আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনার সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে।বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতেও আমার অনেক ভালো লাগে। বেশ কয়েকদিন আগে আমি গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে সিনেমা দেখার জন্য। সিনেমা হলে গিয়ে আমার আগে কখনো সিনেমা দেখা হয়নি। এই প্রথম সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব এই জন্য আমি খুবই আনন্দিত ছিলাম। তাই ভাবলাম আমার আনন্দের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি।আমরা আগের থেকে টিকিট কেটে যায়নি। প্রথমে তো ভেবেছিলাম আমরা মনে হয় টিকিট পাবো না।
টিকিট পেলাম কিন্তু ৪০ মিনিট পরে শুরু হবে সিনেমা।টিকিটের দাম নিয়েছিল ৫০০ টাকা। আমরা যেহেতু তিনজন গিয়েছিলাম আমাদের ১৫০০ টাকা লেগেছিল। যেহেতু আমাদের কাছে সময় আছে আমরা একটু ঘুরাঘুরি শুরু করলাম।
ঘুরাঘুরি শেষ করে আমরা কিছু খাবার কিনে নিলাম। যেমন পপকর্ন এবং চিকেন ফ্রাই। সিনেমা দেখতে দেখতে পপকর্ন খাওয়ার মজাই আলাদা। অন্য জায়গার তুলনা এখানে পপকার্নের দাম একটু বেশি ছিল। তবুও কি করার সিনেমা দেখতে গিয়েছি পপকর্ন তো খেতেই হবে।
এরপরে আমরা হলে প্রবেশ করলাম। হলে গিয়ে দেখি আমরাই প্রথম ঢুকেছি হলের মধ্যে। আরো দুই একজন ছিল। সিনেমা হলে ঢুকে আমাদের খুবই ভালো লাগছিল। এরপরে আমরা সিট খুঁজে বসে পড়লাম।
কিছুক্ষণের মধ্যেই সিনেমা শুরু হলো।আমরা গিয়েছিলাম বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সিনেমা দেখতে। বাংলাদেশ এবং ভারতের যৌথ সিনেমা। সিনেমার নাম ছিল তুফান।সিনেমার নায়ক নায়িকা ছিলেন বাংলাদেশের নায়ক শাকিব খান এবং ভারতের নায়িকা মিমি চক্রবর্তী।
সিনেমার প্রথম দিকে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কিন্তু শেষের দিকটা খুবই ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে চঞ্চল চৌধুরীর অভিনয়। এখানে শাকিব খানের ডবল পার্ট থাকে। সব মিলে সিনেমাটি খুবই সুন্দর হয়েছে।
সিনেমা শেষ হওয়ার পর সবার মুখে হাসি ছিল। আশা করি সিনেমাটি আপনারা দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
ফটোগ্রাফার | @mithila19 |
---|---|
ডিভাইস | samsang note 10 lite |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
সিনেমা হলে গিয়ে কখনও মুভি দেখিনি। এই অভিজ্ঞতা টা এখনও বাকি। আপনার পোস্ট টা দেখে ভালো লাগল। মাল্টিপ্লেক্সে পপকর্ন এর দাম বেশিই নিয়ে থাকে। তুফান তো এই বছরের আলোচিত একটা সিনেমা। যদিও আমি দেখিনি কিন্তু শুনেছি অনেক ভালো হয়েছে নাকী মুভিটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের ওইখানে তো দেখছি, সিনেমা হলে টিকিটের দাম অনেক বেশি আপু। যাইহোক, প্রথম হলে গিয়ে সিনেমা দেখা হিসেবে আপনার অভিজ্ঞতা মোটামুটি ভালো ছিল যা জেনে খুব খুশি হলাম। আর সিনেমা হলে এমনিতেও খাবার দাবারের দাম বেশি থাকে । যাইহোক, ভালো লাগলো আপু আপনার পোস্ট টি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit