনে ও পেছনে তৃতীয় বন্ধনি দিতে হবে এবং এর পর প্রথম বন্ধনি লিঙ্ক এবং শেষে প্রথম বন্ধনি ক্লোজ করে দিতে হবে ।
[click here] (www.google.com)
যেমন- click here
বা < a href =”www.google.com"> click here < /a >
প্রশ্নঃ বৃহৎ হতে ক্ষুদ্র ক্রমিকভাবে ১ থেকে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন ?
উত্তরঃ
#খুবই বড়
##বড়
###মধ্যেম
####ছোট
#####খুবই ছোট
######টিনি সাইজ
খুবই বড়
বড়
মধ্যম
ছোট
খুব ছোট
টিনি সাইজ
প্রশ্নঃ টেক্সট জাস্টিফাই কোডটি লিখুন ?
উত্তরঃ Text- justify কোডটি হলো -
<div class="text-justify"> text </div>
প্রশ্নঃ কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেয়া উচিত ।উত্তরঃ কনটেন্টের টপিকস নির্বাচনে জ্ঞান, অভিজ্ঞতা ও সৃজনশীলতার উপর বেশি গুরুত্ব দেয়া উচিত ।
প্রশ্নঃ কোন টপিকসের উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকসের উপর জ্ঞান থাকা জরুরী কেন ?
উত্তরঃ যে কোন টপিকসের উপর লিখতে গেলে ,সেই বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা জরুরি ,কেননা বিষয়টি সমন্ধে আপনার জ্ঞান থাকলে আপনি তা খুব সুন্দর করে বুঝিয়ে লিখতে পারবেন ।আর সহজ সাবলীল ভাবে লিখতে পারবেন,যাতে করে আপনার লিখা সবাই বুঝতে পারে ।
প্রশ্নঃ ধরুন প্রতি steem কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 ডলার ভোট দিলেন । তাহলে আপনি কত $(usd ) ডিউরেশন রেকর্ড পাবেন ।
উত্তরঃ তাহলে আমি $ 3.5 sbd সমমূল্যের স্টিম পাওয়ার পাব বা 7 স্টিম পাওয়ের পাব ।
প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?
উত্তরঃ
১।আগে আগে ভোট দেয়া ।
২। ট্রেন্ডিং হতে পারে এমন পোষ্টে ভোট দেয়া ।
৩। কোয়ালিটি পোস্ট দেখে ভোট দেয়া ।
প্র্রশ্নঃ
নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে ,নাকি @heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে ?
উত্তরঃ @heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে । কারন তোমার যদি 500/1000 sp
থাকে তা দিয়ে তুমি হয়ত ০.০1 ba 0.02 sent ভোট দিতে পারবে ।তুমি যদি হিরোইজমকে ডেলিগেশন করো তাহলে সেখানে 100 করে 500 জনের 5000 sp যা দিয়ে $1 ভোট করা যাবে । সেখান থেকে তুমি সাপ্তাহিক কিছু রিওয়ার্ড পাবে এবং সেখান থেকে তুমি তোমার পোস্টে ভোট পাবে ।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের পোস্ট টি এখানেই শেষ করছি ।
এখানে শুধু মাত্র সামনে হ্যাস হবে পিছনে হবে না, ঠিক করে নিবেন।
এটা সঠিক হয় নি।। সঠিক টা নিচে দিয়ে দিচ্ছি, ঠিক করে নিবেন।
ঠিক করে আমাকে নক দিবেন, ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
level3 থেকে সাধারণত মার্ক ডাউন সম্পর্কে ধারণা দেয়া হয়। আপনার যতটুকু অর্জন ছিল সেটা আমাদের মাঝে তুলে ধরেছেন। পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনাকে, আপনার জন্য শুভকামনা রইলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আপনার লেভেল 3 এর পরীক্ষার উপস্থাপনা খুবই ভালভাবে করেছেন দেখে খুব ভালো লাগলো। আর যেহেতু এখানে মার্ক ডাউন শেখানো হয় তাই এগুলোতে আপনি খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনার পোষ্টের মান অনেক বেশি ভালো হবে. আপনার পরবর্তী লেভেল র জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনাকে খুবই সুন্দর ভাবে মন্তব্য করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর ভাবে আপনার লেভেল ৩ এর অর্জিত বিষয় গুলো উপস্থাপন করেছেন। আমার লাছে খুব ভালো লাগছে। আশা করি আপনি লেভেল পেয়ে যাবেন। শুভকামনা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ ভাই, লেভেল পেয়ে যেনো সু্ন্দর ভাবে কাজ করতে পারি দোয়া করবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল তিন হতে আপনি গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে অনেক কিছু জেনেছেন। এবং উপস্থাপনা করেছেন নিজের কাজ দিয়ে এগিয়ে যান সেই কামনা করি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি পোস্ট করেন না কেন? আপনার যদি কোন সমস্যা থাকে তাহলে টিকিট কেটে আমাকে মেনশন দিবেন, ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit