মুভির নাম | দি গ্রে ম্যান |
---|---|
পরিচালক | অ্যান্থনি রুশো, জো রুশো |
প্রযোজক | অ্যান্থনি রুশো, জো রুশো,জো রুথ, জেফ কিরশেনবাউম,মাইক লরোক্কা,ক্রিস কাস্টাল্ডি,পলক পাটেল |
চিত্রনাট্যকার | ক্রিস্টোফার মার্কাস, স্টিফেন ম্যাকফিলি, জো রুশো |
অভিনয়ে | রায়ান গসলিং,ক্রিস ইভানস,ধনুষ,জেসিকা হেনউইক,অ্যানা ডি আর্মাস,জুলিয়া বাটার্স,রেগে জিন পেইজ |
প্রযোজনা কোম্পানি | এজিবিও, রুথ ফিল্মস, নেটফ্লিক্স |
দেশ | ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা |
ভাষা | ইংরেজি |
মুক্তির তারিখ | জুলাই ২২, ২০২২ |
সময় | ১২২ মিনিট |
মূল কাহিনী
কোর্টলেন্ড জেন্ট্রি নামের একজন লোক যার জন্ম ১৯৮০ সালে একটি মার্ডার কেসে জেলে যায়। ২০০৩ সালে ফিযরয় নামের একজন সি আই এ এজেন্ট জেন্ট্রিকে সি আই এর সাথে কাজ করার একটি অফার দেয় যেখানে জেন্ট্রি সিএরা প্রোগ্রামে একজন এলিট এজেন্ট হয়ে কাজ করবে। কোনভাবে জেন্ট্রিও অফারটি গ্রহন করে। সি আই এ তে তার নাম সিক্স এবং যেহেতু সে ধোয়াটে হিসেবে কাজ করবে তাই তাকে গ্রে মেন ও বলা হয়।
সি আই এ তে যোগ দেয়ার আঠারো বছর পর সিক্স (গ্রে মেন) বেংককে একটি মিশনে যায় একজন মাফিয়া কে মারার জন্য। সেখানে তাকে সাহায্য করে মিরান্ডা নামের আরেক এজেন্ট।সেই মাফিয়া কে মারতে গিয়ে সিক্স জানতে পারে যাকে তার সি আই এ চিফ (ডেনি) মারার জন্য পাঠিয়েছে সে সিক্সের পূর্বের কলিগ। সেই কলিগ মারা যাওয়ার আগে সিক্স কে একটি মেমোরি কার্ড দিয়ে যায়। পরে সিক্স চীফের ফোন কল পেয়ে বুঝতে পারে চীফের কুকীর্তির প্রমান এই মেমোরি কার্ডে আছে। সিক্স দ্রুত ফিযরয়ের সাথে যোগাযোগ করে এবং ফিযরয় সব শোনে কিছু লোক পাঠায় সিক্সকে নিরাপদে নেয়ার জন্য।
এদিকে ডেনি বুঝতে পারে সিক্স তার কুকীর্তির কথা জানে এবং চিফ ডেনি তার সাথে হাভারড ভারসিটিতে যাওয়া এবং এক্স সি আই এ কর্মকর্তা সোসিওপেথ কিলার লয়ড কে ভাড়া করে সিক্সের কাছ থেকে মেমোরি কার্ড নিয়ে আসার জন্য এবং সিক্সকে মেরে ফেলার জন্য। লয়ড প্রথমেই ফিযরয়ের ভাগ্নীকে উঠিয়ে নিয়ে আসে তারপর ফিযরয় কে একটি ফিউনারেল থেকে উঠিয়ে নিয়ে আসে। লয়ড ফিযরয়ের ভাগ্নীকে মেরে ফেলার হুমকি দেয় এবং পরে ফিযরয় তার লোকদের বলে সিক্সকে মেরে ফেলতে। সিক্স এবং ফিযরয়ের লোকদের মধ্যে মারামারিতে বিমান ক্রাশ করে এবং ফিযরয়ের লোকদের মেরে সিক্স বিমান থেকে লাফ দিয়ে প্যারাসুট দিয়ে রক্ষা পায়। পরে সিক্স ফিযরয়ের সাথে কথা বলে বুঝে লয়ড ফিযরয়ের ভাগ্নীকে এবং ফিযরয়কে জিম্মি করে রেখেছে।
একটি কথা বলে রাখি ২ বছর আগে সিক্স ফিযরয়ের ভাগ্নির দেখাশুনা করত। সিক্স বের হয়ে গেল ভিয়েনার পথে মামা ভাগ্নীকে মুক্ত করার জন্য। ভিয়েনাতে সিক্স ডুপ্লিকেট পাসপোর্ট বানাতে গিয়ে এক লোকের ট্রেপে পরে যায়।লোকটা লয়ড সিক্সকে ট্রেপে ফেলে লয়ড কে খবর দেয়। সেখানে লয়ড আসে সিক্সকে ধরতে কিন্ত নিজের টেকনিক এবং আরেক এজেন্ট কলিগ মিরান্ডার সহায়তায় সেখান থেকে বেচে ফিরে এবং প্রাগে চলে যায়। প্রাগে ফিযরয়ের এক্স কলিগ থাকে যার কাছে সিক্স বেংকক থেকে ডেনির কুকীর্তির মেমোরি কার্ডটি মেইল করে পাঠায়।
এদিকে ফিযরয়কে টরচার করে লয়ড প্রাগে থাকা এক্স কলিগের ঠিকানা বের করে ফেলে। সেখানে সিক্স ডেনির কুকীর্তিগুলো আরও গভীরভাবে জানতে পারে। এর মধ্যে লয়ড তার লোক পাঠায় প্রাগে এবং সেখানে অনেক হট্টগোল হয়। সিক্স সেখান থেকে পালিয়ে যেতে নিলে সেখানকার পুলিশ তাকে ধরে হেন্ডকাফ দিয়ে রাস্তায় একটি বেঞ্চের সাথে আটকে রাখে। লয়েড সেখানে তার নিজস্ব কিছু ফোর্স পাঠায় সিক্স কে মারার জন্য। সেখানেও অনেক হট্টগোল হয় সারা রাস্তা জুড়ে। সেখান থেকে সিক্স এবং মিরান্ডা ফিযরয়ের ভাগ্নীর শরীরে থাকা পেসমেকার কে ট্র্যাক করার জন্য হাসপাতালে যায়। সেখানে লয়েড এর আরেক লোক অভিক সান মেমোরি কার্ড আনার জন্য যায়। সেখানে মিরান্ডা, সিক্স এবং অভিক সানের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে অভিক মেমোরি কার্ড নিয়ে যায় এবং সেটি লয়েড এর কাছে দিয়ে দেয়।
এদিকে সিক্স এবং মিরান্ডা পেসমেকার ট্রেস করে লয়েডের আস্তানায় যায়। সেখানে গিয়ে মিরান্ডা বেকাপ এ থেকে ভিলেন দের সাথে ফাইট করে আর সিক্স ফিযরয় ও তার ভাগ্নীকে উদ্ধার করে আনতে যায়। আস্তানা থেকে বের হওয়ার সময় ফিযরয়ের বুকে গুলি লেগে যায় এবং সে তার ভাগ্নীকে নিয়ে সিক্সকে চলে যেতে বাধ্য করে।সিক্স ফিযরয়ের ভাগ্নীকে নিয়ে বেশিদূর যেতে পারেনি। পরে লয়েড ফিযরয়ের ভাগ্নীকে কেপচার করে ফেলে। অত:পর সিক্স এবং লয়েডের মধ্যে ফাইটের মাঝে লয়েডেরই বান্ধবী আরেক এজেন্ট এসে লয়েডকে গুলি করে মেরে ফেলে। ডেনি তার মেমোরি কার্ডটি ডেস্ট্র্য় করে ফেলে। ডেনি কে সি আই এ হেড কোয়ার্টার সাসপেন্ড করে রাখে। ফিযরয়ের ভাগ্নীকে ডেনি ওয়াশিংটন এ একটি গোপন বাংলো বাড়িতে আটকে রাখে এবং সিক্স কে আর্মির কাস্টডিতে রেখে চিকিৎসা দিচ্ছে। সিক্স সেখান থেকে পালিয়ে ফিযরয়ের ভাগ্নীকে উদ্ধার করে পালিয়ে যায়।
এই মুভিটি একটি একশন থ্রিলার মুভি। পুরো মুভিতে কিছুক্ষণ পর পর একশন ছিল। আমার কাছে খুবই ভাল লেগেছে।
আমার এই মুভির জন্য রেটিং
৮/১০
জনপ্রিয় একটি মুভি আপনি আমাদের মাঝে রিভিউ করে শেয়ার করেছেন দেখি আমার বেশ ভালো লাগলো। তবে এটা সত্য যে আপনার রিভিউ করার ধরনটা বেশ সুন্দর ছিল। আশা করি আরো অনেক মুভি এভাবে রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য। একশন মুভি আমার বরাবর ভাল লাগে। আমি মুভি রিভিউ নিতেও পছন্দ করি আর তাই আশা করি প্রাইই মুভি রিভিউ দেয়া হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দরভাবে রিভিউ দিয়েছেন আপনি।এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে গুছিয়ে রিভিউটা দেয়ার জন্য। আশা করি আপনার ভাল লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit