পুনরায় শৈশবকালে ফিরে যেতে পারতাম।

in hive-129948 •  3 months ago 

61567678_2938258642858484_1402212564791721984_n.jpg

আসলে আমরা যতই বড় হতে থাকি ততই আমরা শৈশবকালটাকে মিস করতে থাকি। কারণ শৈশবকালে ছিল আমাদের জীবনটা পুরোই স্বাধীন। যে সময় আমাদের বাইরে জগত সম্পর্কে কোন ধারণা ছিল না এবং আমরা মনের আনন্দে চারিদিক ঘুরে বেড়াতাম এবং বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম। আসলে জীবনে যত সময় যেতে থাকে ততই আমরা বড় হতে থাকি এবং মৃত্যু দিকে এগিয়ে যাই। আমার মনে হয় যে শৈশব কালটা তাদেরই রঙিন ছিল যারা মধ্যবিত্ত এবং গরিব পরিবারের জন্মগ্রহণ করেছে। কারণ ধনী লোকের ছেলেরা কখনো শৈশব কালটাকে পুরোপুরি উপভোগ করতে পারে না। কারণ তারা থাকে ঘরের দেয়ালের মধ্যে আটকা। আর যারা গরীব শ্রেণীর লোক তারা কিন্তু একদিক থেকে কষ্ট পায় কিন্তু কষ্টের মাঝেও তাদের শৈশবকালটা সুন্দর কাটে।

কারণ এই পৃথিবীতে সবাই কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে না। যদিও যারা জন্মগ্রহণ করে তাদের ভিতরে বেশিরভাগ বাচ্চারা শৈশব কালে বাইরের বন্ধু-বান্ধব তৈরি করতে পারেনা। কারণ তাদেরকে নিজেদের বাড়ির ভিতরে রাখা হয় এবং বিভিন্ন খেলাধুলার সামগ্রী দিয়ে তাদেরকে একটা জায়গায় আবদ্ধ করে রাখা হয়। আসলে যারা বাইরের পরিবেশের সঙ্গে এবং বাইরের বাচ্চাকাচ্চাদের সঙ্গে মিশতে পারে না তারা জীবনে অবশ্যই ম্যানারটা শিখতে পারেনা। কারণ আপনি আপনার বাচ্চাকে যত ভালো কাজ করা শেখাবেন সে ততোই ভালো কাজ করতে শিখবে। এছাড়াও আমরা যদি একে অপরের সাথে মিলেমিশে থাকতে না পারি তাহলে আমরা কিন্তু সমাজের ঠিকঠাক ভাবে বসবাস করতে পারবো না।

কারণ একটা ছোট বাচ্চা যখন অন্য একটা বাচ্চা সঙ্গে খেলা করবে সে তখন আস্তে আস্তে খেলা করতে করতে তার সাথে একটা ভালো সম্পর্কে আবদ্ধ হয়ে পড়বে। আসলে এই ভালো সম্পর্ক থেকে পরবর্তীতে তারা একে অন্যের সাহায্যে সবসময় এগিয়ে আসবে। আর আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজের সবার সাথে যদি মিলেমিশে শৈশব কাল থেকে খেলাধুলা করতে করতে বড় হই তাহলে তাদের প্রতি আমাদের একটা অধিকার এবং ভালোবাসা জন্মায়। আর এই অধিকার এবং ভালোবাসা থেকেই আমরা পরবর্তীতে কোন বিপদে-আপদে পড়লে তাদের সাহায্যে সবসময় এগিয়ে আসি।

কারণ তারা শুধু আমাদের শৈশব কালের বন্ধু। আর শৈশবকালের মধুর সময়ে তারা তাদের সবসময় পাশে থেকেছে। আরে এজন্য শৈশব কালটিতে আমরা যদি ঠিকঠাক আনন্দ করে নিতে না পারি তাহলে ভবিষ্যতে আর ভালোভাবে কাটাতে পারব না। কারণ শৈশবকালের পর যখন আমরা বাইরের পরিবেশ সম্পর্কে কিছু না কিছু বুঝতে শুরু করে দেব তখন আমাদের বিভিন্ন কাজ এসে ঘাড়ে চাপবে। এছাড়াও এই পরিশ্রমের জীবনে আমরা কখনো আমাদের সেই শৈশবকালের বন্ধুদেরকে একটু ভালো সময় দিতে পারবো না। কারণ তখন আমরা একদম বাস্তব জীবনে চলে আসব এবং বাইরের সংগ্রাম সম্পর্কে বুঝতে চেষ্টা করব।

আসলে একটা বিষয় হলো যে আমরা যদি সব সময় সবার সাথে আনন্দ সময় কাটাতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকবো এবং সব সময় এসব মানুষদের আমরা পাশে পাব। কারণ যারা আমাদের পাশে থাকে সবসময় তারা কখনো আমাদের ক্ষতি করে না। আর এজন্য আমি তাদেরকেই ভাগ্যবান বলবো যারা তাদের শৈশবকালটা পুরোপুরি উপভোগ করতে পেরেছে এবং শৈশবকালে বিভিন্ন বন্ধুর সাথে এখনো তাদের যোগাযোগ রয়েছে। কারণ শৈশবকালের সব কথা যখন আমাদের মনে পড়ে তখন আমাদের সত্যিই খুব কষ্ট হয়। আর তখন আমরা ভাবতে থাকি যে আমরা যদি আবার পুনরায় শৈশবকালে ফিরে যেতে পারতাম।

আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টাইপ: চৌর্যবৃত্তি।

এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:
https://steemit.com/hive-129948/@thinking.element/5c8kww