আমরা যেখানে থাকার জন্য উঠেছি আমি আগেও বলেছি জায়গাটি অনেক লাক্সারিয়াস এবং কষ্টলি। সেখানে খাবারের দাম অনেক বেশি এবং বাহির থেকে কোন খাবার ভিতরে নেয়া যায় না। তার মানে কেউ যদি ভিতরের খাবার না খায় তাহলে তাদের বাহিরে কোথাও গিয়ে খেতে হবে। সেই কারণে আমরাও বাহিরেই খেতে গিয়েছি। যেহেতু নতুন জায়গা তাই সেখানকার একজন কে জিজ্ঞেস করলাম কোথায় ভাল রেস্টুরেন্ট আছে? পরে জানলাম কুটুম বাড়ী নামে একটি রেস্টুরেন্ট আছে যা খুবই পরিচিত। প্রথম দিন দুপুরের খাবার কুটুম বাড়ী তেই সেরে নিয়েছি।
আমরা একসাথে কয়েকজন গিয়েছিলাম খেতে। রিসোর্ট থেকে অটো নিয়ে সোজা চলে গেলাম কুটুম বাড়ী রেস্টুরেন্টে। সেখানে গিয়ে রেস্টুরেন্ট দেখে আমার ভাল লেগেছে। দোতলা রেস্টুরেন্টের নিচ তলায় বিলের কেষ আছে এবং মানুষ বসার কিছু টেবিল রাখা আছে। আমি ভাবলাম খুব বড় রেস্টুরেন্ট না। একজন স্টাফ আমাকে বললেন স্যার পরিবার নিয়ে এসেছেন উপরে কোলে যান বসার ভাল জায়গা আছে। আমি সবাইকে নিয়ে উপরে চলে গেলাম।
উপরে উঠে আমার মনটা ভরে গেল। আমি ভোজন রসিক মানুষ। খাবার খাওয়ার সময় পরিবেশ আমার কাছে খুব মেটার করে। দোতলার পরিবেশ দেখে ভাল লাগল। বিশেষ করে বসার জায়গাগুলো। বাঁশ এবং বেত দিয়ে বাঁধা চেয়ারগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা একটি বড় টেবিল দেখে চেয়ারে বসে পড়লাম। ভিতরের ডেকোরেশন সিম্পল হলেও খোলামেলা পরিবেশ এর জন্য সুন্দর দেখাচ্ছিল।
এবার শুরু হল আরেক সমস্যা। কে কি খাবে তার সিলেকশন। ট্যুরে পরিবারের বাহিরেও কেউ গেলে খাবার নিয়ে এই বিড়ম্বনায় পড়তে হয়। আমিও সেই বিড়ম্বনায় পড়েছি। পরে সবার মতামত নিয়ে ঠিক হল কেউ ফ্রাইড রাইস খাবে, কেউ প্লেইন রাইস খাবে, কেউ ঝাল চিকেন খাবে, কেউ ভর্তা খাবে। যাই হোক সবার মতামত নিয়ে অনেক কিছুই অর্ডার করেছি । আমি প্লেইন রাইস, ভর্তা এবং ঝাল মুরগীর মাংস খেয়েছিলাম।
ঝাল মুরগীর মাংস খেয়ে আমার নাক দিয়ে পানি ঝরছিল কিন্তু সত্যি কথা বলতে অনেক টেস্টি ছিল। সাথে শুটকি ভর্তা দারুন হয়েছিল। আমি এবং বাকিরা খুব তৃপ্তি করে খেয়েছি। খাওয়া শেষে বিল চলে এসেছে। বিল দেখে আমি খুশিই হলাম কারন যা ভেবেছিলাম তার থেকে কম এসেছে।
বিল দেয়ার পর কিছু ফটোসেশন করে আমরা কটেজের উদ্দেশ্যে রওনা হলাম। একটি কথা বলা হয়নি আমি সেখানে সালাদ তৈরি করার সময় শসা এবং লেবু কেটে দিয়েছিলাম এবং সেটা দেখে সেখানকার একজন স্টাফ খুব মজা পেয়েছে।
ডিভাইস | অপ্পো এ ৫৪ |
---|---|
বিষয় | কুটুম বাড়ী রেস্টুরেন্টে খাওয়া |
what3words location | https://what3words.com/matchbox.showerhead.impinging |
ক্রেডিট | @miratek |
আশা করি আমার পোস্ট আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রেস্টুরেন্টের নাম কুটুম বাড়ী বেশ ভালোই তো ৷ কুটুম বাড়ী রেস্টুরেন্ট বেশ ভালোই খাওয়া দাওয়া , সময় অতিবাহিত করেছেন মনে হচ্ছে ৷ রেস্টুরেন্ট ভিতরের ডেকোরেশন সিম্পল হলেও বেশ ভালোই সুন্দর আছে কিন্তু ৷ যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বিল দেখে আপনি খুশি হয়েছেন জেনে ভালো লাগলো ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুটুমবাড়ি রেস্টুরেন্টে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন জেনে খুব ভালো লাগলো। খাওয়া দাওয়ার মুহূর্ত গুলো খুব সুন্দর ভাবে অতিবাহিত করেছেন। রেস্টুরেন্টের পরিবেশ খুবই সুন্দর । চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেস্টুরেন্টে কাটানো এত সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit