এইতো সেদিনের কথা। হালকা শীতের আভাস। দিনটা ছিল বুধবার। সাধারণত অন্যান্য দিনের মতোই আমার বন্ধুর মেসে যাচ্ছিলাম। পড়াশোনার কারণে অনেক সময় অনেক কিছু বুঝিয়ে নিতে বন্ধুর কাছে গিয়ে গ্রুপ স্টাডি করতাম।
কিন্তু সেদিন হঠাৎ রিক্সা থেকে নেমে রিকশাওয়ালাকে টাকা দেওয়ার পর সামনের দিকে হাঁটছিলাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখি কয়েকটা মিসকল। আর ফোন দিতে গিয়ে দেখি ব্যালেন্স নেই। তড়িঘড়ি করে ফ্লেক্সি লোড দেওয়ার জন্য দোকান খুজতেছিলাম। হঠাৎই ফ্লেক্সিলোডের দোকান এর মধ্যে বোরকা পরে তো একটা মেয়ে শুধু চোখদুটো বের হয়ে আছে ফোনে টাকা তুলে ওখান থেকে বের হয়ে আসতেছিল। মেয়েটিকে দেখার সাথে আমার হৃদয়ের গহীনে হৃদস্পন্দন কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তারপর নাম্বার লিখতে গিয়ে দেখি আগের নাম্বারটা এত টাই সহজ যে একবার দেখলে ভুলবার নয়। তো একবার দেখতেই নাম্বারটা মাথায় সেভ হয়ে গেল।
তারপর বের হয়ে গিয়ে দেখি নেই তাকে আর খুঁজে পাইনি। কি আর করার মনটা খারাপ করে বন্ধুর মেসে এর দিকে হাটতে থাকলাম। বন্ধুর কাছে গিয়ে পুরো কাহিনী খুলে বললাম। তুই বন্ধু বলল এই নাম্বারে একটা ম্যাসেজ দিয়ে দেখ দেখ কি হয়। সাথে সাথে মেসেজ দিলাম। রিপ্লাইয়ের অপেক্ষায় থাকলাম। কাজগুলো শেষ করে বন্ধুর নাম আজ থেকে আমার মেসের দিকে রওনা দিলাম । হঠাৎই রিপ্লাই আসলো এবং কিছুক্ষণ পর বুঝতে পারলাম মেয়েটা বিবাহিত।
আসলে ভালো লাগাটা এরকম। হঠাৎ দেখাতেই ভালো লেগে যায় কিন্তু তার কোন সমাধান থাকেনা। আর সব ভালোবাসাই কখনো পূর্ণতা পায় না। হয়তো আমারটাও এর মধ্যে ছিল। সব ভালোবাসা কখনো পূর্ণতা পায় না কিছু কিছু ভালোবাসার সম্পর্কের শেষে প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়।
পোস্টটি পড়ার জন্য আপনাদের মনের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা ❤️💞।
আমার বাংলা ব্লগ কমিউনিটি তে জেনারেল কিছু পোস্ট করতে হলে অবশ্যই কিছু ছবি ব্যবহার করতে হবে। বিস্তারিত জানতে আপনি আমাদের কমিউনিটির নিয়ম কারণ গুলো পড়তে পারেন।
"আমার বাংলা ব্লগ" এর নিয়মাবলীর সর্বশেষ আপডেট (Last Updated rules of "Amar Bangla Blog" Community) 29 Sep 21
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ ভাই বিষয় টি দেখিয়ে দেওয়ার জন্য ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit