এই শহরে নাটকের পর্ব:২

in hive-129948 •  last year  (edited)

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের নাটক সিনেমা দেখতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে বাংলা নাটক দেখতে বেশি ভালো লাগে। মাঝেমধ্যে যখন সময় পাই তখন বাংলা নাটক দেখি। আমার মনে হয় বাংলা নাটক দেখতে কম বেশি সবারই অনেক ভালো লাগে। আজকে আমি আমার দেখা একটি নাটকের রিভিউ শেয়ার করব আপনাদের সাথে। নাটকটির নাম হচ্ছে এ শহরে। নাটকটি আমার খুবই ভালো লেগেছে। নাটকটির নায়ক ছিলেন আফরান নিশো এবং নায়িকা ছিলেন মেহজাবিন চৌধুরী। এই নাটকের কিছু অংশ আমি আগে পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি। এজন্য আজকে বাকি অংশ শেয়ার করব আপনাদের সাথে। আশা করি প্রথম অংশটি পড়ে আপনাদের খুবই ভালো লেগেছে।

Screenshot_20230913-224050.png

youtube থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

মুভির নামএ শহরে
পরিচালকআশফাক নিপুন।
মুক্তিপ্রাপ্ত১৬ সেপ্টেম্বর ২০২২ সালে
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
দৈর্ঘ্য১ঘন্টা ৯মিনিট
অভিনয়আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, আনোয়ার হোসেন, শিখা মৌ, আরো অনেকেই
প্লাটফর্মইউটিউব

কাহিনী সারসংক্ষেপ

Screenshot_20231003-114529.png

youtube থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

Screenshot_20231008-210343.png

youtube থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

আগের পর্বে আপনাদের বলেছিলাম বাচ্চাটি তারা নিজের কাছে রেখে দিয়েছে। বাচ্চাটি রাখার নিয়ে তাদের দুজনের মধ্যে ঝামেলা তৈরি হয়েছে। তারা বাধ্য হয়ে রাজি হল বাচ্চাটি রাখার জন্য। কিন্তু ঝামেলা হচ্ছে দুজনই তো বাইরে চাকরি করে বাচ্চাটির দেখাশোনা করবে কিভাবে। এইজন্য ঠিক করল একজন বাইরে যাবে তখন আর একজন বাচ্চাটিকে সামলাবে। এভাবে একজন সারাদিন দেখবে আর একজন সারারাত দেখবে।

Screenshot_20231009-110653.png
youtube থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

Screenshot_20231009-110830.png
youtube থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

মহিলাটি যখন কাজে গেল তখন লোকটি ফোন দিয়ে বলল বাচ্চা অসুস্থ। মহিলাটি ছুটি নেয়ার জন্য ও তার বসকে বললো। কিন্তু সে ছুটি দিতে রাজি হচ্ছিল না মহিলার কি মিথ্যে বলে ছুটি নিয়ে এলো।

Screenshot_20231009-111120.png
youtube থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
Screenshot_20231009-111111.png
youtube থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

Screenshot_20231009-111254.png
youtube থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

দুইজন মিলে বাচ্চাটি খুবই যত্ন করলো। দুজনেরই বাচ্চাটির প্রতি খুবই মায়া জন্মাতে থাকলো। ওরা তো এনেছিল বাচ্চাটি কি বিক্রি করার জন্য। বাচ্চাটিকে বিক্রির জন্য আবার একটি খোঁজ এলো। বাচ্চাটিকে বিক্রি করবে সৌদি আরবের একজনের কাছে।

Screenshot_20231009-111410.png
youtube থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

লোকটি এসে বলছে বাচ্চাটি তো রাজ কপাল নিয়ে এসেছে। বাচ্চাটির জন্য ডবল টাকা দিতে রাজি হয়েছে। সৌদি আরবের একজন বাচ্চাটিকে কিনে উটের পিছনে বেঁধে উটের দৌড় প্রতিযোগিতা করবে। শুনে দুজনেরই মন খারাপ হয়ে গেল।

এরপরের পোস্টের মাধ্যমে আমি আপনাদের জানাবো ওরা বাচ্চাটিকে কি করলো।

আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

নাটকের লিংক:

আপনাদের সুবিধার জন্য নাটকের লিংকটি দিয়ে দিলাম।

IMG-20220829-WA0016.jpg

আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন আপনার শেয়ার করা এই শহরে নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে নাটকের পুরো কাহিনী পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। বাচ্চাটিকে সৌদি আরবের একজনের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। বাচ্চাটিকে উটের পেছনে বেঁধে উট দেড় প্রতিযোগিতা করবে জানতে পেরে বেশ খারাপ লাগলো। নাটকের নাম লেখার ক্ষেত্রে হয়তো একটু মিসটেক হয়ে গিয়েছে আশা করি ঠিক করে নেবেন।

  ·  last year (edited)

এই নাটকের নাম এই শহরে। ধন্যবাদ ভাইয়া ভুল ধরিয়ে দেওয়ার জন্য।

এই শহরে নাটকটির দ্বিতীয় পর্বের রিভিউ পড়তে দারুন লেগেছে আমার কাছে। বাচ্চাটাকে বিক্রি করার জন্য এনেছিল তারা এবং বিদেশি একজনের কাছে বিক্রিও করে দিয়েছিল। তবে উটের পিছনে বেঁধে উটের দৌড় প্রতিযোগিতা করবে এটা শুনে তো মনটা খারাপ হয়ে গেল। আর ওদের ও খারাপ লেগেছিল এটা শুনে। যাইহোক আপনি সম্পূর্ণ কাহিনী রিভিউর মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দর করে ভাগ করে নিয়েছেন দেখে ভালো লেগেছে।

আমি নাটক দেখতে অনেক বেশি পছন্দ করি। আর নাটকের রিভিউ পোস্ট পড়তেও খুব ভালো লাগে। আজকে আপনি এই শহরে নাটকের দ্বিতীয় পর্ব আমাদের মাঝে রিভিউর মাধ্যমে ভাগ করে নিয়েছেন দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এই নাটকের কাহিনী পড়ে আমার কাছে অনেক খারাপ লেগেছে, বিশেষ করে শেষের দিকটায়।