diy//এসো নিজে করি//🦋🦋রঙিন পেপার দিয়ে প্রজাপতি তৈরি🦋🦋//shy-fox 10%//abb- school 5%

in hive-129948 •  2 years ago 


12-04-2022

২৯ই চৈত্র, ১৪২৮ বঙ্গাব্দ

প্রসঙ্গঃ" রঙ্গিন পেপার দিয়ে প্রজাপতি তৈরি।"



হ্যালো বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন, ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভাল আছি। আমি আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে "রঙিন পেপার দিয়ে প্রজাপতি তৈরি" করে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের খুবই ভাল লাগবে, তো বন্ধুরা চলুন দেখে নেয়া যাক।

★রঙিন পেপার দিয়ে প্রজাপতি তৈরি★

IMG_20220412_174431.jpg

জানিনা আপনাদের কেমন লাগবে, তবে আশা করি আমার তৈরি "প্রজাপতি" টি আপনাদের অনেক ভালো লাগবে।



★উপকরণ★

  • রঙ্গিন কাগজ
  • কাঁচি
  • স্কেল
  • আঠা
  • IMG_20220412_173856.jpg



    ★ধাপ ১★

    IMG_20220412_173937.jpg

    প্রথমে আমি একটি রঙিন পেপার নিলাম। তারপর সেই পেপারটি কে বৃত্ত আকারে কেটে নিলাম।

    ★ধাপ ২★

    IMG_20220412_174015.jpg

    তারপর বৃত্ত আকারে কেটে নেয়া রঙিন পেপার টিকে মুরিয়া নিলাম।

    ★ধাপ ৩★

    IMG_20220412_174057.jpg

    তারপর পেপারটি যখন মুরিয়ে নেওয়া শেষ হয়ে গেল। তারপর তার মাঝ বরাবর ভাজ করে নিলাম।

    ★ধাপ ৪★

    IMG_20220412_174127.jpg

    ঠিক একইভাবে পরের কাগজ টি ও মুরিয়ে নেওয়ার পর মাঝ বরাবর ভাজ করে নিলাম।

    ★ধাপ ৫★

    IMG_20220412_174158.jpg

    তারপর কাগজ টি ভাঁজ করে নেওয়ার পর মাঝের অংশ টি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিলাম।

    ★ধাপ ৬★

    IMG_20220412_174218.jpg

    ঠিক একইভাবে পরের কাগজটির মাঝের অংশটি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। এবং তার একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করলাম।

    ★ধাপ ৭★

    IMG_20220412_174253.jpg

    এরপর প্রজাপতির শিং বানানোর জন্য চিকন ভাবে লম্বা আকৃতির একটি রঙিন কাগজ কেটে নিলাম।

    ★ধাপ ৮★

    IMG_20220412_174334.jpg

    তারপর চিকন ভাবে লম্বাকৃতির কাগজটি কেটে নেওয়ার পর প্রজাপতির শিং বানিয়ে ফেলি।

    ★ধাপ ৯★

    IMG_20220412_174406.jpg

    তারপর প্রজাপতির দুই ডানার মাঝখানে আটা দিয়ে বানিয়ে নেওয়া শিং টি জোড়া লাগিয়ে দিলাম।

    ★ধাপ ১০★

    IMG_20220412_174431.jpg

    সর্বশেষ প্রজাপতি টি প্রস্তুত করে ফেলি। এবং তার একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করলাম।

    আশা করি বন্ধুরা আমার আমার তৈরি "প্রজাপতি"টি আপনাদের অনেক ভালো লেগে থাকবে, আর যদি লেখায় এবং ছবিতে কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।




    শুভেচ্ছান্তে :-
    @milon.roy

    আমার পরিচয়

    IMG_8823~2.JPG

    আমার নাম শ্রী: মিলন রায়। আমার স্টিমিট ইউজার আইডির নাম হচ্ছে @milon.roy। আমি একজন বাংলাদেশের নাগরিক। এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমি নিজেকে গর্ববোধ মনে করি। আমার বর্তমান বাসা হচ্ছে: দিনাজপুর জেলার অন্তর্গত, পার্বতীপুর থানা।




    ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগের" সকল সদস্যদের।



    Authors get paid when people like you upvote their post.
    If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
    Sort Order:  

    রঙিন পেপার দিয়ে প্রজাপতি তৈরি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছেন। আপনার তৈরি করা প্রজাপতি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রজাপতি তৈরীর প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

    ধন্যবাদ আপু এত সুন্দর করে বলার জন্য।

    ভাই রঙিন পেপার দিয়ে আপনি খুবই সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন। সত্যি খুবই সুন্দর হয়েছে প্রজাপতি তৈরি টা সাথে উপস্থাপনা খুবই সুন্দর ভাবে।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর একটা প্রজাপতি উপহার দেওয়ার জন্য।

    ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য।

    প্রজাপতি তৈরীর প্রক্রিয়া টি অনেক সুন্দর ছিল,। আর ফাইনাল লুকটি সত্যিই অনেক চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে নাকি। শুভেচ্ছা রইল আপনার জন্য।

    আপনাকে অনেক ধন্যবাদ।

    ওয়াও ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি প্রজাপতি বানিয়েছে। সত্যি প্রজাপতি দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে। রঙিন কাগজের কালার টা বেশ ফুটে উঠেছে। আপনাকে ধন্যবাদ ভাইয়া প্রজাপতিটি বানানোর পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি আপনি সবসময় এমন সুন্দর সুন্দর কাজ আমাদের মাঝে উপহার দিবেন।

    ধন্যবাদ আপু, আমার পোস্টটি ভালোভাবে দেখেছেন ও পড়েছেন।

    রঙিন কাগজের তৈরি প্রজাপতিটি দেখতে সত্যিই অসাধারণ সুন্দর হয়েছে। প্রজাপতির রং লাল হওয়াতে আমার কাছে দেখতে খুবই আকর্ষণীয় মনে হচ্ছে। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। কেননা রঙিন কাগজের প্রজাপতিটি সত্যি অনেক অনেক নিখুঁত করে তৈরি করেছেন। যার কারণে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এই রঙিন কাগজের প্রজাপতি টি কিভাবে তৈরি করেছেন তার প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

    ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

    রঙিন পেপার ব্যবহার করি আপনি অনেক সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন। আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে আপনার প্রজাপতি তৈরি। আপনি অনেক নিখুঁতভাবেই প্রজাপতি তৈরি করেছেন। আপনি অনেক সময় দিয়ে প্রজাপতি তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রজাপতি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

    ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য।

    বাহ রঙিন পেপার দিয়ে খুব সুন্দর একটি প্রজাপতির অরিগামি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

    ধন্যবাদ ভাইয়া,

    রঙ্গিন কাগজ ব্যবহার করে দারুন একটি প্রজাপতি তৈরি করেছেন ভাইয়া। এভাবে প্রজাপতি বানিয়ে বিছানার উপরের দিকের দেয়ালে লাগিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগবে। আপনার পোস্টটি দেখে এই প্রজাপতি বানানো শিখে গেলাম, আমি অবশ্যই এভাবে কয়েকটি প্রজাপতি বানিয়ে আমার রুমে লাগিয়ে রাখব। ধন্যবাদ ভাইয়া।

    আপনাকে অসংখ্য ধন্যবাদ,

    রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি প্রজাপতি বানিয়েছেন আপনি, এবং আপনার কালার সিলেকশন টা ভালো ছিল। আর সুন্দর বর্ণনার মাধ্যমে আমাদের সাথে তুলে ধরেছেন। ভালো থাকবেন সবসময় এবং ভালো ভালো কাজ আমাদের উপহার দেবেন এই কামনা করি।

    আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

    অনেকজনকেই অনেক রকমের প্রজাপতি বানাতে দেখেছি। তবে আপনার তৈরি প্রজাপতিটি সত্যিই অনেকটা ভিন্ন ধরনের। এবং দেখতেও অনেক বেশি আকর্ষণীয়। অনেক সুন্দর করে পুরো প্রজাপতিটির তৈরির ধাপ গুলো উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

    ধন্যবাদ আপু। আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

    প্রজাপতি তাকে দেখতে খুবই অসাধারণ। রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে এই প্রজাপতিটি। এত অসাধারন একটি পোস্ট আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ধাপে ধাপে কিভাবে তৈরি করেছেন খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে এটি। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

    ধন্যবাদ ভাইয়া, এবং আপনার জন্যেও শুভকামনা রইল।

    ওয়াও কি সুন্দর একটা প্রজাপতি। রঙ্গিন কাগজের তৈরি প্রজাপতি টি আমার খুবই ভালো লেগেছে। এরকম সুন্দর একটা প্রজাপতি আগে কখনো দেখিনি। আপনার জন্য আজ দেখতে পেলাম।আপনি অনেক সুন্দরভাবে প্রতিটি ধাপ তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইলো।

    আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান।

    আপনার তৈরি প্রজাপতি দেখতে অনেক সুন্দর হয়েছে। তৈরীর পদ্ধতি গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক ভালো লাগলো আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য

    ধন্যবাদ ভাই আপনার জন্য ও শুভকামনা রইল।

    রঙিন কাগজ দিয়ে দারুন একটি প্রজাপতি তৈরি করলেন। রঙিন কাগজের তৈরি প্রজাপতি গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনার প্রজাপতিটি দেখতে আমার কাছে একদম বাস্তবিক মনে হচ্ছে। এমনকি কালার কম্বিনেশন দারুন দিয়েছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

    আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আপনার গঠনমূলক মতামতের জন্য।

    এক কথায় অসাধারণ ভাই। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি প্রজাপতির অরিগামি তৈরি করেছেন। যা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। এছাড়া আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম রঙিন কাগজের কারুকাজ গুলো আমার কাছে অনেক ভালো লাগে। এরকম সুন্দর একটি রঙিন কাগজের কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

    ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য ও শুভকামনা রইল।

    ওয়াও রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে প্রজাপতি তৈরি করেছেন যেটা দেখতে অনেক সুন্দর লাগছে। এই ধরনের কিছু তৈরি দেখতে আমার খুবই ভালো লাগে ।বিশেষ করে রঙিন কাগজের জিনিস তৈরি সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার কর জন্য ধন্যবাদ।

    ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে বলার জন্য।

    রঙ্গিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি প্রজাপতি তৈরি করেছেন। কাগজটি লাল কালার হওয়ার কারণে প্রজাপতিটি দেখতে আরো বেশী সুন্দর লাগছে। তাছাড়া প্রজাপতি তৈরীর প্রতিটি ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো।

    ধন্যবাদ আপু, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

    প্রজাপতি অনেক মিষ্টি একটি প্রানী। আসলে প্রজাপতি যখন উড়ে যায় তখন বেশি সুন্দর লাগে। আপনার তৈরি প্রজাতি ছিলো অসাধারণ। আপনি কাগজের সঠিক ব্যবহার করেছেন। ধন্যবাদ

    আপনাকেও ধন্যবাদ জানালাম ভাইয়া। এত সুন্দর করে আমার কাজের প্রশংসা করার জন্য।

    রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার প্রজাপতিটি বেশ চমৎকার হয়েছে ।আমার কাছে তো খুবই ভালো লেগেছে ।বেশি ভাল লেগেছে আপনার কাগজের কালারটি। কাগজের কালার টির জন্য প্রজাপতিটিকে আরও বেশি আকর্ষণীয় দেখাচ্ছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি প্রজাপতি শেয়ার করার জন্য।

    ধন্যবাদ আপু এত সুন্দর করে আমার কাজের প্রশংসা করার জন্য।

    image.png


    রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি প্রজাপতির ক্রাফট সম্পন্ন করেছেন ভাই। লাল রংয়ের প্রজাপতিটিকে দেখতে অনেক সুন্দর লাগছিল। ক্রাফটি সম্পন্ন করার পদ্ধতি সুন্দর ভাবে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।


    image.png

    ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

    রঙিন পেপার দিয়ে আপনি খুবই সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন। দেখতে খুবই কিউট লাগছে। ধাপগুলো আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

    আপনার গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

    রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার একটি প্রজাপতি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের প্রজাপতি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে বিশেষ করে লাল রঙের কাগজ ব্যবহার করার কারণে এটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। এত সুন্দর একটি রঙিন কাগজের প্রজাপতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

    ধন্যবাদ ভাই

    রঙিন পেপার দিয়ে অসাধারন একটি প্রজাপতি তৈরি করেছেন আপনি ।।আপনার প্রজাপতি আমার কাছে বেশ ভালো লেগেছে।। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে ।।শুভকামনা রইল আপনার জন্য।।

    ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

    আপনি রঙিন পেপার দিয়ে প্রজাপতিটি অসাধারণ ভাবে তৈরি করেছেন।দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

    আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

    রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করার খুবই সুন্দর একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। কিছুদিন আগে আমিও এই ধরনের একটি রঙিন কাগজের প্রজাপতি তৈরি করেছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর করে রঙিন কাগজের একটি প্রজাপতি তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

    ধন্যবাদ ভাইয়া