ফুলের ফটোগ্রাফি 🌺🌼

in hive-129948 •  3 months ago 

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।আমিও ভালো আছি । আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করতেও আমার অনেক ভালো লাগে। সেটা যদি হয় ফুলের ফটোগ্রাফি তাহলে তো আর কথাই নেই। আমার মনে হয় আমার মত সবারই ফুল অনেক ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ফটোগ্রাফি।

20240905_113148.jpg

এই ফুলটি হচ্ছে চিচিঙ্গা গাছের ফুল। চিচিঙ্গা এক ধরনের সবজি। চিচিঙ্গা হওয়ার আগে গাছে এ ধরনের ফুল ফোটে।এই ফুলগুলো আমার খুবই ভালো লাগে। বেশ কয়েকদিন আগে আমাদের গাছে এই ফুলটি ফুটে ছিল। এই ফুলটির রং একদম হলুদ।

20240622_114522.jpg

এই ফুলটির নাম হচ্ছে জবা ফুল।বিভিন্ন ধরনের জবা ফুল আছে। তার মধ্যে আমার কাছে সব থেকে এই ফুলটি বেশি ভালো লাগে। বেশিরভাগ জবা ফুল লাল রংয়ের হয় হয়। কিন্তু এই ফুলটি একদম আলাদা।

20240622_114505.jpg

এই ফুলটির নামও জবা ফুল।এই ফুলটির রং একদম টকটকে লাল। বেশিরভাগ সময় গাছে এই ফুলটি দেখা যায়। এই ফুলটি লাল কালার এইজন্য দেখতে খুবই আকর্ষণীয়।

20240621_175009.jpg

এই ফুলটির নাম হচ্ছে রঙ্গন ফুল।রঙ্গন ফুলের বিভিন্ন ধরনের কালার রয়েছে। বেশিরভাগ সময় আমরা রঙ্গন ফুলের লাল কালার টি দেখতে পাই। কিন্তু এই রঙ্গন ফুলটি একদম গোলাপি রঙের।

20240621_172553.jpg

এই ফুলটির নাম হচ্ছে কাঠ গোলাপ। কাঠগোলা ফুল আমার কাছে অনেক ভালো লাগে। আমার মনে হয় বেশিরভাগ মানুষই কাঠ গোলাপ ফুল পছন্দ করে। বেশ কয়েকদিন আগে ঘুরতে গিয়ে এই ছবিটি তুলেছিলাম। পুকুর পাড়ে কাঠ গোলাপ গাছ খুবই সুন্দর লাগছে।

আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

ফটোগ্রাফার@mithila19
ডিভাইসsamsang note 10 lite

IMG-20220829-WA0016.jpg

আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপনার ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো আপু। বিশেষ করে জবা ফুলগুলোর ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব দক্ষতার সাথে আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

কয়েকটি সুন্দর ফুলের ফটোগ্রাফি দিয়ে আজকের ফটোগ্রাফি অ্যালবামটি সাজিয়েছেন। প্রত্যেকটি ফুল ভীষণ সুন্দর হয়েছে। কাঠগোলা ফুল আমার অনেক পছন্দ। জবা ফুলের ফটোগ্রাফি দুটি বেশ দারুণভাবে ক্যাপচার করেছেন দেখে বেশ ভালো লাগলো। সুন্দর ফটোগ্রাফি গুলো বিস্তারিত বর্ণনা সহকারে শেয়ার করার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ।

শেষের ছবি টাই একটুখানি ফোকাসের গন্ডগোল হয়ে গেছে নইলে প্রতিটা ছবি বেশ চোখে লেগে থাকার মত হয়েছে। এখানে কমবেশি আমরা প্রত্যেকেই ফুলের ছবি পোস্ট করি। আর সেই গুলো দেখতে স্বর্গীয় মনে হয়।

ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।