রিভিউ। টি ভ্যালী রেস্টুরেন্ট।।

in hive-129948 •  2 years ago 
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আবার এসেছি আরেকটি নতুন পোস্ট নিয়ে। আসলে নতুন জায়গায় ঘুরতে গেলে আমার শখ নতুন নতুন খাবার খাওয়া আর যদি খাবার নতুন না হয় তাও নতুন নতুন রেস্টুরেন্ট এ খাওয়া। আসলে আপনারা অনেকেই জানেন ঢাকায়ই আমি নতুন নতুন রেস্টুরেন্টে খেতে পছন্দ করি । এখন আসল কথায় আসি, কদিন আগে শ্রীমঙ্গল গিয়েছিলাম অনেকেই জানেন। সেখানে গিয়ে প্রতি বেলায় কোন না কোন নতুন রেস্টুরেন্টে খেয়েছি। শুধু শ্রীমঙ্গল না যেখানেই আমি ঘুরতে যাই আমি চেষ্টা করি প্রতি বেলায় ভিন্ন ভিন্ন রেস্টুরেন্টের খাবার টেস্ট করতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টি ভ্যালি নামক রেস্টুরেন্ট এর রিভিউ নিয়ে।


GridArt_20230320_233002754.jpg

আমরা সারাদিন ঘুরে যখন সন্ধ্যায় রিসোর্ট এ ফিরেছি। রিসোর্ট এ ঢুকে ফ্রেশ হতে হতে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল। এতক্ষণ কেউ কিছু টের পায়নি, কিন্তু ফ্রেশ হওয়ার পর সবার এত ক্ষুধা লেগেছে যে আর থাকতে পারছিলাম না। একজনকে জিজ্ঞেস করতে বলল টি ভ্যালি তে চলে যান সুন্দর পরিবেশ। আমরা আর অপশন সিলেক্ট করার সময় নেই বলে টি ভ্যালিতেই চলে গেলাম। যেই জিপ নিয়ে ঘুরেছি সেই জিপ নিয়েই আমরা চলে গেলাম টি ভ্যালিতে। টি ভ্যালির সামনে বিশাল বড় স্পেস। গাড়ি পার্কিং এর জন্যও আলাদা জায়গা আছে।

IMG20230226193443.jpg

IMG20230226193453.jpg

IMG20230226193718.jpg

IMG20230226193449.jpg

ঢুকতেই একজন মাঝ বয়সী লোক আমাদের খুব সাদরে আমন্ত্রণ জানালেন। উনার ব্যবহার দেখে খুব ভাল লাগল। রেস্টুরেন্টে ঢুকে মোটামুটি ভাল লেগেছে। প্রথমে আমরা নিচে বসার প্রিপারেশন নিয়েছিলাম। পরে সেই ভদ্রলোক আমাদের বললেন আপনারা যদি খোলামেলা পরিবেশ পছন্দ করেন তাহলে দোতলায় চলে যান সেখানে ভাল লাগবে। ভাবলাম মুরুব্বী যেহেতু বলেছেন উল্টাপাল্টা বলার কথা না। চলে গেলাম দোতলায়।

IMG20230226193458.jpg

IMG20230226193537.jpg

দোতলায় উঠে আমার খুব ভাল লেগেছে। পুরো একটা ছাদ জুড়ে চেয়ার টেবিল বিছানো। আশপাশ অন্ধকারের মধ্যে ভাল লাগছিল দেখতে। আমরা লম্বা টেবিল দেখে বসে পড়লাম। আমি একটি সাজানো গাছ দেখার জন্য ছাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম । পরে নিচের দৃশ্য দেখে খুব ভাল লাগল। অনেক ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু আসলে মানুষের ভিড়ে ছবি তোলার পরিবেশই তৈরী করতে পারিনি। তারপরও কিছু ছবি তুলেছি। দেখুন গাছটি বাতি দিয়ে সাজানো তে সুন্দর লাগছে।

IMG20230226193840.jpg

IMG20230226193709.jpg

আমরা এর মধ্যে খাবার অর্ডার করেছিলাম। সবার সম্মতিতে বাসমতি কাচ্চি সাথে কাবাব, রোস্ট অর্ডার করেছিলাম। খাবার এসেছে দেখে আমি টেবিলে গিয়ে বসে এদিক সেদিক তাকিয়ে খাবারের কিছু ছবি তুলে নিলাম। খাবার খেয়ে আমার ভাল লেগেছিল। কাচ্চি বিরিয়ানি এর সাথে আমি সাধারণত রোস্ট খাইনা তবে সেদিন আমার ভাল লেগেছিল খেয়ে। খাবারের ছবি তোলার সময় একজন জিজ্ঞেস ও করে বসল একা একা এত ছবি তুলছেন কেন? শুনে একটু ইতস্তত বোধ করছিলাম তাও তুলেছি।

IMG20230227214655.jpg

IMG20230227214648.jpg

IMG20230227214717.jpg

IMG_20230320_215550.jpg

টাইটেলরেটিং (১০)
খাবার৮.৫
সার্ভিং৭.৫
সার্ভিস৯.০
পরিবেশ৮.৫

খাওয়া শেষে জিপ নিয়ে আবার চলে আসলাম রিসোর্ট এ।

ডিভাইসঅপ্পো এ ৫৪
বিষয়টি ভ্যালী রেস্টুরেন্ট রিভিউ
what3words locationhttps://what3words.com/gatehouse.warblers.fanatic
ক্রেডিট@miratek

আশা করি আমার পোস্ট আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

টি ভ্যালি রেস্টুরেন্ট ভ্রমণ করে অনেক সুন্দর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
আপনার কথাগুলো পড়ে মনে হলেও পরিবেশটা অনেক সুন্দর।
বিশেষ করে খাবারের ফটোগ্রাফি গুলা দেখে লোভে পড়ে গেলাম।
লেগ পিস দেখে তো লোভ সামলানোই মুশকিল।।

টি ভ্যালী রেস্টুরেন্টে কখনো যাওয়া হয়নি,তবে আপনার রিভিউ দেখে মনে হচ্ছে বেশ পরিপাটি ও খাবারের মান অনেক ভালো। অনেক ধন্যবাদ খুব চমৎকার একটি রিভিউ আমাদের মধ্যে শেয়ার করার জন্য ভালো থাকবেন ভাই।

টি ভ্যালি রেস্টুরেন্টে রিভিউ পড়ে বুঝতে পারলাম।
টি ভ্যালি রেস্টুরেন্টে পরিবেশ অনেক সুন্দর। খুবই সুন্দর একটি রেস্টুরেন্টে রিভিউ আমাদের মাঝে শেয়ার করবার জন্য অনেক ধন্যবাদ।